নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্র সাংবাদিক

প্রণব দেবনাথ

সময়ের থেকে দামী, জ্ঞানের থেকে উৎকৃষ্ট কোনো বস্তু বা তত্ত্ব নেই

প্রণব দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ।।

২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪১

⁠⁠⁠⁠⁠⁠⁠কাজ সেরে বিকেলে বাইকে বেরুলাম দেখি যে এক পরিচিত তপু দা, একটা বন্ধ দোকানের সামনে চোখ দুটো লাল টুক টুক করে ছায়াতে আরাম করে বসে আছে। দেখে দাঁড়িয়ে বললাম
: কিরে তপু দা গাঁজা খেয়ে এখানে বসে আছিস কেনো বাড়ি যা।
এক পাটি দাঁত বের করে তপু দা বলছেঃ
: সে নাহয় যাবো, তুই কোথায় যাচ্ছিস?
: আমি যাচ্ছি গিলতে।
: কি গিলবি?
: একাই যাচ্ছিলাম... হমম.... চল দুই ভাই আজ মাছ ভাজা আর বিয়ার খাই।
: মানুষ তো হলি এবার প্রাণী হ।
: বুঝলাম না!
: এইযে মাছ খাবি এটা তো একটা প্রাণী।
: হমমমম তাতে কি!
: আমরা বাজে লোক দের বলি না মানুষ হ!
: তো ?
: মানুষ হওয়ার পর কি হবে জানিস?
: কি হবে ?
: প্রাণী
: প্রাণী!
: হ্যাঁ, এই যে আমরা মানুষ হয়ে শুধু মানুষের স্বার্থ বজায় রাখি । অন্য প্রাণী দের কথা ভাব তো ওদের ও তো যন্ত্রনা আছে দুঃখ কষ্ট আছে আমাদের মতো তাও আমরা ওদের খাই । আমরা মানুষ হয়ে যাওয়ার পর নিজেদের যদি প্রাণী ভাবি তাহলে অন্য প্রাণীদের ও বুঝতে পারবো ওদের ভাষা বুঝতে পারবো।
: ওহ আচ্ছা বুজলাম। যাবি?
: ধুস পাগলা আমি বিয়ার খেলেও মাছ খাবো না। আর বিয়ার এর সাথে যদি মাছ ভাজা ই না খাই তো বিয়ার এর কি মজা তুই খা আমি পালাই।
: আমিও পালাই।
: এই দাঁড়া দাঁড়া একটা লাইন মনে এলো।
: হমমমম বল।
: বাবার শরীর থেকে সাঁতার কেটে মায়ের শরীরে আসার সময় আশেপাশে যত ভাই বোন ছিল লাথি মেরে তাড়িয়ে বিজয়ী হয়ে আহা কি আনন্দই না পেয়েছি। মাটিতে এসে ভাবছি ওটাই বোধহয় আজন্ম পাপ ছিল।
: বাপরে তুই তো মহাজ্ঞানী হয়ে গেছিস দেখছি।
: হিহিহি যা পালা পালা আমিও যাই খিদেয় পেট চুঁ চুঁ করছে।
বলেই তপু দা নিজের বাইকে উঠে বাড়ীর দিকে হওয়া। আমি চোললাম মাছ ভাজা আর বিয়ারের উদ্দেশ্যে।। =p~ =p~ =p~

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:




কথায় কথা আসে, জমে থাকা ভাবনা বেরিয়া আসে।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৪

প্রণব দেবনাথ বলেছেন: ঠিক তাই.।.।.।.।.।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০

পবন সরকার বলেছেন: অল্প কথায় অনেক কিছু।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬

প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ..

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: যথার্থ নামকরণ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

আহা রুবন বলেছেন: আমার কাছে বেশ লাগল। প্রথম বাক্যটাই গল্প পড়তে আগ্রহী করে তোলে। বাহুল্য নেই, জীবন্ত। শুভ কামনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৫

বোরহাান বলেছেন: ভালো লাগ্লো

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯

প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.