![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমানবিকতা ,নৃশংসতা, আমরা তথাকথিত সুস্থ স্বাভাবিক মানুষ এই কাজগুলো এড়িয়ে চলি। এর বীভৎস রূপ যেন কোথাও মাথাচাড়া দিতে না পারে তার জন্য অবরোধ অনশন আন্দোলন করি। মানবতার ধ্বজাধারী আমরা, এই অমানবিকতা নৃশংসতার সুস্বাদু ফল ভোগ করতে কিন্তু মনে অপরাধবোধ আসেনা।
কঙ্গো নামে আফ্রিকায় একটা দেশ আছে । ওখানে খনিতে কলম্বাইট ট্যানটালাইটস (কোল্টন) তুলতে গিয়ে রোজ শিশু মহিলা সহ অনেকেই মারা যায়। ওদের গোলামের জীবন। নাম মাত্র পারিশ্রমিক বা বিনা পারিশ্রমিকে ওদের ঘাম, রক্ত, জীবনের বিনিময়ে আমাদের হাতে আসা কোল্টন ব্যাবহার হয় নানান ধরণের ইলেকট্রনিক যন্ত্রে, বিশেষ করে মোবাইলে। যেটা খুবই অল্প দামে আমরা বাজারে পাই। ভুলে যাই মানবতা।
পাঁঠার মাংস প্রায় সবার ই প্রিয়। কিন্তু ছাগল টা কাটতে পারবো ! পারবোনা। মনে হবে নৃশংস কাজ।কারণ ওই জীবন্ত প্রাণী আমাদের মনের মধ্যে মায়াজাল বুনে দেবে ।সেই মায়া কাটানোর সাধ্য সবার নেই। পাঁঠার দুঃখে দুঃখী হয়ে হয়তো প্রতিজ্ঞা করবো আর কোনোদিন মাংস খাবো না। কিন্তু কসাই! ও এসব কিছুই ভাবেনা। ওই কসাই এর নৃশংসতার কারণেই আমাদের পাতে এমন একটা অসাধারণ স্বাদযুক্ত পাঁঠার মাংসের ঝোল পাই।
কচি পাঁঠার মাংস খাই বাকি সব ভুলে যাই।।
০৯ ই মে, ২০১৮ রাত ১১:৩৪
প্রণব দেবনাথ বলেছেন: সত্য।
২| ০৯ ই মে, ২০১৮ সকাল ১১:৫৯
হাফিজ বিন শামসী বলেছেন:
মানুষ শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করে থাকে বা করে। জীবিকা নির্বাহের ক্ষেত্রে এর কোন বিকল্প নেই। ন্যায্য পারিশ্রমিক পাওয়া প্রতিটি শ্রমিকের অধিকার।
প্রয়োজনের তাগিদে কাউকে না কাউকে তো কসাই হতেই হয়।
০৯ ই মে, ২০১৮ রাত ১১:৩৫
প্রণব দেবনাথ বলেছেন: মানব মস্তিস্কের ভালো মন্দ ভাবনাটা বড্ড জটিল।
৩| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: অল্প কথায় ভালো লিখেছেন।
সহমত।
০৯ ই মে, ২০১৮ রাত ১১:৩৬
প্রণব দেবনাথ বলেছেন: বেশি লেখা আবার বেশিরভাগ লোক পড়তে চায়না । ধন্যবাদ
৪| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:১১
হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
৫| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ২:২১
চাঁদগাজী বলেছেন:
সমাজে অনেকটা গড্ডালিকা, সামান্য পরিমাণ মানুষই ভেবে থাকেন।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এটাই বাস্তবতা, নিজের চিন্তায় চিন্তিত।
৭| ০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: এই বৈপরীত্য, এই দ্বন্দ্ব নিয়েই মানুষ জীবন কাটিয়ে যায়। খুব লোকই এ নিয়ে খুব বেশি কিছু ভাবে। আপনি ভেবেছেন, এ জন্যে আপনার এই পোস্টে আমি তিন বছর পরে এসে প্রথম প্লাসটি + রেখে গেলাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৮ সকাল ১১:৫১
জাতির বোঝা বলেছেন: কথা তো সত্য।