নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্র সাংবাদিক

প্রণব দেবনাথ

সময়ের থেকে দামী, জ্ঞানের থেকে উৎকৃষ্ট কোনো বস্তু বা তত্ত্ব নেই

প্রণব দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

৫০০/১০০০ নোট !

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬


এক লোক এটিএম থেকে টাকা তুলে দেখে যে একটা ১০০০ এর নোট জাল । ব্যাংকর হাতে গেলে টাকা টা নষ্ট করে দেয় কিন্তু ওই লোকের টাকা আর ফেরত দেয়নি । সেই লোক এই টাকার জন্য মুখ্যমন্ত্রী কে অপহরণ করে । তার দাবি একদিনের মধ্যে পুরনো সব হাজার টাকার নোট বাতিল করে নতুন ডিজাইনের বৈধ ১০০০ এর নোট দাবি করে । কারণ বাজার চলতি টাকা আসল না নকল সে বোঝা যায় না। টিভিতে বসে বিশেষজ্ঞ রা বললেন একদিনের মধ্যে টাকা বদল করা অসম্ভব । তবে যদি এটা সত্যিই করা যায় তাহলে জাল আর বহির্ভূত টাকার উপর অনেকটাই রাশ টানা যাবে । গত বছর "প্রতিনিধী" নামে একটা তেলেগু মুভিতে এই গল্পই দেখছিলাম। প্রধানমন্ত্রী মোদী সেই মুভি দেখেছেন কিনা জানি না । তবে ওই আইডিয়া টা দারুন লেগেছিল আমার ।
ভারতে এখন এই ৫০০/ ১০০০ এর নোট নিয়ে সবাই আলোচনায় মশগুল । বেশিরভাগ লোকই এতে সমর্থন দিচ্ছে । এর মধ্যে অনেকেই ধরা পড়ছেন জাল আর হিসেব বহির্ভূত টাকা নিয়ে । কিন্তু এর বিরুদ্ধেও অনেক লোক আছে । এখন দুই ধরনের লোকের অন্তর জ্বলছে যারা দলকানা আর যাদের মনে পুলিশ পুলিশ। আসলে তারা ওই দলের লোক যারা মদ কিনতে লাইনে দাড়িয়ে থাকতে পারে, কিন্তু বাজার থেকে দুধ কিনতে যেতে কষ্ট হয় । সাধারণ লোকের অসুবিধে যে হচ্ছে এতে কোনো ভুল নেই ,তবে সেটা সাময়িক। বড় কিছুর জন্য অনেক সময় ছোট কিছু ত্যাগ স্বীকার করতে হয় এটা বুঝতে হবে । কারণ ত্যাগ নেই তো উন্নতি নেই ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: যাদের কালোটাকা আছে তারাও ধরা খেয়েছে । আপাতপক্ষে ভালো আইডিয়া ।

বাই দ্যা ওয়ে, মুভিটা আইএমডিবিতে কী নামে সার্চ দিলে আসবে ? অথবা নায়কের নাম বললেও হবে ।

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০০

প্রণব দেবনাথ বলেছেন: Prathinidhi-Nara Rohit, Kota Srinivas Rao
Hindi http://www.indishare.me/s6yni82zoeru
Telegu https://www.youtube.com/watch?v=p3xRLc5x-Hc

২| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:



মৌদী সঠিক পদক্ষেপ নিয়েছে; সবাই ধার খেয়ে বসে আছে; মানুষের কইছু কস্ট হবে; তবে, সেই তুলায় জাতি দুস্টদের টাকা থেকে বেঁচে গেলো, বাজার-দর কমে আসবে।

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১০

প্রণব দেবনাথ বলেছেন: মোদীর ভক্ত না হলেও এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন আছে আমার .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.