![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্যাস্ত
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
প্রণব দেবনাথ বলেছেন: হ্যাঁ আমার ই তোলা। আমি আসলে বেশি লিখিনা এই কারণে যে যারা দেখবে তারা নিজেদের মতো করে দেখুক। ধন্যবাদ দাদা।
২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
সাহসী সন্তান বলেছেন: সেটা ঠিক, তবে ক্যাপশন থাকলে দেখে/পড়ে মজা পাওয়া যায়! তাছাড়া ছবিটা সম্পর্কে বিস্তারিত জানাও যায়! এই যেমন ছবিটা আপনি কখন, কোথা থেকে উঠালেন? কিংবা ছবির লোকেশানটা কোন জায়গার ইত্যাদি!
একটা পোস্ট যতটা না তথ্যের ভারে সৌন্দর্য হয়ে ওঠে, তার থেকে বেশি কিন্তু উপস্থানার জন্যই ভাল লাগে! তাছাড়া কেবলমাত্র একটা সুন্দর উপস্থাপনাই পারে কোন লেখায় পাঠককে আকৃষ্ট করতে!
যেমন নিচ থেকে উপর দুই নাম্বার ছবিটা যদি আমি উঠাতাম তাহলে তার ক্যাপশনটা ঠিক এমন দিতামঃ- ০৪। "দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত! পশ্চিমে অস্তগামী রক্তিম সূর্যই বলে দিচ্ছে এখন বাড়ি ফেরার সময়! আর সেটা মনে করেই গায়ের একজন কৃষক তার পোষা ছাগল গুলো নিয়েই বাড়ির পথ ধরেছেন!"
একটু কাব্যিক ভাব আনার চেষ্টা করলাম আরকি! এনি ওয়ে, ছবি গুলো খুব ভাল লাগছে সেজন্যই এত কথা বলা! আশাকরি জ্ঞান দিলাম মনে করবেন না!
ভাল থাকবেন! নতুন বছরের শুভেচ্ছা!
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
প্রণব দেবনাথ বলেছেন: আপনি ছবি দেখে কাব্যিক হলেন এটা সবার সব সময় হয়না, যেমন আমি। আমি প্রকৃতির কাব্য চোখে ধরি ক্যামেরার ভাষায় প্রকাশ করি। কিন্তু লেখা কাব্য হয়ে উঠেনা। আর জ্ঞান! নাঃ দাদা আমি ওসবে কিছু মনে করিনা, কারণ আপনার চোখ দিয়েও আমি নিজের ভুল দেখতে পারি। ধন্যবাদ।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ ছবি! তবে, ক্যাপশন থাকলে ভালো হত।
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
প্রণব দেবনাথ বলেছেন: পরেরবার ক্যাপশন দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ ছবিগুলো
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ দাদা।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮
জগতারন বলেছেন:
এত সুন্দর ছবি!
আপনারা কিভাবে পারেন!!
সুন্দর মন, কাব্যিক অনুভূতি, পূর্বপরিকল্পনা, ক্যামেরা দক্ষতা এতকিছুর সন্ময় করার ধৈর্য(!)
অভিন্দন বন্ধু, ভালো থেকো এমনি আরও দেখতে চাই।
০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
প্রণব দেবনাথ বলেছেন: ভালো থাকবেন দাদা ।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮
সুমন কর বলেছেন: আপনাকেও নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০
প্রণব দেবনাথ বলেছেন: শুভ কেমন রইলো ।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮
ধ্রুবক আলো বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইলো...
৮| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
ধ্রুবক আলো বলেছেন: ছবি গুলো অত্যাধিক সুন্দর হয়েছে...+++
০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১
প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ দাদা, দিনগুলো ভালো কাটুক আপনার । শুভ কামনা রইলো ।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিগুলো দারুন হয়েছে ।
ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।
হ্যাপি নিউ ইয়ার ।
০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
প্রণব দেবনাথ বলেছেন: ভালো থাকুন ,আনন্দে থাকুন ,শুভেচ্ছা রইলো
১০| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭
দেবজ্যোতিকাজল বলেছেন: *দেবজ্যোতিকাজল* Sent You a Special Happy New Year Greeting. ✔
_Click here to See_ -< Click This Link
০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ দাদা।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
যেগুলোতে দিগন্ত বড়, সেগুলোকে বেশী ভালো লেগেছে, মানুষ আছে সাথে!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৫
প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ ।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: প্রথমটা বাদে সবগুলো ছবি খুব ভাল লেগেছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭
প্রণব দেবনাথ বলেছেন: প্রথম ছবিতে কালার এডিট আছে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
সাহসী সন্তান বলেছেন: যদিও ছবিতে নাম লেখা তবুও জিজ্ঞাসা করার জন্য দুঃখিত! ছবি গুলো কি আপনারই উঠানো? যদি তাই হয় তাহলে স্বিকার করতেই হবে ফটোগ্রাফির হাত আপনার খুবই ভাল! চমৎকার ছবি! তবে ক্যাপশন সহ আরো কিছু ছবি থাকলে ভাল হতো!
শুভ কামনা জানবেন!