![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো ধর্মীয় ঐতিহ্য কখনো প্রথার ঐতিহ্যর নামে আমরা ভুগে চলছি যন্ত্রনা।কোথাও পুজার নামে রাস্তা আটকে তৈরী হয় বড় বড় মন্ডপ আলোকসজ্জা কোথাও বা রাস্তা আটকে চলে নামাজ জোরে জোরে মাইক।স্থানীয় বিভিন্ন প্রথা পালন করতে গিয়েও তৈরি হয় একই সমস্যা।রাস্তায় বেরিয়ে কোথাও যাবেন,সময়ে পৌঁছাবেন এমন নিশ্চয়তা নেই। কেউ সময়ে স্কুলে যেতে পারেনা,কেউবা হসপিটালে,কারো থাকে জরুরী কাজ।এতো জোরে মাইক বাজে যে ঘরে রুগী শিশু পড়ুয়া এদের কি পরিমান ক্ষতি হয় এটা ভুক্তভোগীরাই জানে। শুধুমাত্র কিছু ঐতিহ্যর নামে রাস্তাঘাট আটকে থাকায় বছরভর মানুষর এই ভোগান্তি। এছাড়া রাজনৈতিক সমাবেশ তো আছেই।
কোন সাধারন মানুষ প্রতিবাদ করবে তো জুটবে অপমান ক্ষেত্র বিশেষে মারধর এমন কি খুন হয়ে যাওয়াও স্বাভাবিক হয়ে গেছে।কোন ক্ষমতাবান এসব বন্ধ করার কথা বলেনা যদিওবা কেউ বলে তো শুনতে হয় "আমাদের এত দিনের ঐতিহ্য কি করে বন্ধ করার কথা বলছেন"।
অথচ এক সময় আমরা ল্যংটা হয়ে ঘুরতাম,এরপর গাছের বাকল পরতাম,পশুর চামড়া দিয়েও পোশাক তৈরি করে পরেছি শেষে ধুতি পাঞ্জাবি, এসবও তো আমাদের ঐতিহ্য ছিল। এখন সারাক্ষন প্যান্ট শার্ট পরি তাতে কি এসে গেছে! এক সময় হাঁটতাম, ফের ঘোড়ায় যাতায়াত করে এখন গাড়িতে ঘুরি।ভবিষ্যতে আরো কত কি আছে সে সময় বলবে।এই বেলায় হেঁটে বেড়ানোর ঐতিহ্য মনে হয় ঘাস চরাতে গেছে! ঘুম থেকে উঠে গুডমর্নিং,ব্রাশ,পেস্ট দিয়ে শুরু সারা দিন কথার মধ্যে নানান ইংরেজি শব্দ ঢুকিয়ে ঘুমানোর সময় গুড নাইট দিয়ে শেষ করি। একটা সই করতেও ইংরেজী ব্যবহার করি এই বেলায় মাতৃভাষার ঐতিহ্য বুঝি নষ্ট হয়না! এরকম হাজারো উদাহরন দেওয়া যায়।
শুধুমাত্র ঐতিহ্যের নামে বন্ধ হওয়া দরকার এসব আত্মঘাতী অনুষ্ঠান যার জন্য ভুগতে হয় সবাইকে বছরভর।সময়ের সাথে সাথে ঐতিহ্য তৈরী হবে সেটা আবার সময় বিশেষে ভাংতেও হবে।নাহলে পিচিয়ে থাকব আমরা। যে সময়ের সাথে বদলাবে না সময় তাকে বদলে দেবে আর সেটা হবে ভয়ঙ্কর। যদিও শুনবে কে আমরা যে জ্ঞানপাপী।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
প্রণব দেবনাথ বলেছেন: হুমমমম... আমিও ঐতিহ্যের বিরোধী নই,তবে সব কিছুর একটা সীমা থাকে।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
অগ্নি কল্লোল বলেছেন: সীমার মাঝে অসীম তুমি।।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
অগ্নি কল্লোল বলেছেন: রাজনীতিক সমাবেশ নিয়ে কিছু শুনতে চাই??
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২
প্রণব দেবনাথ বলেছেন: লিখব অপেক্ষা করুন। আসলে আমি তো একটা কাজ করি তাই অনেক কিছু এখন বলতে পারব না।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
অগ্নি কল্লোল বলেছেন: অপেক্ষায় রইলাম।।
শুভ কামনা।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
তাসলিমা আক্তার বলেছেন: শীতের দিনে ওরস ওয়াজের উপদ্রব বাড়ে। আজকাল গায়ে হলুদ ডিজে ছাড়া হয়না। সারা পাড়ার মানুষ জেগে থাকে। কেউ ঘুমাতে পারেনা। অনেকের সকালে ইমপর্টেন্ট মিটিং থাকে, কারো পরীক্ষা থাকে আবার কারো ঘড়ে থাকে অসুস্থ রোগী। এইসব ঐতিহ্যের কোনো মানে আমি খুঁজে পাইনা। সমসাময়িক পোস্টের জন্য শুভেচ্ছা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
অগ্নি কল্লোল বলেছেন: ঠিক বলেছেন।।তার পরেও বলতে হয়,হাজার বছরের ঐতিহ্য পালনতো করতেই হবে।।