নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের ফাঁসি চাই - উত্তাল খুলনা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১













এলবাম লিংক (সময় কম তাই ছবি বেশি নেই)





এখনো আমাদের সবাই এসে পৌঁছায়নি, খুবি থেকে সবাই এসে পড়বে যখন তখন। ভিডিও আপলোড হবে রাতে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

এসএমফারুক৮৮ বলেছেন: সাথে আছি।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

মহা ব্লগার বলেছেন: আসুন সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার

জীবনে এত খুশীর একটি দিন আসবে কখনও কল্পনা ও করিনি। আজ আমরা প্রমান করতে পেরেছি আমরা শুধু লাইক কমেন্ট করার নয় প্রয়োজনে মাঠেও নামতে পারি। মুখে নয় দেশের জন্য প্রয়োজনে আমরা ও আর একটি মুক্তি যুদ্ধ করতে পারি। আমাদের মাঝেই আছে লুকিয়ে মাহাথির, গান্ধী, লিংকন। আমরা তরুণ, আমরা সবই পারি। আমাদের দের দিকেই আজ তাকিয়ে আজ সারা দেশবাসী একটু সুবিচার পাওয়ার আশাই। জমাত, লীগ, বি এন পি সবাই আমাদের কে নিয়েই খেলা করে। আমরাই তাদের প্রধান আস্ত্র। ৪২ বছর কেটে গেল কেও কথা রাখিনি। আমরাই পারি দেশকে সত্যিকারের স্বাধীন করতে। জমাত, লীগ, বি এন পি নয় বরং সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার। শাহবাগ থেকেই আমরা আজ সত্যিকারের স্বাধীনতার ডাক দেব। আমরা আর কোনও দলের হাতিয়ার হতে চাই না। আমরা আজ সত্যিকারের একাত্তর এর হাতিয়ার। যাদের গর্জন শুনে সকল দুরনিতিবাজ দের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ আমার দেশ। ৩০ লক্ষ শহীদ কারো বাপ, কারো বর এর জন্য হইনি। হয়েছিল দেশটাকে সোনার বাংলা করার জন্য। সেদিনও আমরা তরুণরাই স্বাধীন করেছি এই দেশ। আমরাই পারি কোনও অপশক্তির কাছে মাথা নত না করে দেশটাকে সত্যিকারের স্বাধীন করতে। জানি আমরা এক হলে সমস্ত অপরাজনীতি এক হয়ে যাবে। এত ভেদাভেদ ভুলে তারা অস্তিত্ব রক্ষাই এক হয়ে আমাদের বিরুদ্ধে তাদের হায়েনা বাহিনী লেলিয়ে দিবে। আমরা ভঁয় পাই না। সারা দেশ আজ মুক্তি চাই, সত্যিকারের মুক্তি। সকল সন্ত্রাস, রাজাকার, ধর্ষণ, হত্যা, গুম, লীগ, বি এন পি, জামত থেকে তারা মুক্তি চায়। আমরাই পারি এনে দিতে পারি তাদের সেই মুক্তি। আসুন শাহবাগ থেকেই গড়ে তুলি এমন একটি মুক্তি বাহিনী যারা কারো বাপ, কারো বর এর জন্য নয় বরং দেশের মানুষের জন্য , দেশের উন্নয়ন এর জন্য কাজ করবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

পীরসাহেব বলেছেন: শাহবাগ মোড় শাহবাগ মোড়ই থাকুক, কোনো তাহরীর স্কয়ার নয়।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

আলমগীর_কবির বলেছেন: এই বসন্তে আমরা আপনাদের সাথেই আছি।

Click This Link

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

খুব সাধারন একজন বলেছেন: ওদের কানে হৃদয়ের কথা যাবে না।

ওদের কানে একাত্তরে যায়নি।

মানুষকে এইভাবে পশু করা যায়? এইভাবে? হাজার শুকরিয়া, ছেলেবেলায় কোন জামাতির কবলে আটকে যাইনি। পড়েছিলাম। সরাসরি কথা শুরুই হয়েছিল তিনটা মিথ্যা দিয়ে-

১. শিবির কিন্তু জামাতের কেউ না।
২. বাসায় জিগ্যেস করলে বলো নামাজ শিখতে গিয়েছিলাম, মসজিদে বড়ভাইরা নামাজ শিখাচ্ছিল।
৩. বাসায় গিয়ে বলো, পাড়ার ভাইয়ারা ক্লাসে কীভাবে ফার্স্ট হওয়া যায় তা শিখাচ্ছে।

নয় দশ বছর বয়স তো কম না। স্পষ্ট দেখতে পেলাম, যাদের শুরু মিথ্যা দিয়ে, তাদের সবই মিথ্যা।

কিন্তু এই ছেলেগুলোর জন্য কষ্ট হয়।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

চাক বলেছেন: মহা বল্গার কে বলসছি...
আপনি চাইতেছেন শাহাবাগ মোড় কে তাহরির স্কয়ার বানাতে..
আপনি কি জানেন তাহরির স্কয়ার কি জিনিশ.আরব বসন্ত কি জিনিশ।
আরবে বসন্ত আইনা কার লাভ হইছে...ঐ সব দেশর কোন লাভ হই নাই....লাভ হইছে আমেরিকানদের।
আর এই জে সবাই শাহাবাগ মোড়ে গিয়া ফালাইতেসে.....কার কি লাভ হৈতেছে..এইটা কি চিন্তা করছেন..এইটাতে লাভ হইছে only সরকারি দলের।
না ভাই আমি কোনো দলের না....আমিও চাই বডমাইশডের ফাশি হোক....
এই ফালাফালির জোননো মানুষ কিন্তূ পডডা সেতুর কথা ভুইলা গেছে....
বেগম জিয়া জখন অন্য দেশ কে বলেন আমাদের কে খাপর দিতে তখন কিন্তু আমরা জমা্য়েত হই না....কারন আমরা হৈলাম মহা বেকুব।

so ..dear all blogger..please prioritize issues then go for protest.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.