নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিনাকীর ব্লগ

চিত্ত যেথা ভয়শূন্য

পিনাকী ভট্টাচার্য

চিকিৎসক, লেখক। কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি।

পিনাকী ভট্টাচার্য › বিস্তারিত পোস্টঃ

হোয়াটস রং উইথ মেহজাবিন?

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৩১





বাংলাদেশের মডেল কন্যা মেহজাবিন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সাথে ক্যাট ওয়াক করেছেন। বিষয়টা তিনি উপভোগ করেছেন সেজন্য ফেসবুকে ছবি পোস্ট দিয়েছেন।



এখন প্রশ্ন হচ্ছে মেহজাবিন কি অন্যায় করেছেন, অনৈতিক কাজ করেছেন? শহীদ আফ্রিদি কি একজন অস্পৃশ্য মানুষ, পাকিস্তানি মানেই আমাদের কাছে এক পরিত্যাজ্য সত্ত্বা? এই প্রশ্নের উত্তর খুব সহজ নয়।



মেহজাবিনের অপরাধ তিনটাঃ



১/ জাতীয় অবমাননার অমীমাংসিত অধ্যায়ের অবজ্ঞা।



আমাদের লড়াই হয়েছিলো পাকিস্থানের শাসক গোষ্ঠীর সাথে জনগনের সাথে নয়। পাকিস্থানের জনগণ আমাদের শত্রু নয়। মুশকিল হচ্ছে পাকিস্থানের শাসক গোষ্ঠী কখনোই তাদের কৃত অপরাধের জন্য ক্ষমা চায়নি যদিও জনগনের পক্ষে অনেকেই ৭১ এর অপরাধের জন্য বাংলাদেশের জনগনের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন (যেমন হামিদ মীর), সেই ক্ষমা প্রার্থনা আমরাও গ্রহণ করেছি। হামিদ মীর বাংলাদেশে একজন সন্মানিত পাকিস্থানি। তেমনি সন্মানিতা কবি ফয়েজ আহমেদের কন্যা সালিম হাসমি, মালিক গুলাম জিলানি এবং তাঁর কন্যা আসমা জাহাঙ্গির। কিন্তু কোনভাবেই পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের ভুল স্বীকার করতে রাজী নয়, এমনকি তাদের পরবর্তী প্রজন্মও নয়। এই অমীমাংসিত বিষয়টি আমাদের সমস্ত অস্বস্তি আর আপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই শাসক যতদিন ক্ষমা না চাইবে ততদিন আমাদের লড়াই, আত্মত্যাগ পূর্ণতা পাবেনা। সেই শাসক গোষ্ঠীর সাথে জনতার ঐক্য বা সহমর্মিতা থাকতে পারেনা।

হামিদ মীর আর শহীদ আফ্রিদির মধ্যে তফাতটা তাহলে কোথায়? হামিদ মীর পাকিস্তানি জনগনের প্রতিনিধিত্ব করে, আর শহীদ আফ্রিদি করে পাকিস্তানের শাসক গোষ্ঠীর। হামিদ মীরের সাথে ক্যাট ওয়াক করলে কোন বিতর্কই হতোনা।



পাকিস্তান রাষ্ট্রটির খুব বেশী অর্জন নেই যা সেই রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করতে পারে, একমাত্র ক্রিকেটই সেই দুর্বল রাষ্ট্রের সবল পরিচিতি। ক্রিকেট আর রাজনীতি মিলে মিশে একাকার পাকিস্তানে। সেই দলের পোশাক হয় তাদের জাতীয় পতাকার রং আর আদলে। দলের বিজয়ে আন্দোলিত হয় সেই দেশের জাতীয় পতাকা।

মেহজাবিন সেই শাসকের প্রতিভুর পায়ে পা মিলিয়ে গর্বিত হয়েছে। এটা তার প্রথম অপরাধ।



