![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসক, লেখক। কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি।
বস কহিল, “তোমার কি বোর্ড হইতে এইসব কথা বাহির হইতেছে কেন?
আমি কহিলাম,” বস মাঝে মাঝে জানান দিতে হয় আমিও মফস্বলের পোলা। পাবলিকে সুশীল ভাবিয়া নিলে বড়ই সমস্যা।
বস কহিল, “তুমি আইজুর খারাপটা নিয়াছো, ভালোটা নাও নাই। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়।“
আমি কহিলাম, “ বস, আইজুর ভালোটা বাহির করিতে শার্লক হোমস, ব্যোমকেশ এবং ফেলুদাকে একসাথে অ্যাসাইনমেন্ট দিলেও উহারা ফেল মারিবে। আর আমার গালি শিখিতে আইজু লাগিবে!!!! আইজু আম্রিকা হইতে আসিলে আমার নিকট পাঠাইয়া দিয়েন, উহারে লং কোর্স শর্ট কোর্স দিয়া দিব। জুকারবার্গ যদি ইহার পর আইজুর ভয়ে ফেসবুক বন্ধ করিয়া দেয় তবে আমাকে দোষ দিতে পারিবেন না।
বস কহিল, “না না আমি আরিফ জেবতিকের সাথে কথা কহিয়াছি, ফেসবুকে গালাগালিকে আউট ডেটেড করিয়া দিতে হইবে।
আমি কহিলাম, বস, আরিফ জেবতিক হইতেছে স্টার আর আমি সুতায় প্যাঁচানো পাতার বিড়ি। কাহার সহিত কাহার তুলনা।
বস কহিলেন, “ ফেসবুকে চুচিল, ভাদা, ছাগুর এই গর্হিত শব্দগুলির যথেচ্ছ ব্যবহার বন্ধ করিতেই হইবে।
আমি কহিলাম, বস আমি পারিব না, ছাগুকে ছাগু না ডাকিলে আমি পেট ফাটিয়া মরিয়া যাইব। আমাকে ছাগু ডাকিতে দিতেই হইবে।
বস রাগত স্বরে বলিলেন, কেন?
আমি কহিলাম, কারণ ইহা আমার ছাগুতান্ত্রিক অধিকার। ইহাতে আপনি হাত দিতে পারিবেন না।
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ আমার মন
২| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১
বাংলার হাসান বলেছেন:
ভাল লাগল।
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ banglar_hasan বাংলার হাসানbanglar_
৩| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১
মুর্তজা হাসান খালিদ বলেছেন: ছাগুতান্ত্রীক অদিকার
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ মুর্তজা হাসান খালিদ
৪| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
শিব্বির আহমেদ বলেছেন: +
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ শিব্বির আহমেদ
৫| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ত্রিশোনকু বলেছেন:
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ক্ষেপিলেন কেন? :প
৬| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
চলতি নিয়ম বলেছেন: ইহা আমার ছাগুতান্ত্রিক অধিকার।
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
পিনাকী ভট্টাচার্য বলেছেন: চলতি নিয়ম অনেক ধন্যবাদ।
৭| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
মাহাবুব চৌধুরী বলেছেন:
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
পিনাকী ভট্টাচার্য বলেছেন: মাহাবুব চৌধুরী ধন্যবাদ
৮| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:২৬
আমিনুর রহমান বলেছেন:
৯| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৩৯
মাগুর বলেছেন: ছাগুকে ছাগু ডাকা আমার ছাগুতান্ত্রিক অধিকার
১০| ২৪ শে মে, ২০১৩ রাত ১:৫৮
নাজ_সাদাত বলেছেন: হনুকে হনুডাকা তাহলে কি ভাবে ব্যাখ্যা করবেন।
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
পিনাকী ভট্টাচার্য বলেছেন: নাজ_সাদাত ব্যাখ্যাতা আপনি দিন। আপনি তো অনেক বিষয়েই জ্ঞানগর্ভ ব্যাখ্যা দেন।
১১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:০৬
তামিম ইবনে আমান বলেছেন: নাজ_সাদাত বলেছেন: হনুকে হনুডাকা তাহলে কি ভাবে ব্যাখ্যা করবেন।
লেখক বলেছেন: নাজ_সাদাত ব্যাখ্যাতা আপনি দিন। আপনি তো অনেক বিষয়েই জ্ঞানগর্ভ ব্যাখ্যা দেন।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
আমার মন বলেছেন: