নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্র সাংবাদিক

প্রণব দেবনাথ

সময়ের থেকে দামী, জ্ঞানের থেকে উৎকৃষ্ট কোনো বস্তু বা তত্ত্ব নেই

প্রণব দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

ইজম ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

নানান ইজমে ভরেছে পৃথিবী। সব ইজম ই নাকি শান্তি চায়! তবে শান্তি কোথায় পালালো!
কোনো ইজম সম্পূর্ণ নয়, কারণ ইজম মানেই শ্রেণী স্বার্থ। এক ইজম অন্য ইজমের স্বার্থগত বিরোধ থাকে। যত বেশী বিরোধ তত বেশী ইজম । অনেকে প্রতিষ্ঠিত ইজমের থেকে দুরে গিয়ে একটা নতুন ইজম এর সন্ধান পেয়েছেন সেই দলে আমিও আছি, নাম মানব ইজম । কিন্তু এটাও কি সবচেয়ে উত্তম ।
মানবতা যদি একটা ইজম হয় তাহলে প্রকৃতির অন্য ইজমের সাথে তার কিছু ফারাক থাকবে। কারণ প্রকৃতিতে মানুষ ছাড়াও আছে অন্যদের বাস। মানব- ইজমের লক্ষ্য মানুষের উন্নতি, তাতে অন্য প্রাণীরা কতটা সুরক্ষিত?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, আপনার পছন্দের 'মানব ইজম'কে বর্ধিত করে, 'মানু-প্রাণী ইজম' করতে হবে!

মানুষ সময়ের সাথে নতুন কিছু শিখছে, নতুন কিছু করছে; এতে মানুষের ভাবনার পৃথিবী ক্রমাগতভাবে শক্তিশালী হচ্ছে; ফলে, ইজমগুলো ক্রমাগতভাবে পরিবর্তনের মাঝ দিয়ে যাচ্ছে; মানুষকে এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে; কারণ, মার্ক্স অবশ্যই যীশু থেকে বেশী বুঝতেন; এবং স্টিফেন হকিং, নিশ্চয় নিউটন থেকে বেশী জানার সুযোগ পেয়েছেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

প্রণব দেবনাথ বলেছেন: আমি এটা বুঝি এখনো পর্যন্ত আমাদের চিন্তার সব কিছুই পরিবর্তনশীল , তাহলে আমরা কি করে বলি তোমার নীতি খারাপ আমার টা ভালো! ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.