নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্র সাংবাদিক

প্রণব দেবনাথ

সময়ের থেকে দামী, জ্ঞানের থেকে উৎকৃষ্ট কোনো বস্তু বা তত্ত্ব নেই

প্রণব দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

ছবি।।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৯

ভোজন।। আলোছায়া।। তাপধাম।। নাটক।। সহচর।। স্বস্তি স্নান।। লক্ষ্মীপেঁচা।। মাটির ঘ্রান।। দিবাকর যাবার আগে।। জল, মেঘ, পাহাড়।।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: দেখে এলাম আপনার সকল ছবি ব্লগ ।
সুন্দর সুন্দর ছবির সাথে রয়েছে কিছু
দুর্লভ ছবি যথা মস্তী হস্তীর ছবিটি ।
তাছাড়া এখানকার এ পোস্টের ছবিটি
আমাকে নিয়ে নিয়ে যায় স্মৃতির গহীনে।
প্রায় অর্ধশতাব্ধি আগে ভাওয়াল অঞ্চলে
কেটেছে ছেলেবেলা। সেসময় সেখানে
ছিল বানরের মেলা । শালবনের কাছে
গাছে পাকা কাঠাল থাকত নিত্যবেলা।
গাছে চরে পাকা কাঠাল খাওয়ার সময়
বানরের সাথে হত ভাগাভাগি টানাটানি
সারাবেলা । কি মধুর দিনই না ছিল তা ।
সকালে গিয়ে আমার ব্লগে গিয়ে লাইকের
চিহ্ন একটি এসেছিলেন রেখে , সে সুবাদে
ধন্যবাদ দেওয়ার হেতু এসে পেলাম হেথায়
মধুকবির স্মৃতি মাখা কপোতাক্ষ নদের দেখা
নিয়ে গেলাম ভাবনা , বাংলার দ্বিতীয় মহাকাব্য
মেঘনাদ বধ রচয়ীতা স্মরণে কিছু লিখব বলে
অচীরেই যাব যে সেথা । ভাগ্য সুপ্রসন্ন মানি
হয়েছে আপনার সাথে আজ সকালে দেখা ।

ধন্যবাদ সে সাথে রইল ভাল থাকার
শুভ কামনা ।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৫

প্রণব দেবনাথ বলেছেন: ভাল লাগলো আপনার অনুভুতির কথা জেনে। আশা করি ভবিষ্যতেও এরকম পোস্ট দিতে পারব। ধন্যবাদ।।

২| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য। দুর্লভ ছবির জগতে আপনার বিচরণে আমি অভিভুত । আমি বর্তমানে মধু কবি মাইকেল মধুসুদন এর মহাকাব্য মেঘনাদ বদ নিয়ে একটি লিখার প্রয়াসে আছি । সম্ভব হলে তাঁর ও কপেতাক্ষ নদের উপর কোন ছবি থাকলে এবং সেগুলি পোষ্ট করলে ভাল হয় । ছবি পোস্ট করলে সম্ভব মতে আমাকে নোটিফিকেশন করলে খুশী হব ্

ভাল থাকার শুভেচ্ছা রইল ।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪১

প্রণব দেবনাথ বলেছেন: কপোতাক্ষের ছোবই পোস্ট করা আছে দেখুন।।

৩| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৫

ডঃ এম এ আলী বলেছেন: আমি দেখেছি সেটা । তাই আমার প্রথম মন্তব্যে লিখেছিলাম এ কথা
ধন্যবাদ দেওয়ার হেতু এসে পেলাম হেথায়
মধুকবির স্মৃতি মাখা কপোতাক্ষ নদের দেখা
নিয়ে গেলাম ভাবনা , বাংলার দ্বিতীয় মহাকাব্য
মেঘনাদ বধ রচয়ীতা স্মরণে কিছু লিখব বলে
অচীরেই যাব যে সেথা

১৯৮১ সনে শেষ গিয়েছিলাম কপোতাক্ষ তীরে ।
সে সময়ের তুলা কিছু ছবি ছিল , এখন সেগুলি নেই
আমার কাছে , তাই আমি বলেছিলাম নিম্মের মত
যদি আরো কিছু ছবি থাকে তবে তা পোস্ট করতে

১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৬

প্রণব দেবনাথ বলেছেন: আমার কাছে এর ছেয়ে ভালো কিছু নেই দাদা, তবে ভবিষ্যতে যদি তুলি তো আপনার জন্য আলাদা করে রাখবো।।

৪| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা । মাঝে মাঝে পারলে আমার ব্লগে আসবেন তাহলে যোগাযোগ থাকবে ।
শুভচ্ছা রইল

৫| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:২১

প্রণব দেবনাথ বলেছেন: অবশ্যই।

৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: প্রণব দেবনাথ ,




সন্দেহ নেই ছবিগুলো সুন্দর । আপনার তোলা কি ?
নইলে কার তোলা , কি বৃত্তান্ত , সূত্রই বা কি এগুলোর উল্লেখ থাকলে ভালো হতো ।

শুভেচ্ছান্তে ।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৩

প্রণব দেবনাথ বলেছেন: হ্যঁ আমার তোলা। আসলে ছবিগুলো কোথায় তোলা আমার মনে হয় এই ছবি গুলোর ক্ষেত্রে তার কোন দরকার নেই। আর নিজের তোলা ছবির সূত্র কি দেবো বলুন! ধন্যবাদ মন্ত্যবের জন্য।

৭| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৯

সুমন কর বলেছেন: চমৎকার।

পোস্টের শেষে লিখে দিতে পারে, সকল ছবি আপনি সংগ্রহ করেছেন।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪২

প্রণব দেবনাথ বলেছেন: ছবিতে নাম ট্যগ আছেতো। :D

৮| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:




১ নং ছবিটি কোথায় তোলা? খুবই সুন্দর উঠেছে

১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৯

প্রণব দেবনাথ বলেছেন: ছবিটা শান্তিপুরে তোলা, এভাবে বললে হয়ত চিনবেন না। শান্তিপুর,নাদিয়া,পঃবঃ। :)

৯| ৩১ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫৭

নীল বরফ বলেছেন: আপনার তোলা ছবিগুলো এক কথায় অন্যান্য। ছবির এঙ্গেল আর ফ্রেমিং চমৎকার,সাথে বিষয়বস্তুও। ভাল থাকবেন।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩

প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন ভালো রাখুন ।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ! ছবিব্লগগুলোই যেন আমার কাছে মনে হয় ব্লগের প্রাণ......ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.