নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্র সাংবাদিক

প্রণব দেবনাথ

সময়ের থেকে দামী, জ্ঞানের থেকে উৎকৃষ্ট কোনো বস্তু বা তত্ত্ব নেই

প্রণব দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

এলিয়েন।।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৪

দুপুরের ক্লান্ত হয়ে গাছের নিচে বসে ঝিমাচ্ছি। একটু চোখ লাগতেই দেখি এলিয়েনে আক্রান্ত পৃথিবী। কি বিশাল বিশাল চেহারার সব এলিয়েন। ওরা আবার যা বলছে সবই বুঝতে পারছি। দেখি যে চার দিকে নানা এলিয়েন দোকান, তাতে মানুষের মাংস ঝুলছে।পাশে একটা দোকানে লেখা এখানে মানুষ চচ্চড়ি, মানুষ কোর্মা,মানুষ কাবাব,মানুষ বিরিয়ানী সহ নানান পদের মানুষ মাংস পাওয়া যায়। কি কান্ড এলিয়েন লেখা তাও আবার বাংলায়! হঠাৎ এক এলিয়েন আমায় ধরে গলায় দড়ি দিয়ে টেনে সোজা এলিয়েন দলপতির সামনে হাজির । আমার দিকে তাকিয়ে খিক খিক করে হাসছে। কাঁচুমাচু করে বললাম এটা অন্যায় নিরীহ মানুষ দের নৃশংস ভাবে মেরে খাচ্ছেন দয়া মায়া নেই আপনাদের? এই কথা শুনে এলিয়েন নেতা হাসি থামিয়ে বললো, মানুষ! হাহাহাহাহা.... খিদে মেটানো ছাড়াও আনন্দ উৎসব হাতের নিশানা ঠিক করার জন্যও অন্য প্রাণীদের খুন করে আনন্দ নেয় এই প্রজাতি। মানুষ পৃথিবী গ্রহের সবচেয়ে উঁচু স্তরের শিকারী। তোদের শিকার করার কেউ ছিলনা। আমরা মানুষের চেয়ে উঁচু স্তরের শিকারী তোদের খাবো এটাই স্বাভাবিক।সবই খাদ্য খাদক সম্পর্ক । বলেই ইশারা করলো আমাকে জবাই করার জন্য। আমি তো মহা চিৎকার জুড়ে দিলাম কোপ পড়তেই ঘুম শেষ। জেগে বুকে হাত দিয়ে বুঝলাম হৃৎপিন্ড তখনো ধুকপুক ধুকপুক।। এবারের মতো বাঁচলাম বোধহয়। ;) ;) ;)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ ভোর ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



গাছের নীচে শুইলে জ্বীন, পরীরা পেয়ে বসে; আপনাকে স্বপ্ন দেখাচ্ছিল, ভালোয় ভালোয় সব সেরেছে।

২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫১

প্রণব দেবনাথ বলেছেন: আমাকে যেদিন ভুতে ধরেছে সেদিন থেকে ওই সব জ্বিন ভুত পরি তে বিশ্বাস বন্ধ করে দিয়েছি দাদা। :D

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৪

প্রথমকথা বলেছেন: এলিয়নের ধারণা যে ব্যক্তি দিয়েছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে এলিয়ন নামক কোন কিছুর অস্তিত্ব আছে কিনা আমার জানা নেই। খুব সুন্দর পোষ্ট।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.