| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্লা এরা নাকি রাজনীতি করে! এমন কুখ্যাত মিথ্যাবাদি দুনিয়ায় আর একটাও আছে বলে মনে হয় না। রবিবার রাতে মতিঝিলে যে অভিযানের মাধ্যমে হেফাজতের কাপুরুষদের বিতাড়িত করা হয়েছে , তা সময় টিভিতে লাইভ সম্প্রচার করা হয়েছিল। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। কোটি কোটি মানুষ রাত ২:৪৫ মিনিট থেকে শুরু হওয়া সেই অভিযান দেখেছে সময় টিভির সরাসরি সম্প্রচারের কল্যানে। কিন্তু শিবিরের ফেসবুক পেজ বাশের কেল্লা মিনিটের মধ্যেই আপডেট দেয়া শুরু করল......১০০০ লোক নিহত.....২০০০ লোক নিহত.....৩০০০ লোক নিহত ইত্যাদি। অথচ কোটি কোটি টিভি দর্শক একটা লাশও দেখলো না। দেশের টিভি এবং পত্রপত্রিকার এবং আন্তর্জাতিক মহলের অসংখ্য সাংবাদিকের চোখের সামনে অভিযান পরিচালিত হয়েছে। সেখানে কোনো সংবাদমাধ্যমের সাংবাদিক নিহতের সংখ্যা ৭/৮ জনের বেশি বললো না অথচ বাশের কেল্লা কম্পিউটার মনিটরের সামনে বসে নিহতের সংখ্যা হাজার হাজার বানিয়ে দিল। আর ছাগলের দল বিএনপি সেই ফাঁদে পড়ে বিবৃতি দিয়ে বসল যে, হাজার হাজার নিহত হয়েছে! এই বিবৃতি দিয়ে যে তারা ইতিহাসের জঘন্যতম নোংরামি করে ফেলেছে এটা বুঝতে পারলেও পিছু হটার উপায় নেই।
গতকাল বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, হেফাজতের ১৩ দফা দাবি পুরণ করা হবে! তিনি আরো বলেন, বিবিসি, সিএনএন নাকি নিহতের সংখ্যা ৩০০০ বলেছে! এই কুলঙ্গার মিথ্যাবাদী এমন জঘন্য মিথ্যা বলে কি একাই দোজখে যাবে নাকি তার দলশুদ্ধ যাবে কেউ বলতে পারবেন?
আর বিএনপি, জামায়াতি কিংবা বাশেরকেল্লার কোনো ছাগু যদি এই পোস্ট পড়ে থাকেন, তবে তারা যেমনটি প্রচার করে বেড়াচ্ছেন, বিবিসি, সিএনএন নিহতের সংখ্যা ৩০০০ বলেছে, সেই নিউজের লিংক দিতে পারবেন? না পারলে আপনারা নিজেদের সেরা মিথ্যাবাদি হিসেবে স্বীকার করে নিন। পৃথিবীতে এত বড় মিথ্যাবাদি থাকতে পারে ভাবতেই ঘৃনায় গা গুলিয়ে ওঠে!!!![]()
খোকার মিথ্যাচারিতা দেখুন এখানে..
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
পিচ্চি পোলা বলেছেন: পারলে প্রমাণ দেন খোকামিয়ার মগজ মাথার মধ্যেই আছে!
২|
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
মোমের মানুষ বলেছেন: এটাই যদি হয়ে থাকে তাহলে বিভিন্ন স্থান থেকে অবরোধে যোগ দেওয়া ২৫০০ মানুষ কই গেল?
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
পিচ্চি পোলা বলেছেন: শিবিরের ছাগু যদি না হয়ে থাকনে তো আহাম্মকের মতো কথা বলবেন না। আমরা যারা টিভিতে সরাসরি অভিযানটি দেখেছি, তাদের কি তাহলে যাদু দেখানো হয়েছিল? লাশ পড়ছে অথচ টিভি ক্যামেরায় ধরা পড়ছে না!!?? সাংবাদিকরা কি চোখে লোহার ঠুসি লাগিয়ে সেখানে গিয়েছিল যেকারণে তাদের চোখে হাজার হাজার লাশ ধরা পড়েনি?
