![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ একটি মামলার রায় ছিল।এর আগেও এই রায়ের ৩টে তারিখ পড়েছে।বিশেষ কারনে সেই তারিখ গুলোতে রায় হয়নি। যে ঘটনা নিয়ে মামলা সেটা খুব আলোচিত তাই অনেকে এসেছে রায় জানার জন্য।আমরাও কাজের সুত্রে সেখানে উপস্থিত। দুপুর পর্যন্ত অপেক্ষার পর জানা গেল আজ রায় হবেনা সামনের মাসে আবার তারিখ পড়েছে।আমরা খুব বিরক্ত হয়ে খোঁজ খবর করে আজকের রায় না হওয়ার যা কারন জানলাম সেটা খুবই হাস্যকর। যিনি রায়ের টাইপিস্ট তিনি নাকি প্রিন্টার খারাপ করে ফেলেছেন।অন্য ঘর থেকে আনা যাবেনা তাই রায় বন্ধ!!!! দরিদ্র সেই পরিবার দূর গ্রাম থেকে টাকা খরচ করে বিচার প্রার্থনা করতে এসেছেন তাদের সময় আর টাকার দাম কে দেবে? এই রায়ে যার আজ বেকসুর খালাস হওয়ার কথা তাকেও তো রায়ের দিন পর্যন্ত জেল খাটতে হবে,কে নেবে সেই দায়? বিচার বিভাগের এই ধরনের ছেলেমানুষির জন্যই অনেক মানুষ আইন আদালতের পরোয়া না করে নিজের হাতে আইন তুলে নেয়।কেন বিচার প্রার্থীরা নাকাল হবেন।কে দেবে তার উত্তর?এসব দেখলে মনে হয় অপরাধীরা সমাজে বাড়বেই, কারন আইন আদালতের ক্ষমতাবানেরা মজে আছে ক্ষমতা উপভোগে। বিচারপ্রার্থী এই জন্মে বিচার পাক বা আগামী জন্মে কার কি আসে যায়।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
নতুন বলেছেন: যিনি রায়ের টাইপিস্ট তিনি নাকি প্রিন্টার খারাপ করে ফেলেছেন।অন্য ঘর থেকে আনা যাবেনা তাই রায় বন্ধ!!!!
এইটুকু যারা পরেনা তাদের কিভাবে এই রকমের দায়িত্ব দেয়া হয়?
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭
প্রণব দেবনাথ বলেছেন: সেই!!!!
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ তো!
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
দেশে ভরে গেছে আগাছায়
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
আজাদ মোল্লা বলেছেন: বাংলাদেশের জন্য এটা কোন ব্যাপার না ।
আর যদি হয় যে কোন সরকারি দল তবে হবে সারা ।
ধন্যবাদ আপনাকে ভাই ।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১২
প্রণব দেবনাথ বলেছেন: না দাদা এটা ভারতে,তবে হ্যাঁ শাসক দল যুক্ত আছে।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০১
গেম চেঞ্জার বলেছেন: সমাজের শৃংখলা সংরক্ষণের গুরুদায়িত্ব যার নিকট সে যদি এইরকম হয়....থাক বাকিটা আর বলতে হবে না। অনুধাবন করে নেন।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
প্রণব দেবনাথ বলেছেন: হুমমমম...
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
প্রামানিক বলেছেন: আহা! নিরীহ জনগণের দায়িত্ব পালনকারীদের ধন্যবাদ দেয়া দরকার।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পোস্টে এ ++++