![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা মা-বাবা হলেন বা হবেন, তাদের কাছে আমার একটা অনুরোধ :- অনুগ্রহ করে, নিজের সন্তানের সামনে কোনো প্রকার পারিবারিক কলহে লিপ্ত হবেন না কিংবা অনৈতিক কোনো কাজে যাবেন না।
আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে:- আমার বন্ধু, আমার সাথে প্রবাস যাত্রা শুরু করে । যথেষ্ট মেধাবী এই মানুষটির বড় কিছু মানসিক সমস্যা ছিল যা বিশেষ কিছু মুহূর্ত প্রকাশ পেলেও ভিতরে ভিতরে একটা অসহনীয় কষ্টের মধ্যেই দিনানিপাত করত/করে সে।
বন্ধুটি যখন ওর সামনে বড় ধরনের কোনো Challenge দেখতো / কাওকে দেখত যখন "ঝগড়া বা মারামারিতে লিপ্ত" হতে/ নিজেকে যখন বড় একাকী ভাবতো :- তখন ওর সারা শরীর কাপতো, কোনো এক অজানা ভয়ে অনেক বেশি কাচুমুচু হয়ে পরতো, বুকের ধরপরানি বেড়ে যেত এবং নিজেই নিজ নিয়ন্ত্রনের বাইরে চলে যেত, চিত্কার করে উঠত, "আমাকে একটু সহযোগিতা কর, Please " বলে আর্তনাত করে উঠত।
ওকে সহযোগিতা করবার মানসিকতা নিয়ে যখন আগালাম তখন জানলাম পুরো ঘটনাটার পিছনের কারণটি কি:- খুব ছোটবেলা থেকেই ও এমন একটি পরিবারে বেড়ে ওঠে যেখানে এমন দিন খুব কমই ছিল যেদিনগুলোতে ওর বাবা-মা পারস্পরিক মারামারি বা ঝগড়া না করে অতিবাহিত করেছে, ঝগড়া হলেও দেখা যেত তারা একে অপরের সাথে কথা না বলে সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত করত, ওকে এমন অনেক ঈদও অতিবাহিত করতে হয়েছে যে ঈদ গুলোতে ওর বাবা-মার ঝগড়ার দরুন মা বিছানা ঘুমিয়ে অতিবাহিত করেছে আর নিজ ছেলেগুলো কিছু না খেয়ে ওই অবস্থায় মন বেজার করে দিন অতিবাহিত করেছে ।
আমার এই বন্ধু আজ মানসিকভাবে আগের চেয়ে অনেক উদ্যমী ও সাহসী (তবে ওই মুহূর্তগুলোতে ওকে আমি মাঝে মাঝে চিনিনা, মনে হয় ও অসহায় এমন একজন মানুষ যাকে আমি এই মুহুর্তেই দেখছি অজানা বেশে), কারণ ও ওর বাবা মা ছাড়া একাকী বাস করতে শিখেছে। আমি জানি, যদি ওর বাবা-মা জানত এই ব্যাপারটা তবে অবস্যই নিজেদের দোষী বলে বিধাতার কাছে ক্ষমা চেয়ে নিত।
আমার এই বন্ধুর জন্যে দোআ তো করবেনই,সাথে সাথে প্রতিজ্ঞা করুন যে আরেকটা "আমার বন্ধু" উপহার দিবেন না । মানসিক যন্ত্রণা এমন এক যন্ত্রনা যা সমাধান করবার অনুগ্রহ বিধাতাই রাখেন।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪
নাজমুল পিন্টু বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই
২| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৬
ইলুসন বলেছেন: এই জিনিষটাই মানুষ বুঝে না। আমাদের দেশে স্বামী স্ত্রীকে ভালবাসার কোন কথা বললে সবার সামনে বলতে লজ্জা পায়, আর ঝগড়া করার সময় আশেপাশের পাড়া প্রতিবেশি সবাইকে ডেকে নিয়ে করে।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৫
নাজমুল পিন্টু বলেছেন: মনের কথা বলেছেন ভাই, আমাদের মাঝে সচেতনতার দরকার খুব। ধন্যবাদ
৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: বাংলাদেশে শিশুদের মানসিক স্বাস্হ্য বলে যে একটা ব্যাপার আছে তা বোঝার ও ঠিকভাবে গুরুত্ব দেওয়ার সংস্কৃতি এখনও গড়ে ওঠেনি।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৮
