![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পারিনা , তা ও লিখতে মন চায়, তাই মাঝে মাঝে এ লিখি কিন্তু পোস্ট করি না.।.।। ভুলে ২/১ টা লেখা প্রকাশিত হবার জ্ন্য আমি দায়ী না.।
<><>><><><><><><><><><><><><><><>
মাঝে মাঝে নিজেকে ভিষন একলা মনে হয়………
কাউকে খুব মিস করি………
একলা সময় কাটতে চায় না……
বৃস্টি ভেজা সন্ধ্যা…………
অলস বিকেল……
ক্লান্ত দুপুর………
প্রশান্ত সকাল ………
নিস্তব্ধ রাত……
একজনের শুন্যতার কথা জানান দিয়ে যায়…………
তাকে নিয়ে ভাবতে…,
অবাক একটা ভালোলাগা কাজ করে মনে……
<><><><><><><><><><><><><><><><><><><>
সেই একজন যেই তুমি………
তুমি কি বুঝতে পারনা না আমার না বলা কথা গুলো…
হয়ত তোমায় নিয়ে আমি কবিতা লিখিনা…
হয়ত তোমায় নিয়ে গল্প ও লিখিনা……
হয়ত তোমায় ভেবে আমার ঘুমহীন রাত কাটেনা…
হয়ত তোমায় আমি রাজকন্যা মনে করিনা………
হয়ত কল্পলোকের বিশেষনে তোমায় বিশেষিত করিনা…
হয়ত তোমায়ে আমি পুরোটা বুঝতে পারিনা……
হয়ত আমায় তুমি পুরোটা বুঝতে পারনা……
হয়ত তোমার সাথে আমার মতের মিল হয় না………
হয়ত আমরা দুজন দুরকম………
আসলে ই দুরকম……
কিন্তু এর মাঝে ও কোথায় যেন অন্যরকম মিল আছে…>
যার কারনে আমি ভুলতে চাইলে ও পারিনা…,
আমার বাহির টা ভুলতে পারলে ও ভেতর টা তোমায় ভুলতে পারেনা,
হয়ত আমার ভাললাগার-………… কথা তুমি কোনোদিন জানতে ও পারবে না,
হয়ত তুমি বুঝতে পার………
হয়ত বুঝতে পারনা……
হয়ত তোমায় কোনোদিন বলা হবেনা………!!!
হয়না…………
আসলে ই এমন ভালবাসা হয়না……………
কোনো একটা বাস্তব কারনে ।
তাছাড়া……,
যদি তুমি আমার হতে না চাও…………??
যদি তুমি আমার হতে চাও ওওও>>>>>>>>>>>
পেয়ে ও যদি তোমায় হারাই………!!!!
হারানোর বেদনার চেয়ে না পাওয়ার বেদনা ই কি ভাল নয়………?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
.তবুও সপ্ন দেখি কোনো এক দিন তুমি হাত বাড়িয়ে দিবে…
তোমার হাতে হাত রেখে হাটব বিস্তৃত পথ…
গন্তব্যহীন পথ………
যেই পথ শেষ হবার নয়……
মাঝে মাঝে ইচ্ছে হয় তোমায় বলি………
কাছে এসে হাত দুটি ধরতে,
আবার নিজে ই নিজেকে নিষেধ করি ।
তোমার বাড়ানো হাতে হাত রাখার অপেক্ষা শেষ হবে কি না জানি না…??
না হবার সম্ভাবনা ই বেশি……
জানি অপ্রকাশিত এই ভালবাসার কোনো মানে নেই,
তবু ও ভালবাসি……
ভালবাসার সপ্ন বুনি………
জীবন নিয়ে সপ্ন দেখা বহু আগে ই ছেড়ে দিয়েছিলাম…
সপ্ন দেখতে ভয় হয়…!।!!
তবু ও তোমায় নিয়ে মাঝে মাঝে সপ্ন দেখি,
সপ্ন তো সপ্ন ইইইইইইইইইইইইই………
সপ্ন কি আর সত্যি হয়….??
তবু ও দেখতে হয়……………
আশা ছাড়া যে জীবন চলে না……
তাই আশা তে ইইইইইইইই বসত গড়ি ।
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
তাছাড়া ভালবাসা তো আর জোড় করে পাওয়া যায় না…!!!!!
তাই ভালবাসা মুক্ত ই থাকুক,
যদি তুমি আমার হও তবে আমার কাছে আসবে ইইই,
আর যদি না আস তবে তুমি কোন্ দিন ইইই আমার ছিলে না…,
তুমি আমার জন্য নও……।।
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
জানি এই লেখা কোনো দিন ও তুমি দেখবে না…।
তবু ও লিখলাম ……………
কেন লিখলাম?????
ভেতর টা কে সান্তনা দেবার জন্য…………
""""তুমি রবে নিরবে,
হ্রদয়ে মম,
তুমি রবে নিরবে,
নিবিড় নিভ্রিত পুরনিমায়ে……নিশিথে নিষম………"""
এই তুমির কোন আস্তিত্ত আছে কি………??
হয়ত আছে…!!!
হয়ত নেই…।!!!
হয়ত এগুলো আমার মনের না বলা কথা………
হয়ত এগুলো আবেগি মনের অবাস্তব কল্পনা………!!!!!!!
“শুধু তোমার জন্য্”
২৩ শে মে, ২০১২ রাত ৮:২৫
pirojpurer_pola বলেছেন: থ্যাঙ্কু.।.।।।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১২ রাত ১২:০৮
ঈষাম বলেছেন: সুন্দর কাব্য !