২/ জনতার সার্বভৌম ইচ্ছার সাথে বিচ্ছিন্নতা



শাসকের সাথে শাসকের মোলাকাত হতে পারে, সেখানে জনতার কোন দায় নেই। শাসক আরেক শাসকের সাথে হাত মেলাতে পারে কিন্তু সেই হাত মেলানো জনতার বৈধতা পায়না। পাকিস্তানি শাসকের প্রতিভু আফ্রিদির পায়ে পা মিলিয়ে হেঁটে মেহজাবিন জনতার থেকে বিচ্ছিন্ন হয়েছেন। পাকিস্তানি শাসকের সাথে যারা জনতার সার্বভৌম ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হাত মিলিয়েছেন তারাই জনবিচ্ছিন্ন হয়েছেন, ইতিহাস সাক্ষী।



এটা তার দ্বিতীয় অপরাধ।



৩/ পেশার সাথে অসততা



একজন মডেল যে পণ্যের বিজ্ঞাপনে পণ্যের প্রতীক হয়ে আসেন সেই পণ্যের বিজ্ঞাপনে একটা প্রতিষ্ঠান বিপুল বিনিয়োগ করে মডেলকে পণ্যের প্রতীক করে তোলে একটা লক্ষ্য অর্জনের জন্য। মডেলের উপর একটা স্বেচ্ছা আরোপিত শৃঙ্খলা চেপে বসে যেন সেই পণ্যের বাণিজ্যিক লক্ষ্য তার কারণে ব্যাহত না হয়। মেহজাবিনের জনতার সাথে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সেটা তার বিজ্ঞাপিত পণ্যকে বাণিজ্যিক ভাবে অসফল করে ফেলবে। তার পিছনে যারা বিনিয়োগ করেছিলো তাদের প্রত্যাশার পিঠে ছুরি মারা তার তৃতীয় অপরাধ।



মেহজাবিনকেই বুঝতে হতো তিনি এক পাল্লায় আফ্রিদি আর আরেক পাল্লায় জাতীয় অবমাননাকে রাখছেন, আফ্রিদি যতই আকর্ষণীয় পুরুষ হোন না কেন, যত দুর্দান্ত খেলোয়াড়ই হোন না কেন, তার ওজন আমাদের জাতীয় অবমাননার চাইতে বেশী হবেনা।



মেহজাবিনের এই ক্ষণিকের ভালো লাগা তার আফ্রিদি সংক্রান্ত তিনটি অপরাধের জন্য তাকে অনন্তকাল জ্বালাবে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৫০

ম্যানিলা নিশি বলেছেন:

পাকিস্তানি কোন মডেলের সাথে ক্যাট ওয়াক এ অংশ নেয়া যাবে না - এটি আমাদের সংবিধানে জুড়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়।

যত্তসব বেকুবের দল,এরাই নাকি আবার নারী স্বাধীনতার পক্ষে কথা কয়!

২| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪

মাহমুদুর রাহমান বলেছেন: রিলেটেড একটা কপি পেস্ট করি

>>> বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে জুলফিকার ভুট্টোর কোলাকুলির ছবি দেখে তোমার অনুভুতি আহত হয়না,

শেখ হাসিনার সাথে ইউসুফ রাজা গিলানীর ছবি তোমাকে দুঃখ দেয়না,

দিপু মণির সাথে হিনা রব্বানির আবেগঘন ছবি তোমার দেশপ্রেমকে আহত করেনা,
তুমি তাদের মা বাপ তুলে গালি দাওনা।

কিন্তু রাজনীতি থেকে বহুত দূরের এক বাংলাদেশী তরুণী মডেলের সাথে ক্রিকেটার শহীদ আফ্রিদির ছবি তোমার দেশপ্রেমকে আহত করে ।

তুমি তার বাপ দাদাকে তুলে অশ্লীল গালি দাও, তোমার নাকি একাত্তরের কথা মনে পড়ে যায়।বাহ!

প্রজন্ম, তুমি এত শয়তান কেন?



<<<<

৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৫

নষ্ট ছেলে বলেছেন: পিনিক ভট্টাচার্য!

৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:০৩

ম্যাভেরিক বলেছেন: বেকুবির একটি লক্ষণ হচ্ছে, ফেসবুকে অন্যের ব্যক্তিগত জিনিস পড়ে তা নিয়ে সাহিত্য রচনা করা। ভুল করলে সমালোচনা করা যেতে পারেই, কিন্তু বেকুবরা সমালোচনা করে নিজের সুবিধামতো, ভণ্ডদের ন্যায়, নিজের যুক্তিতে নিজেই লেজেগোবরে হয় এক পর্যায়ে।

৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:০৮

সোহাগ সকাল বলেছেন: আফ্রিদিকে কেন বাংলাদেশে ব্যবসা করার সুজোগ দেয়া হলো? মেহজাবিনের আগে তো এর দায়টা সরকারকেই নিতে হবে, তাইনা?

৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১১

সোহাগ সকাল বলেছেন: আরেকটা কথা। আপনার প্রতি এতদিন আমার একটা অন্যরকম সম্মান ছিল, আপনার আজকের এই ছাগলামি দেখে সত্যিই আমি হতাশ!

৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৩

ফোর টোয়েনটি বলেছেন:

কিচুই বললাম না .।


৮| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৩

আশীষ কুমার বলেছেন: শারুক খানের সাথে হৈলে সমস্যা নাই, তাই না?

৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৮

নিরব বাংলাদেশী বলেছেন: ভাই আর কত ত্যানা পেচাইবেন? যেমনেই হোক মেহজাবিনরে পচাইবেন ই, কেন কারন এর সাথে পাকিস্তান শব্দটা জুড়ে গেল যে।

ইংলিশরা তো ২০০ বছর শাসন করে গেল। কয়জন বাংলাদেশী আছেন যারা লন্ডন যাওয়ার সুযোগ পেয়ে বলবে আমি ঐদেশ যাবো না কারন তারা আমাদের ক্রিতদাস করে রেখেছিল।

জাপানিরা পড়াশুনা বা টেকনোলজির জন্য আমেরিকাতে যাওয়াকে কতখানি সম্মানহানিকর মনে করে আমার জানা নাই। কিন্তু আমেরিকান টেকনোলজি গ্রহনে তাদের পিছপা বলে তো মনেহয়নি।

আমেরিকাতে চরম শত্রু চীনরা বুয়াগিরি করতে যায়না, ওরা ওখানে ভাল অবস্হানেই আছে।

সবই নাহয় বাদদিলাম বিপিএল এ যখন পাকিস্তানি খেলোয়াররা খেলে গেলো তখন তো কেউ বলল না যে শত্রুদেশের খেলোয়াড় কেন আনা হলো বিপিএল বয়কট কর।

এইসব ত্যনা পেচানি আমাদের সাংস্কৃতির মধ্য পরে না, এগুলা নতুন সুশিল চেতনাধারি concept। এই concept কারো উপকার করবে কিনা জানি না তবে তথাকথিত চেতনাধারিদের গলাসাধার উপায় করবে তাতো দেখাই যাচ্ছে

জিএসপি সুবিধা কিন্তু হারালাম আমরা

১০| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২৭

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: চুশিল গিরি everywhere............

১১| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩

বটের ফল বলেছেন: মাইনাচ

১২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আর কতো????????????

১৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

সাবু ছেেল বলেছেন: সোহাগ সকাল বলেছেন: আফ্রিদিকে কেন বাংলাদেশে ব্যবসা করার সুজোগ দেয়া হলো? মেহজাবিনের আগে তো এর দায়টা সরকারকেই নিতে হবে, তাইনা।

সোহাগের সাথে সহমত,তবে পিনাকী সাহেবের উদ্দেশ্যকেও মোটেই খারাপ বলা যাবে না।

আর আরেকটা কথা- বাংলাদেশের মেয়েরা কিন্তু '৭১ এর ধর্ষণের ঘটনাকে বেশ "ফানি"ও "উত্তেজক"হিসেবে দেখে।আর যার ফলে ১৯৯৮ সালের মিনি বিশ্বকাপের সময় শোইয়েব আখতার ও এই জঘন্য তাফ্রিদির রুম থেকে রাত ১ঃ৪০ মিনিটে প্রায় ১১ জন যৌন উত্তেজনা সৃষ্টিকারী বঙ্গ ললনাকে আটক করা হয়েছিলো।

বিশ্বাস করুন-ফাকিস্তানি জানোয়ারগুলো তাদেরকে একটুও ডাকেনি!

