![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের লেখার নাম দিতে চাচ্ছিলাম :- "আমার কলম" !! এই কলমের একটা মহত্ব আছে । জীবন আমাদের প্রতিনিয়ত শেখায় , অনেক কিছু শেখায় , আর তাই সবগুলো স্মৃতি সবার অগোচরে মূল্যহীন করে নিজের সাথে কবরে নিয়ে যাবার কোনো লক্ষ্য নেই ।
কিশোরকালীন নতুনকে জানার একটা উদ্দীপনা থাকে :- তবে সেটা নির্ভর করে, সেই কিশোরের বেড়ে ওঠা পরিবেশের উপরে । যারা খেলাধুলা পছন্দ করে তাদের প্রাকৃতিক এডভেঞ্চার এর উপরে, যারা Latest টেকনোলজি নিয়ে মেতে থাকে তাদের উন্নত প্রযুক্তির উপরে আর যারা একাকী থাকে তাদের অতিপ্রাকৃত ধারণার উপরে অনেকবেশী আগ্রহ জন্মায়, অনেকটা যুগের সাথে নিজেকে এগিয়ে রাখার জন্য কিংবা নিজের কৈশোরিক চেতনাকে চরিতার্থ করতে ।
আমার অবস্থান ছিল :- একাকী কিশোরদের দলে, সাথে ছিল এক সঙ্গী । হয়তো খেলাধুলা কিংবা Latest প্রযুক্তির উপরে কোনো ধরনের আগ্রহ না থাকায় অতিপ্রাকৃত জিনিসের উপরে আগ্রহটা বদ্ধমূল হয় দুজনেরই। বন্ধুকে নিয়ে লক্ষ্য ছিল :- অতিপ্রাকৃত জিনিস ধরা কিংবা তাদের সাথে কথা বলা ।
অতিপ্রাকৃত জিনিস 'ধরাতে' সফল না হলেও, "কথা বলাতে" সফল হয়েছিলাম আমরা দুইজন। ২০০৭ সালের জানুয়ারী মাসের কোনো এক সন্ধ্যে বেলায় আগত HSC এর টেস্ট পরীক্ষার জন্য কিছু কলম উপহার পেয়েছিলাম (পেয়েছিলাম তার কাছ থেকে কোনো এক জায়গায়), এক্কেবারে দুয়াপড়া কলম !!! আর সাথে একটা "ভালো পরীক্ষা দিও" কথার শুভেচ্ছাবাণী । আফসোস, কলমগুলো পরীক্ষার পরে আর পায়নি !!! সেই সময়টার প্রতি "বৃহস্পতি ও সোমবার" আমাদের জন্য দুইটা বিশেষ দিন ছিল ।
কিছুদিন আগে, কাজ শেষ করে মধ্যরাতে বাড়ি ফেরার পথে সাথের এক ভাইকে জিজ্ঞেস করলাম "আপনাকে যদি বলি :- আপনি-আমি ছাড়া এই অন্ধকার রাতে আমাদের পাস দিয়ে একদল জিনিস হেটে যাচ্ছে, আপনি কি এটা বিশ্বাস করবেন ??" ভদ্রলোকটির অতি আগ্রহী জবাব "ভাই , এগুলোতো কোরান হাদিস দিয়ে প্রমানিত। আমাদের কেও কেও দেখে আর বেশিরভাগ দেখেনা !!!" ।
বর্তমান সময়ে আমাদের কাছে বিশ্বের ৭১৯ কোটির (১৭ নভেম্বর ২০১৩) বিশাল এক জনসংখ্যা বিশাল এক সমস্যা হিসাবে চিন্হিত হচ্ছে, অথচ ইয়াজুজ-মাজুজ এর মত বিশাল এক জনভান্ডার (যারা লোকচক্ষুর আড়ালে) আর অতি প্রাকৃত বিশাল এক মাখলুক এর সংখ্যা আমাদের ধরাছোওয়ার বাইরে । স্রষ্ঠা আছেন যিনি, তিনি ঠিকই আদমশুমারির আপডেট গুলো সবকিছুর সুসম বন্ঠনের জন্য রাখেন ।
পৃথিবীকে "ভার সহ্য করতে না পারার মত" তৈরী করা হয়নি, এটা একই চাদরে মোড়া অনেকগুলো ছারপোকার সমাধিস্থল !!
©somewhere in net ltd.