যেকোনো একটা সংবাদপত্রের লিংক দেন (জামায়াতি কিংবা বিএনপির হলেও সমস্যা নেই) যেখানে ওই পত্রিকার সাংবাদিক নিজের দায়িত্বে রিপোর্টে লিখেছেন....তিনি হাজার হাজার নিহত হতে দেখেছেন। ফেসবুকে শিবিরের ফ্যানপেজের রেফারেন্স দিবেন না দয়া করে। কিংবা হেফাজত/বিএনপি দাবি করেছে .... এজাতীয় লিংক দিবেন না।
৩|
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
গারো হিল বলেছেন: কার মগজ মাথায় আছে আর কার মগজ ুটকিতে আছে এটা বললেই তো আমাকেও সমহারে গালাগালিজ শুরু করবেন ভ্রাতা :>
৪|
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: সবই ফালতু, ২৪ঘন্টা শত শত ক্যামেরা চারিদিকে ফিট করা রইলো ওরা দেখলো না, দেখলো খোকা
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
পিচ্চি পোলা বলেছেন: নামের উপযুক্ত মর্যাদা দিলেন খোকামিয়া
৫|
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
হেডস্যার বলেছেন:
হাজার হাজার লাশ যে কই গেল সেই চিন্তায় কালকে রাইতে ঘুমাই নাই
খোকা আসলেই খোকা। তাল্গাছবাদি নেতা। ক্যামনে যে হালায় এত বছর মেয়র আছিলো বুঝি না।
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৫১
পিচ্চি পোলা বলেছেন: রাইট স্যার!!
৬|
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
শরীফ িবিড বলেছেন: [link|http://www.humanrights.asia/news/ahrc-news/AHRC-STM-088-2013|পড়ুন ]
লাশ ১০টা হোক মারলো কেন, গায়েব করলো কেন?
বিচার বহির্ভুত যে কোন হত্যারই বিচার হতে হবে....হবেই....
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
পিচ্চি পোলা বলেছেন: শিবিরের ছাগু যদি না হয়ে থাকনে তো আহাম্মকের মতো কথা বলবেন না। আমরা যারা টিভিতে সরাসরি অভিযানটি দেখেছি, তাদের কি তাহলে যাদু দেখানো হয়েছিল? লাশ পড়ছে অথচ টিভি ক্যামেরায় ধরা পড়ছে না!!?? সাংবাদিকরা কি চোখে লোহার ঠুসি লাগিয়ে সেখানে গিয়েছিল যেকারণে তাদের চোখে হাজার হাজার লাশ ধরা পড়েনি?
যেকোনো একটা সংবাদপত্রের লিংক দেন (জামায়াতি কিংবা বিএনপির হলেও সমস্যা নেই) যেখানে ওই পত্রিকার সাংবাদিক নিজের দায়িত্বে রিপোর্টে লিখেছেন....তিনি হাজার হাজার নিহত হতে দেখেছেন। ফেসবুকে শিবিরের ফ্যানপেজের রেফারেন্স দিবেন না দয়া করে। কিংবা হেফাজত/বিএনপি দাবি করেছে .... ইন্টারনেটে একটি মহল লিখেছে....এজাতীয় লিংক দিবেন না। আপনি যে লিংক দিছেন সেটা এই মার্কা।
আর এশিয়ান হিউম্যান রাইটস কমিশন যে জামায়াতের প্রোপাগান্ডা মেশিন সেটা শিশুকিশোররাও জানে। আপনি না জেনে থাকলে সরি।
৭|
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাই আপনি ভুল বুঝছেন। আপনি জানেন না হাসিনা কত বড় যাদু জানে।
গণভবনে থেকে ফু দিয়ে সব লাশ আসমানে ওঠায়া দিছে। লাশ পাবেন কই?
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
পিচ্চি পোলা বলেছেন: প্রভাপ্পু!!! আফনে বাইচা আছেন!! সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য থ্যাংকস
৮|
০৭ ই মে, ২০১৩ রাত ৮:০৭
মামুন হতভাগা বলেছেন: শুধু খোকা ক্যান,বিএনপি-জামায়াত ১৮ দলের কোন মাদারচদ এমনকি ইসলামের হেফাজত করা হেফাজতে ইসলামের কেউ কইলনা পবিত্র কোরআন-হাদিস যারা পুড়াইছে তাদের বিচার চাই।নাস্তিক ব্লগারদের মাদারচদরা ফাঁসি চায় কিন্তু যেসব খানকির পোলারা কোরআন-হাদিস পুরাইছে তাদের সোনা চাটতেছে।এগুলারে প্রকাশ্যে শিরচ্ছেদ করতে হবে
০৭ ই মে, ২০১৩ রাত ৮:২৪
পিচ্চি পোলা বলেছেন: খাইছে! ভাষাটা এতটা অশ্লীল না হলেও পারতো
৯|
০৭ ই মে, ২০১৩ রাত ৮:২২
মুহাম্মদ ফয়সল বলেছেন: খোকা বলে সে মুক্তিযোদ্ধা! আমার এখন সন্দেহ হয়.... সত্যিই সন্দেহ হয়!
০৭ ই মে, ২০১৩ রাত ৮:২৫
পিচ্চি পোলা বলেছেন: একজন মুক্তিযোদ্ধা এমন জঘন্য মিথ্যাবাদী হতে পারে না। কারণ যাদের দেশপ্রেম থাকে তাদের ঈমানও থাকার কথা। কিন্তু শিবির কিংবা বিএনপির কোনো ছাগু একটা লিংকও দিতে পারলো না
১০|
০৭ ই মে, ২০১৩ রাত ৮:২৯
Akhter বলেছেন: হানিফ বলেছে একজনও মরেনি !!!
আপনি বারবার সময় টিভির কথা বলছেন কেন? সময় টিভিতে লাইভ আমি নিজে দেখেছি ।রিপোর্টার বারবার বলছিল মূল ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থান করছে । আর আপনি বলছেন লাশ পড়ল অথচ ক্যামেরায় ধরা পড়ল না!! খোকা মিথ্যাবাদি আর আপনি একটা বুদ্ধিপ্রতিবন্ধী ।
বাংলার চোখ - এ গিয়ে ফটো গ্যালারিটা দেখে আসবেন।
১১|
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৩
বাংলার এয়ানা বলেছেন: http://somewhereinblog.net/blog/ayena/29827812
১২|
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৬
মামুন হতভাগা বলেছেন: ভাইরে গালাগালি খুব বেশী করিনা কিন্তু কোরআন-হাদিস পুড়ানো হেফাজতিদের বিচার বিম্পি-জামতের কেউ চায়না,হেফাজতের কোন নেতাই চায়না।এইগুলান আবার ইসলাম ধর্মের জন্য শহীদ হইতে প্রস্তুত।এদের গালি দেবার জন্য একটা পোষ্ট খুজতেছিলাম,পাচ্ছিনা।সম্ভবত পাওয়ার ফ্যাল্কনের পোষ্ট ছিল।সেই পোষ্ট টা খুঁজে পাইলে সেটা রিপোস্ট করতাম ১৮ দল ও তাদের অবৈধ সন্তান হেফাজতের জন্য
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৬
পিচ্চি পোলা বলেছেন: বুঝলাম। থ্যাংকু।
১৩|
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪০
যোগী বলেছেন:
আমি একান্ত ভাবে চাচ্ছিলাম ঐ সব মোনাফেকদের কুকুরের মত গুলি করে মারতে।
ঐ জানোয়ারেরা দেশটাকে ধ্বংসস্তুপে পরিনত করেছে।
১৪|
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৬
এস বাসার বলেছেন: জ্বী হেফাজতি,জামাতিরা ক্বোরআন পুড়ালে ধর্মীয় অনুভূতিতে কারো কোন আঘাত লাগে না!!!
অথচ.........?
