![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পলাশীর প্রান্তর, এখানেই হেরেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ্দৌলা। কম্পিউটারে ছবি খুঁজতে গিয়ে চোখে পড়ল ছবিগুলো। আম বাগানের ছবিটা পেলাম না পেলে আপলোড করে দেব।
পলাশী স্মৃতি সৌধ প্রতি বছর ২৩শে জুন এখানে শহিদ দের স্বরণ করা হয়। আবার অনেকে বলেন এই স্মারক ইংরেজদের জয়ের প্রতীক তাই আশেপাশে কোথাও নতুন স্মারক তৈরি করা হোক।
নওয়াব সিং হাজারী, বক্সী মীর মদন আর বাহাদুর শাহ্ এর স্মৃতি সৌধ।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
প্রণব দেবনাথ বলেছেন: হয়তো আপনার কথা ঠিক আবার অন্যরকম ও হতে পারতো,পলাশীর যুদ্ধে আমরা যাদের ভিলেন হিসেবে জানি এদের বিশ্বাসঘাতকতার কারন অনেক আছে যেটা নিয়ে পড়ার বইতে কিছুই লেখা নেই।আর সিরাজ-উদ্দৌলাকে আমরা যেভাবে নায়ক হিসেবে দেখি ওটাও পুরো ঠিক নয়।সে যাই হোক যে সময়ের ঘটনা সেটার সব কারন বর্তমান সময়ের মানসিকতা নিয়ে বিচার করলে সব বোঝা সম্ভব নয়। কারন সময়ের সাথে মূল্যবোধ ও বদলায়।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: পলাশী পলাশী
বাংলার পরাজয়ের ক্রন্দন
হৃদয়ের হুতাশী
বিজয়ের স্বপ্ন- মুক্তির দিশারী।
+++++++++++++
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
ধমনী বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪
আহমেদ জী এস বলেছেন: প্রণব দেবনাথ ,
ভালো লেগেছে । আরও একটু ডিটেলস থাকলে আরও ভালো লাগতো ।
ধন্যবাদান্তে ।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
গেম চেঞ্জার বলেছেন: চাঁদগাজীর সাথে একমত নই। বিপদের আঁচ পেয়ে নিষ্টুরভাবে বিঃশ্বাস ঘাতকদের ফাইন্ড আউট করে হত্যা করা উচিত।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
বিপদে পড়ার আগে, নবাবের দরকার ছিল দিল্লের অধীনে চলে যাওয়া