![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুদিন আগে বেশ একটা আনন্দের খবর করলাম । খবরটা এরকম, আট বছর আগে হারিয়ে যাওয়া একটি ছেলে কে বাড়ির লোকের হাতে তুলে দিয়েছে জেলা প্রশাসন ।
ছেলেটার নাম দেবানন্দ। আট বছর আগে, কলকাতায় সিপিএমের সভায় যাবে ভেবে লোকের পেছন পেছন ট্রেনে উঠে পড়েছে । তবে কলকাতার বদলে উল্টো দিকের ট্রেনে। বেচারা ঠিক মত কথা বলতে পারে না তার উপর মানসিক প্রতিবন্ধী । শেষে কিছু লোক ছেলেটাকে স্টেশনে একা একা ঘুরতে দেখে নাম ধাম জিগ্গেস করে ঠিক থাক উত্তর পায়নি, শুধু নাম টুকু বলতে পারছে। ওরা ওকে নিয়ে দেয় শিশু কল্যাণ সমিতির হোমে । এদের কাছে ধীরে ধীরে কথা বলাও শিখেছে, পড়ালেখা শিখেছে, প্রতিবন্ধকতাও অনেকটা কাটিয়েছে। একদিন ছেলেটা হোমের লোকদের বলে ওর বাড়ি টিটাগড় এর কোনো শিতলাতলায়। হোমের লোক খুঁজে বের করে পরিবার কে।
দেবানন্দের দাদা ভাইকে পেয়ে বললেন, ভাইয়ের জন্মের পর মা মারা যায় বাবা অসুস্থ, আমরা পাঁচ ভাই দেবা ছোট , শ্রমিকের কাজ করি সবাই । ভাই আমাদের প্রচন্ডের আদরের। হারিয়ে যাওয়ার পর অনেক খুজেছি শেষে আশা ছেড়েই দিয়েছিলাম । আট বছর পর পেলাম এক অন্য ভাই কে, আমাদের কোনো ক্ষমতা ছিল না ভাইকে এভাবে পড়াশুনা বা চিকিৎসা করানোর। হারিয়ে যাওয়াতেই তো অর ভালো হলো । ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫
প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ ।
২| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
খুবই ভালো হলো ছেলেটার জন্য, পরিবারকে ফিরে পাওয়া নতুন করে জন্মের মতো!
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
প্রণব দেবনাথ বলেছেন: যা হয় ভালই হয়.........
৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৮
প্রথমকথা বলেছেন: খুব ভাল হলো।
৪| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৪
নীলপরি বলেছেন: খুবই ভালো একটা ঘটনা বললেন । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে