![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সাধারণত পাপ বা অন্যায় কাজ কে ঘৃনা করি, কিন্তু এই কাজের ফলে লাভকৃত ফল কে আত্মীকরণ করার সময় খেয়াল থাকে না যে এটা পাপের ফসল।
এক পিতা যে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা দিয়েছে। লোকটা আসলে নানান অপরাধের সাথে যুক্ত । এক খুনের মামলায় তার যাবজ্জীবন হয়েছে , ছেলে এসেছে জেলখানে দেখা করতে । অপমানিত, ক্ষুব্ধ, বিরক্ত ছেলের সাথে বাবার কথোপকথন একটা অংশ -
ছেলে - তোমার কাজে সমাজে তো আর মুখ দেখাতে পারিনা .তুমি এত জঘন্য কাজ করেছ ছিঃ! ছিঃ! । কেন এরকম করে আমাদের সবাইকে লজ্জায় ফেললে । মনে রেখো এই শেষ দেখা ভবিষ্যতে আর কোনদিন দেখা করতে চাইবে না। আমরাও আসবনা, আজ থেকে তুমি আমাদের জন্য মরে গেছ।
বাবা - হ্যাঁ আমি করেছি । আজ তো বলছিস আমি অন্যায় করেছি । সেদিন তো বলিসনি যেদিন বাইক কেনার টাকা চেয়েছিস। সেদিন মনে হয়নি যেদিন আমার সমর্থ না থাকলেও মেডিকেল কলেজে ভর্তি হতে চেয়েছিস। সেদিন ও জানতিস আমি কি কাজ করি । যখন ডাক্তার হলি নিজে ইনকাম করতে শিখলি তখন তোর ন্যায় অন্যায় খেয়াল এলো । যখন এই বয়েসে তোকে আমার দরকার ছিলো তখন ও কি বলেছিস বাবা অনেক পাপ কাজ করেছ এবার বন্ধ করো, আমি তো ইনকাম করি এতেই চলে যাবে, বলিস নি। তুই বিয়ে করে আলাদা হয়ে গেলি , তখন ও বলেছিলি আমার মত বাজে লোকের সাথে তো কোনো সম্পর্ক নেই । আমি বাজে লোক এতে কোনো সন্দেহ নেই তোদের কোনো দিন দায়ী করব না. একটা কথা বলি আজ আমি যে খুনের মামলায় জেলে আছি সেই খুন করেই তোর মেডিকেলের পড়ার খরচ মিটিয়েছি । আমার ওই পাপের কারণেই আজ তুই পাপ পুণ্য বুঝেছিস , উপরতলার লোক হয়েছিস , পারবি কি সেই ডিগ্রী ছুড়ে ফেলে দিয়ে নতুন করে জীবন শুরু করতে ? ডিগ্রী বাদ দিলেও যে শিক্ষা পেয়েছিস সেটা কি ভুলতে পারবি?
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪
প্রণব দেবনাথ বলেছেন: সম্ভব কিন্তু অনেক সময় লাগবে এখনো ।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫১
সুমন কর বলেছেন: আমার মতে, চাইলেই পাপ থেকে দূরে থাকা যায়। নিজের ইচ্ছাটা, সৎ হবার দরকার।
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯
প্রণব দেবনাথ বলেছেন: সৎ অসৎ অনেকটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে । দীর্ঘদিন ধরে যে সুবিধে পেয়ে এসেছি হঠাৎ যদি জানা যায় সেটা পাপের ফসল তখন কিছুই করার থাকেনা কারণ সময় কে ফেরত পাওয়া যায়না ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
আমাদের সমাজ এই ধরণের গল্পের জন্মস্হান; এই চক্র থেকে অনেক জাতি বের হয়েছে, বের হওয়া সম্ভব।