উক্ত বঙ্গ ললনা সমুহ সম্পূর্ণ স্বেচ্ছায় সেখানে গিয়েছিলো ধর্ষিতা হতে!!

এবার বলেন তো-কারা আসল খারাপ???

১৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

হারকিউলিস বলেছেন: বাংলার আকাশে বাতাসে আজ আবালের ঘনঘটা :)

১৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

বলশেভিক বলেছেন: ব্যাক্তি আফ্রিদি তার দেশে অন্যায় এর জন্য দায়ি না।তার জন্মই হয় নাই তখন।আপনার মতো টিকিধারী যুক্তিবিদরাই কাস্ট সিস্টেম চালু করেছিলেন বোঝা যায়।

১৬| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:৫৭

সংবাদিকা বলেছেন: বিশ্বাস করেন আর নাই করেন- আপনার নাম খেয়াল করিনাই পড়ার সময় মনে হয়েছে কোন মাথা মোটা চ্যাংড়া পোলা লিখছে- যতটা না দেশ প্রেম থেকে তার থেকেও বেশি মেহজাবিন কল্পনায় বিচরণ প্রেম থেকে--------- বেশি কথা কিংবা যুক্তি দিয়ে শব্দ ক্ষয় করে সময় নষ্ট করার মানে হয়না- তবে আপনি নিজেকে ঐ "মাথা মোটা চ্যাংড়া পোলা"র পর্যায়ে নিয়ে গেছেন নিজের অন্ধ আওয়ামী প্রেমের জন্য! B-)

১৭| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:১৫

ননদালীনাজ বলেছেন: শাহরূখের সাথে হলে দাদা কি বগল বাজাইতেন ? আপনার চুশীল লেনজা বাইর হইয়া গেছে গো দাদা!! !

১৮| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:২৯

তামা বলেছেন: আমি পাকিস্তানকে খুব ঘৃণা করি । আমাদের দেশে আফ্রিদি ব্যাবসা করতে চায় ভাল কথা কন প্রব্লেম নাই। বিড়াল হাটাতেও কন প্রব্লেম নাই ।

আমরা বাঙ্গালিরা যে ভাল না কিন্তু সত্যি । আর আমার মনে হয় আমাদের বাংলার ললনারা একটু বেশি পাকি ভক্ত। ক্ষমার চেয়ে নিচ্চি আমরা মা - বোনদের কাছে ।

১৯| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৪০

আহলান বলেছেন: যাই হোক এসব বেলাল্লাপনাকে প্রশ্রয় দেয়া ঠিক না সেটা আফ্রিদি গোক আর শচীন ই হোক বা ব্রায়ান লারাই হোক!

২০| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮

হেডস্যার বলেছেন:
ইদানিং দুইটা বিষয়ে এক জাতের ছাগলদের ব্যাপক মাতামাতি দেখতেছি।
ভাবখানা এমন যে, এই দুই ইস্যুর সমাধান হইলেই জাতি এক গভীর সঙ্কট আর দুরাবস্থা হইতে মুক্তি পাবে। ;)

একটা হইলো মেহজাবিন আর আফ্রিদি'র এই বিষয়,
অন্যটা হইলো রেশমা উদ্ধার কি সাজানো নাটক কি না !!

এই সমস্ত বালছাল নিয়া আলোচনা, পোষ্ট, কমেন্ট কইরা আজাইরা সময় নষ্ট করার টাইম নাই :#)

২১| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

প্রত্যাবর্তন@ বলেছেন: প্লিজ দোহাই লাগে, আপনার চিকিৎসা পেশায় এই আবালীয় লাইনে চিন্তা ভাবনা কইরা ডুবায়েন না

২২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০২

অচিন.... বলেছেন: doctor pinaki with imran khan :|

২৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬

অচিন.... বলেছেন: doctor pinaki with pakistani cricketer imran khan :|

২৪| ২০ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৩

নিশাচর্‌ বলেছেন: চুট্টামির জন্যি মাইনাচ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.