![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসক, লেখক। কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি।
ফইটকা, জমিদার বাড়ির জমিজমা চাষবাস করে। পাড়াগাঁয়ের তুলনাতেও শত্রুর মুখে ছাই দিয়ে তার আহারের পরিমান কিঞ্চিৎ বেশী। ফইটকা এবং তার অন্নদাতৃ কেউ জানেনা কখন ও খাওয়া থামাবে। খেতে বসে ফইটকা একটু পর পর একটা কথাই বলে।
-আর চাইড্ড্যা বাত দ্যান।
ফইটকার দাঁড়ি কমা হীন অন্নগ্রহনে পেটটা একটু একটু করে উঁচু হয়ে থেকে উঠতে থাকে। ওর কোমরে দড়ি দিয়ে বাঁধা থাকে একটা চাবি। পেট ফুলতে ফুলতে কোমরের দড়িতে টান লাগে, সেই টানে দড়িতে বাঁধা চাবিটিও মাটির সাথে সমান্তরাল ভাবে খাড়া হয়ে সোজা দাড়িয়ে পড়ে। ভাত খেতে খেতে ফইটকা চাবির দিকে নজর রাখে। চাবি দাড়িয়ে পড়লে ফইটকা ঘোষণা করে-
-আর বাত দিয়েন না গো, চাবি খাড়াইছে। চাবিটি হচ্ছে ফইটকার উদরপূর্তির ইনডিকেটর।
ছাগুরা কাঁঠাল পাতা মনে করে যেভাবে আমার স্ট্যাটাস খাচ্ছে। ওদের কোমরে একটা চাবি বেঁধে দেয়া হোক। আমরা নিশ্চয় একসময় ওদের চিক্কুর শুনতে পাবো।
-আর স্ট্যাটাস পোস্টাইয়েন না কত্তা, চাবি খাড়াইছে।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:২৩
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ এম আমির হোসেন
২| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:১৮
সেজুতি_শিপু বলেছেন: ভাল লিখেছেন ।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:২৩
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ সেজুতি_শিপু
৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৯
নাজ_সাদাত বলেছেন: হিন্দুরা একটা শব্দ আবিষ্কার করেছে বটে। এই একটা শব্দ দিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাতৃঘাতী দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়। নিরাপদ দূরত্বে বসে সেই হানাহানি উপভোগ ও করা যায়। ধূতি ছেড়ে খাকি হাফ প্যান্ট পরা আর এস এসের বুদ্ধি বেশ খুলেছে।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪
পিনাকী ভট্টাচার্য বলেছেন: নাজ_সাদাত সেই শব্দটা কী? একটু জ্ঞান দিন তো শুনি।
৪| ২৪ শে মে, ২০১৩ রাত ২:১৭
নির্ণায়ক বলেছেন: ভাল লিখছেন..।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:২৫
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ নির্ণায়ক
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ রাত ১১:৫৭
এম আমির হোসেন বলেছেন: সুন্দর!