![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরে মামার দল ! তোমরা কেমন আছো?
চট্টগ্রামের ভাষা দেশের অন্য যেকোন এলাকার আন্চলিক ভাষা থেকে বেশি সমৃদ্ধ বলে আমার ব্যাক্তিগতো অভিমত । এখানে বিশেষ মৌলিকত্ব আছে । অনেকেই প্রথম বার এসে, একে বারেই বুঝতে পারেনা তবে ঠিকই মজা পায় । আজ ফেইস বুকে একটা এই বিষয়ে কনটেন্ট দেখে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । দেশি কোন ভাই থাকলে নিজ গুনে সহজ ভাবে নিবেন ।।
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪৩
ছোট মামা বলেছেন:
হাছা ? বদ্দা আঁইয়ো বুক মিলাও ।
২| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৫
বৃহস্পতি বলেছেন: বদ্দা চিটাইংগা ফাল্লার?
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩৫
ছোট মামা বলেছেন: গম আছনি বদ্দা ?...
৩| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩১
শাহেদ রুবেল বলেছেন: চিটাইংগা ভাষা না শিক্ষা চিনের চিং চং ভাষা শিক্ষা অনেক ভাল
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩৭
ছোট মামা বলেছেন:
সেটাও শিখা যায় ...!
আমার এক খালাতো বোনের জামাই ৭ বছর হয় এখানে আছে ...বেচারা এখনও শিখতে পারলোনা ..চায়না ভাষা ৭ বছরে কিছুটা শিখতে পারা যায় ।
৪| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩২
আরিফ থেকে আনা বলেছেন: উইকি
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪৭
ছোট মামা বলেছেন:
খেয়াল করুক যে শুধু লিখলেই হবে না আসল কারিগরী উচ্চারনে । অনেক সময় মনে হয় আমাদের বর্নমালা সঠিক উচ্চারন প্রকাশের জন্যও যথেস্ট নয় ।
৫| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩৭
আরিফ থেকে আনা বলেছেন: According to the status of Top 100 Languages by Population by Ethnologue, Chittagong ranked 69th of the world. It is estimated to have 14 million speakers
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫০
ছোট মামা বলেছেন:
আমি আমার আন্চলিক ভাষায় কথা বলতে লজ্জা বোধ করি না । যখন বাসায় থাকি বিন্দাস বুলন্দে কথা বলি ...আহ শান্তি । যে নিজের আন্চলিক ভাষাকে অবহেলা করে সোতো তার শিকড় কে অবহেলা করে । অনেকেই এই পোস্টে মাইনাস দিচ্ছে অনেকে প্লাস কিন্তু তাতে আমার এই ভালোবাসার কিছু মাত্র কমতি কি হবে ?
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫১
ছোট মামা বলেছেন:
এই মূল্যবান তথ্যটি জানা ছিলোনা ।
৬| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩৯
বৃহস্পতি বলেছেন: আই তো ভালা, তুঁই কেন আছো?আরার কথা হুনিয়ারে বেক তো হার্টফেল গরিবো
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪৫
ছোট মামা বলেছেন:
ন করিবো বদ্দা ।
৭| ১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০৬
হাম্বা বলেছেন: বদ্দা মানে কি?
১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪৬
ছোট মামা বলেছেন:
বদ্দা মানে হলো ভাইজান ।
১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪৭
ছোট মামা বলেছেন:
বদ্দা মানে হলো ভাইজান ।
৮| ১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০৭
গরম কফি বলেছেন:
আমি কিছুটা বুঝতে পারি ।
১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:৩৭
ছোট মামা বলেছেন:
আসলে মন দিয়ে শুনলো সবই বুঝা যায় । মজার মজার কবিতা চাই গরম ভাই।
৯| ১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১:০৪
উরা-ধুর০০৭ বলেছেন: আমি যখন প্রথম চট্টগ্রামে আসি .......... তখন ১০ নম্বর বসে উইট্ঠা আগ্রাবাদ থেকে টার্মিনাল অস্তাসিলাম......... এক পর্যায়ে বাসের মধ্যে দেখি এক পেসেঞ্জার আর বাসের কন্টাকটার ঝগরা সুরু কইরা দিসে........... আমি কিসুই বুঝ্তাসিলাম না তাদের কথা......... তয় সুধু এতটুকু বুঝ্তাসিলাম যে.......... তারা একজন আরেকজনরে গালা-গালি কর্তাসিলো..............
আফসোস..... আজকা সারে তিন বছর পর এখনো চট্টগ্রামের ভাসা ঠিক মতো বুঝি না...........
১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪৫
ছোট মামা বলেছেন:
এখন কোথায় আছেন?
১০| ১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:০৪
ফিরোজ-২ বলেছেন: শিখেছি ওনেক কিছু।
১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:৩৩
ছোট মামা বলেছেন:
শিখার আছে অনেক কিছু
১১| ১৪ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৩৭
আসিফ মোহাম্মদ আদনান বলেছেন: আঁর গুরা মৌ ইবা উগ্গা ভালা লিখা দিয়ন। গম লাইগ্গে। অনরার বেগ্গুনরে চিটাগাং গুরি যাইবার দত দেয়া তাইল্। আইস্সুন সময় গরিয়েরে। বালা লাইব।
১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:৩৩
ছোট মামা বলেছেন:
বদ্দা অনের ফেউসবুক আডি খান দিয়েন ।
১২| ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:৫৫
দ্যা ডক্টর বলেছেন: আগে বলতে হবে আপনার এটা কোন চিটাইংগা ভাষা? দক্ষিণের ভাষা একরকম, আবার উত্তরের ভাষা ভিন্ন। যেমন: গইরগে=গইজ্জে, দে=যে.......
২০ শে অক্টোবর, ২০১০ রাত ৩:৪১
ছোট মামা বলেছেন:
আমরা সকল চিটাংগা ভাইভাই । এখানে কিছু কমন শব্দ আলোকায়ন হয়েছে ।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৩
চুপিচুপি বলেছেন: শিখেছি ওনেক কিছু।