নাহ কুকুর গুলোকে নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না।
১৫|
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৭
গারো হিল বলেছেন: @মামুন হতভাগা
শুনেছি স্বেচ্ছাসেবকলীগের একজন কোরআনে আগুন দিয়েছে।
একুশের কাছে নাকি এই ভিডিও আছে।
আপনারে দেখলাম বিএনপিকে, হেফাজত ইসলাম কে মাদারচদ, খানকির পোলা গালি দিতে।
আপনে এগুলোর কোনটায় নন এটা প্রমান দেন। না হলে আপনে একটা জারজ সন্তান।
১৬|
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৫০
গারো হিল বলেছেন: @যোগী
এদেশের মুসলমান মারলে তোরা হিন্দুস্থান কায়েম করতে পারিস।
সেজন্যইতো এতো মৃত্যুর পরও আরো লাশ চাস।
ব্লগাররা দেখেছি তুই ও তোর গ্রুপের লোকজন ইসলাম বিদ্বেষীদের বাঁচানোর জন্য কি চেষ্টাটা না ব্লগে করছিস।
১৭|
০৭ ই মে, ২০১৩ রাত ৯:০৫
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ৩০০০ লোক মারা গেছে এটা খুবই অযোক্তিক একটা ব্যাপার। ৩০০০ লোক অনেক। হ্যা কিছু লোক মারা গেছে যার ছবি আমি দেখেছি। বিচার বহির্ভুত যে কোন হত্যা কারও কাম্য নয়। তায় বলে সেটাকে শুধু প্রচারণার জন্য বাড়িয়ে বলা ঠিক নয়। আমি নিজেও কালকের হত্যাকান্ড সমর্থন করি না। তাই বলে এই হত্যাকান্ডে মৃতের সংখ্যা যে যাই বলবে তাই বিস্বাস করব।
১৮|
০৭ ই মে, ২০১৩ রাত ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরা বলে ব্রাশ ফায়ারে নাকি গোলাপ বের হয়
বুদবুদ ছোয়া, কিংবা খুশবু
লাখো লোকের সমাবেশে ৩০ মিনিট
বোপরোয়া গুলী বর্ষনেও তাই নিহত ৬ কি ৭!!!
এখন রাইফেল গুলো গুলির বদলে আদর ছোড়ে
অন্ধকার করে নিতে হয় যাতে মৃত্যুর বিভীষীকা দেখতে না হয়
অথচ তবুও কি নির্লজ্জ ওরা কি মিথ্যুক ওরা
কি পিশাচ ওরা
কি রকম হায়েনা ওরা
বলে কেই মারা যায় নি!!!!!!
ওদেরকে রাতের আধারে জমায়েত করে
সেই গোলাপবর্ষী বন্দুকের নলের সামনে দাড় করাও
তারপর ছোড়ে অসংখ্য গোলাপ-
হলপ করে বলতে পারি কেউ মরবে না।
আর আপনি লাইভ দেখলেন একাই!!!!!! দিগন্ত টিভি শেষরাতে বন্ধ করে দিতে হল কেন????? কি প্রমাণ দেখাচ্ছিল!!!!!!!! বলতে পারবেন????
সময়ে সত্য প্রকাশ হবেই, তখন যেন আবার মুখ ঢেকে পালিয়ে যাবেন না!!!
১৯|
০৭ ই মে, ২০১৩ রাত ৯:১৩
মামুন হতভাগা বলেছেন: হা হা হা ,আবালে বাঁশের কেল্লার নিউজ নিয়ে আইচে,তোর মত আবালের কাছে আমার পরীক্ষা দিতে হবে?কুত্তার বাচ্চার মত ক্যুই ক্যুই না করে টিভির নিউজ দ্যাখ,আগুন কারা দিছে।@ গারো হিল
২০|
০৭ ই মে, ২০১৩ রাত ৯:৪৯
ওবায়েদুল আকবর বলেছেন: মানুষ নিহত হলেই সেটা আমার কাছে অসহ্য লাগে আর সেখানে আমাকে তর্ক করতে হচ্ছে মানুষ হাজার মরল নাকি ১০-২০ টা আজিব একটা দেশ।
পুরা মিথ্যাচার করে মানুষ হত্যার পাপটা লঘু করে ফেলেছে এই বিএনপি জামাত গোষ্ঠি। এই অপরিনামদর্শীরা আবার করবে দেশের কল্যাণ। সব বুইড়া রাজনীতিবিদগুলারে অবসরে পাঠানো হোক। এইগুলা ছোট ছোট বাচ্চাপোলাপান গুলারেও দূষিত করে ফেলতেছে।
২১|
০৭ ই মে, ২০১৩ রাত ১০:১৬
গারো হিল বলেছেন: @মামুন হতভাগা
হাম্বালীগের ওয়ার্ডকমিটির কোন এক পাতি নেতার ঘরে জন্মতো তোর এই জন্য মুখের এই ভাষা।
২২|
০৭ ই মে, ২০১৩ রাত ১১:১৯
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: হেফাজতিদের ঢাকাব্যাপী তান্ডব চালানোর মত সময় দেয়া উচিত ছিল। কি বলেন ?
০৮ ই মে, ২০১৩ রাত ১:১৭
পিচ্চি পোলা বলেছেন: জামায়াতি-বিএনপি-হেজাফতি কুলংগার ছাগুরা সেটাই চেয়েছিল।
২৩|
০৮ ই মে, ২০১৩ রাত ১:১৯
পিচ্চি পোলা বলেছেন: কি ব্যাপার? এই ব্লগে তো অনেক স্মার্ট রাজাকারছানা আছে বলে জানি। কেউ পারলো না ছাদেক হোছেন কোকার দাবি প্রমাণ করতে যে বিবিসি, সিএনএন নিহতের সংখ্যা ৩০০০ লিখেছে?
২৪|
০৮ ই মে, ২০১৩ রাত ২:১৮
অগ্নি সারথি বলেছেন: ৩০০০ পর্যন্ত হালায় গুনতে পারে নাকি? জানলে বুকচুদের মত কতা কইত না।
হেফাজতিরা কি নাড়কীয় তান্ডব চালাইছিল, সেটা সেদিন যারা মতিঝিলে আটকা পড়েছিল তারাই জানে। অখন বাল ফালাইন্না রাজনীতি চুদাইতাছে।
গারো হিল এই আবাল্ডা বালের কিল্লার জারজ মনে কয়। সব খনেই দেখি ল্যাদাইতাসে।
২৫|
০৮ ই মে, ২০১৩ রাত ২:২২
অগ্নি সারথি বলেছেন: Hefajot's Dhaka Siege on International Media:
CNN : Bangladesh Islamists battle police; 4 dead
BBC : Bangladesh police break up Islamist protest in Dhaka
Daily Mail UK : Ten dead and hundreds injured as police battle hardline Islamist group demanding death penalty for those who insult Allah
Bangkok Post : 10 dead as Bangladesh Islamists demand blasphemy law
Washington Post : Police say 1 killed as Islamic group demonstrates in Bangladesh for anti-blasphemy law
RT ( Russian TV ) : Four killed in massive Bangladesh anti-blasphemy protest (PHOTOS, VIDEO)
Market Watch (USA) : Islamist protests hit Bangladesh capital: reports
Gulfnews.com : Radical Islamists lay siege to Dhaka
Daily Times ( Pakistan ) : ANALYSIS : Shariah and Shahbagh — Naqib Hamid
Press TV : Three killed in Bangladesh clashes
The Standard : Road rage besieges Dhaka
Cheat Sheet : Bangladesh Islamists Battle Riot Police
The Guardian Express : Bangladesh Riots Result in Death and Injury
Dhaka Tribune : Four dead as violence escalates
300 injured during day of violence and vandalism in the capital
KSAT.com : Bangladesh Islamists battle police; 4 dead
Business Ghana : Islamists demand death penalty for blasphemy in Bangladesh
The Himalayan ( Nepal ): Protests bring Dhaka to a grinding halt
The Christian Science Monitor : Rioting and rubble: What's behind the turbulent times in Bangladesh?
Arab News : 10 dead in Bangladesh clash over blasphemy law
The Times of India : Three dead in Dhaka as Bangladeshi Islamists protest for blasphemy law
Global Post : 4 dead in Bangladesh blasphemy protests
World News ( Australia) : Bangladesh blasphemy protest kills ten
কারো খাউজানি উঠলে আওয়াজ দিবেন, লিংক দিয়া দিমু।
২৬|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: ৩০০০ লাশের সংখা নিয়ে আপত্তিকরে কিছু বলদীয় হিসাব নিকাশ !
প্রথমেই বলছি কতজন মারা গেছে আমি জানি না। সরকারি হিসেবে সাতজন হটে পারে । কোন কোন নেতার অবশ্য এ দাবীও করেছেন যে কেউ হতাহত হয় নি । আবার হেফাজতের দাবী মত ৩০০০ ও হতে পারে। আমি এর কোনটাই দাবী করিনা । কিছু বলদীয় হিসেব নিকেশ আমার গণিত আবেগ আর প্রেমকে আহত করেছে তাই এই পোষ্ট।
১। ২৫০০ - ৩০০০ এর সংখাটা এসেছে সম্ভবত ২৫/৩৩ ট্রাক থেকে । ট্রাক প্রতি ১০০ লাশ, এই হিসেবে। আমি নিশ্চিত কোন হেফাজতী বা জামাতি গুনে দেখেনি । তবে অনেকেই ২৫ ট্রাক আর ৮ লরী দেখেছে বলে দাবী করছে। কেউ আবার অনেক ট্রাক ডেখেছে, কিন্তু গুনতে পারে নি।
২। ৩০০০ মৃতদেহ থেকে ১৫০০০ লিটার রক্ত ক্ষরিত হবে। একেবারেই বলদীয় বাত চিত । মানুষের শরীরে সাড়ে তিন লিটার রক্ত থাকে । তিন হাজার লোকের গায়ে থাকবে সাড়ে দশ হাজার লিটার মাত্র । আর কোন গুলি খাওয়া মানুষের পাশে কি দেখেছেন এই সাড়ে তিন লিটার রক্ত -ই পড়ে আছে ?
মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে গুলি করলে এক পোয়া রক্তও পড়বে না । বড় কোন আর্টারী কেটেগেল রক্ত বেশী পড়ে । যেমন জবাই করলে।
২.২ সব ধুয়ে ফেললেও মতিঝিল সংলগ্ন এলাকায় এখন রক্তের দুর্গন্ধে কেউ টিকতে পারতো না।
রক্ত ঠিক মত না ধুলে গন্ধ হয়, সাথে সাথে ধুয়ে ফেললে তেমন কোন গন্ধই থাকে না। আপনার বাসর কাছে ছোটখাট কশাইএর দোকানেও ৫ / ৭ টা গরু জবাই হয়। ঠাঠারী বাজারে দিনে কয়টা গরূ জবাই হয় জানেন ?
৩। ৩০০০ মৃতদেহ সরানো কঠিন, সময় সাপেক্ষ ! না । মোটেই কঠিন কিছু না। ৩০০০ মৃতদেহ সরানর জন্য কমপক্ষে ১০ হাজার পুলিশ-বিজেবি সদস্য ছিল, এরা শুধু ট্রাকে উঠাবে। ৩-৪ জনের ভাগে পড়বে মাত্র একটা লাশ !
৪। একসাথে এতোগুলো মৃতদেহ কবর দিতে গেলেও ৩ থেকে ৪ লক্ষ ঘন ফুট মাটি সরাতে হবে - একেবারেই বলদীয় হিসাব । একজনের জন্য ১০০-১৩৩ ঘনফুট মাটি সরাতে হবে ?
৬০ কেজি একটা মানুষ, ৬০ লিটরের চেয়েও কম। তাই নিজে নিজে পানিতে ভাসতে পারে না। আর ৫৬ লিটার হচ্ছে মাত্র দুই ঘনফুট !
আর ৮৪ লিটার মানে ৩ ঘনফুট ।
৩০০০ লোকের আয়তন ১০০০০ ঘনফুট, আর দাফন করা যাবে ২০০০০ ঘনফুট জায়গা পেলেই ।
৫। এই ঘন বসতি পূর্ণ দেশে এত জায়গা কৈ ? এই ঘন বসতি পূর্ণ দেশে কোন দিন বিডিআর এর ভিতর গিয়েছেন? জানাংগীর গেট থেকে বালুঘাট ?
১০০ ফুট লম্বা -২০ ফুট চওড়া -১০ ফুট গভীর গর্তে ২০০০০ ঘনফুট জায়গা হয় । আর ৩ হাজার লোক ৩ ঘন ফুট জায়গা নিলে মাত্র ৯০০০ ঘন ফুট হয় !
১০০ ফুট লম্বা - ২০ ফুট চওরা জায়গা কাঠার হিসেবে ৩ কাঠা - এই তিন কাঠা জায়গার খুব অভাব ৩০০০ অস্বীকারকারীদের !
Click This Link
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
পিচ্চি পোলা বলেছেন: ছাগুরা মিথ্যা যখন প্রচার করবে তখন মাত্র ২/৩ হাজার কেন? ১/২ লাখ জিহাদী শহীদ হয়েছে বললে তো সেইদিনই বাংলাদেশ তালেবান রাষ্ট্র হয়ে যেতে পারতো!! শ্লা বাশের কেল্লার ছাগুদের মাথায় এটুকু বুদ্ধি এল না
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
গারো হিল বলেছেন: গালাগালিজ করেন ক্যা বড় ভাই :>
মাইনষে খারাপ কইবো....মুখে মুখে তো আমরা অনেক নেতার পটু মেরে দেই...আসলে কি তাদের একটা ালও ছিড়তে পেরেছি-উল্টো হালি দিতে দিতে নিজেদের াল সব পরে যায়....... :>
মুখ খারাপ করে না ভাইয়া