নাজমুল পিন্টু বলেছেন: শিশুদের যেভাবে আমরা বড় করে তুলবো ওরা সেভাবেই বড় হবে, এই জিনিষটা আমাদের বড়দের জানা প্রয়োজন আর সেইসাথে আমার ব্যবহারিকগতভাবে সাবধানতা অবলম্বন করে এগিয়ে যাওয়া জরুরি।
ধন্যবাদ ভাই ।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০
তন্ময় ফেরদৌস বলেছেন: গুরুত্বপুর্ন বিষয়
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৯
নাজমুল পিন্টু বলেছেন: আসলেই তাই
৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
হিংস্র ঈগল বলেছেন: অনেকদিন পর একটা ভাল পোস্ট পড়লাম। নাজমুল ভাইকে এই জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাজার বছরের(!) পারিবারিক মূল্যবোধের ভাঙ্গা রেকর্ড বহুদিন ধরেই শুনে আসছি। আর সবসময় পশ্চিমা বিশ্বে হেন হয় তেন হয় আমাদের দেশে হয় না বলে বগল বাজাচ্ছি। কিন্তু এই বিষয় গুলা নিয়ে কেউই ঠিক মত ভাবে বলে মনে হয় না। আপনার বন্ধু অনেক মেধাবী এবং আপনার সহায়তা পেয়েছেন বিধায় সফল হয়েছেন। কিন্তু সবাই এত সৌভাগ্যবান নয়। এই যে ঐশীর ঘটনা বা আরও যেসব পারিবারিক কলহের জের ধরে খুনের ঘটনা আমরা দেখি, তার পিছনের ব্যাকগ্রাউন্ড ঘাটলে এইসব কারণই বের হবে। কিন্তু লোকে এগুলো না দেখে ইংলিশ মিডিয়াম, সরকারি আমলা ব্লা ব্লা ব্লা অপ্রাসঙ্গিক কারণ নিয়েই বেশি মাথা ঘামায়।
ইলুসন বলেছেন: এই জিনিষটাই মানুষ বুঝে না। আমাদের দেশে স্বামী স্ত্রীকে ভালবাসার কোন কথা বললে সবার সামনে বলতে লজ্জা পায়, আর ঝগড়া করার সময় আশেপাশের পাড়া প্রতিবেশি সবাইকে ডেকে নিয়ে করে।
ফাটায় দিসেন বস। দুঃখের কথা কি বলব, এইরকম কথা ক্লাসে একবার বলে ফ্রেন্ডদের সামনে মদন উপাধি পাইসিলাম।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৪
নাজমুল পিন্টু বলেছেন: এই সমাজ তো আমাদেরই, আর এই সমাজেরই আগামীর ভবিষ্যত আমাদের শিশুরাই। তাই ওদেরকে যথাযথভাবে, উত্তম শিক্ষার মাধ্যমে নৈতিকভাবে বড় করে তোলার দায়িত্ব কিন্তু আমরা এড়িয়ে যেতে পারিনা। কালকে অবস্যই আমরা কেও আমাদের সন্তানদের কাছে অপজস্ত হতে পছন্দ করব না !!!!
সচেতনতার সময় এখনি, আজ থেকেই,আর আমার পরিবার থেকেই শুরু হোক। আপনার কথাগুলো সুন্দর ভাই, যথাচিত কথা বলে কোনো উপাধি পেলে তা আমাদের জন্য গর্ব হবার মতই। ধন্যবাদ
৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
সোহানী বলেছেন: ইলুসন বলেছেন: এই জিনিষটাই মানুষ বুঝে না। আমাদের দেশে স্বামী স্ত্রীকে ভালবাসার কোন কথা বললে সবার সামনে বলতে লজ্জা পায়, আর ঝগড়া করার সময় আশেপাশের পাড়া প্রতিবেশি সবাইকে ডেকে নিয়ে করে। ..... লিখা সহ মন্তব্যে প্লাস +++++
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৫
নাজমুল পিন্টু বলেছেন: আপনাকে ++++++ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৮
আগন্তুক কাক বলেছেন: অনেক বাকী....
মনে থাকবে। ভাল লাগল।