![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুগ বড্ড দ্রুত পাল্টায় :- ২০০৯ সালের জানুয়ারীতেও ১০ টাকা থেকে ৯ টাকা খরচ হলে দিব্যি ১ টাকার চকচকে নোট হাতে পেতাম, অথচ ২০১১ সালে দেশে যেয়ে ১ টাকা দেখি হয়ে গেল "মামা , একটা চকলেট নিয়া যান" ।
২০১০ সালের ফেব্রুয়ারী মাসের কথা, আমার তত্কালীন রুমমেট ইউটুবের একটি 'মা'কে নিয়ে গানের ভিডিও দেখতে দেখতে ঢুকরে ঢুকরে কাদতে দেখে আমিও ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করলাম । মজার ব্যাপার হলো:- কিছুক্ষণ পরে আমার চোখ দিয়েও পানি গড়িয়ে পরাকে আবিষ্কার করলাম, তবে পরিতাপের ব্যাপার হলো :- ঐদিন আমার অবিবাহিত রুমমেট ওনার মায়ের জন্য চোখের পানি ফেললেও আমি কিন্তু আরেকজন মানুষের জন্য চোখের পানি ফেলেছি, মায়ের জন্য না।
যুগ পাল্টেছে :- ৩ বছরে অনেক খানি সবকিছু কিভাবে যেন উলটপালট হয়ে গেল :- আজ আমার তত্কালীন সেই রুমমেট কাদে তার বউ এর জন্য, আর আমি কাদি আমার মায়ের জন্য, কি জানি হয়তো এখনো অবিবাহিত বলেই কি না !!
আগামী ২০ বছরের মধ্যে যুগ আরো পাল্টাবে :- বাবা-মা বিহীন জীবন আমার কাছে অকল্পনীয়, হয়তো অবাধ্য সন্তানকে জড়িয়ে ধরে বাচতে চাইবো । তারও ৩০ বছর পর আমার সন্তান পিতার সাথে তার অবাধ্য আচরণের কথা স্বরণ করে ডুকরে ডুকরে কাদবে আর অবাধ্য সন্তানকে পরগাছার মত শত ঘাত প্রতিঘাত সহ্য করে হলেও আকড়ে ধরে থাকবে ।।।
একদিন সময় শেষ হবেই হবে, এরপর ?
আমি কেওকে "মাকে" কবরে শুয়ে এসে কিছুদিন পর যেমন মদ গিলতে দেখেছি , সেরকমভাবে অন্য কাওকে সকালে কাজ করে রাতে সবার আড়ালে মৃত মায়ের জন্য দুই হস্তদয় আকাশ পানে উঠিয়ে নিবিড় কাকুতিতে ডুকরে ডুকরে কাদতে শুনেছি ।
অভাগা সেই পিতা আর মাতা :- যার সন্তান থেকেও নেই আর যাদের মিত্যুর পর এই দুনিয়াতে তাদের জন্য প্রার্থনা করবার কেও আর অবশিষ্ট রইলো না । তারা অস্তিত্ববিলীন এক অপ্রত্যাশিত সৃষ্টি বৈ আর কিছু নয় ।
তবে ইতিহাস বার বার তার নিজের ঘটনারই পুনরাবৃত্তি ঘটায়, অবুঝদার আমি আমার ভাগ্যে তাহাই ঘটিবে যাহা আমি করে আসলাম, যদি ফিরে না আসি !!
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
নাজমুল পিন্টু বলেছেন: সময় থাকতে বদলানো প্রয়োজন আমাদের সবার । আপনাকে ধন্যবাদ ভাই
২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: এটাই হলো স্বাভাবিক। আমি ৫ বছর আগে যেমন ছিলাম এখনো তেমন আছি। এটা হলো অস্বাভাবিক।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১
নাজমুল পিন্টু বলেছেন: হাহাহা, ভাই আপনার কথাগুলো সুন্দর লাগলো ।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: তিতা হলেও কথাগুলা এক্যে বারে সঠিক ।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
নাজমুল পিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই |
৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
আমাবর্ষার চাঁদ বলেছেন: সুন্দর এবং সত্য কথা...........
২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫১
নাজমুল পিন্টু বলেছেন: ধন্যবাদ
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
নিজাম বলেছেন: অপ্রিয় হলেও কথা সত্য।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৬
নাজমুল পিন্টু বলেছেন: জি , ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
মোহাম্মাদ আশরাফুল বলেছেন: দুঃখজনক হলে ও সত্য!