নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

ব্লগের মডারেটরদের বলছি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

ব্লগের মডারেটরদের বলছি



আপনারা কি এই জনতার সংগ্রামের ফলটা রাজনৈতিক দলগুলোর ঘরে তুলে দিতে চান?

আপনারা কি জামাত-শিবিরের প্রোপাগন্ডা ছড়াতে মাঠে নেমেছেন "বাক-স্বাধীনতার" আড়ালে?



জবাব যদি "না" হয় তবে এই আন্দোলনের সংকটময়য় সময় গুলোতে জামাত-শিবিরের কৌশলী আর প্রোপাগন্ডা পোষ্টগুলি দ্রুত সরাবার ব্যাবস্থা করুন। আগামী কয়েকটা দিনের জন্যে ২৪ ঘন্টা মডারেশনের ব্যাবস্থা করুন।



শাহবাগ আর দেশের সর্বত্র ছড়িয়ে থাকা ছেলে-মেয়েগুলো আপনাদের খুব ভরসা করে, আপনাদের ব্লগে আসা পোষ্টগুলো তাদের আশা জাগায়।



আর যদি ওপরের প্রশ্নের জবাবটা হয় "হ্যাঁ", তবে একটাই জিনিষ বলার আছে, আপনাদের নীতিমালা থেকেঃ

২খ (সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক)

২ঙ (ফ্লাডিং)

২চ(অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট)

৩খ(ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর)

৩ঘ(কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা), ৩ছ(সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ)

৩ঞ( স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট)



ধারাগুলো মুছে দিন।

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্লগের মডারেটরা এই গন আন্দোলনে অংশ নিলেও, নিজের ঘরে ছাগুদের অভয়ারন্য বানিয়ে রেখেছে। হতাশাজনক।

দৃষ্টি আকর্ষন করছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

পীরসাহেব বলেছেন:
কামারুজ্জামান > ওয়ালী-ওয়ামী
শেয়ার শতকরা ৪০
হিন্টঃ বিনিয়োগ ;)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

সু্মিত বলেছেন: সকল চিন্হিত ছাগু নিক ব্যান করা হোক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

পীরসাহেব বলেছেন: দাবিতে লাইক।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: মডারেটরদের উচিত ছাগুদের বিচরন বন্ধ করার ব্যাপারে সক্রিয় ভুমিকা পালন করা। ছাগুদের বিভ্রান্তিমুলক প্রচারনা ঘরে বসে থাকা তরুনদের মাঝে আন্দোলন নিয়ে প্রশ্ন যাগাচ্ছে। তাই সার্বক্ষনিক পর্যবেক্ষনের ব্যাবস্থা করে চাগু পোস্টগুলো অপসারনের দাবি জানাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

পীরসাহেব বলেছেন: ইতিহাস বলে, আমার এ রোদন অরণ‌্যেই, মুক্ত ছড়ালে সেটা উলুবনেই ছাড়াচ্ছি, এরা ছাগু পোষে - অর্ধ-যুগ পুরাতন অভিযোগ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মত প্রকাশের স্বাধীনতা আছে ! বুঝলেন দাদা, ফ্রিডম অফ স্পিচ ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

পীরসাহেব বলেছেন: ফ্রীডম অব স্পীচ মানে কিন্তু "যাচ্ছেতাই" (যা ইচ্ছে তাই টাইপ ছাগুগিরী) না।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

চেয়ারম্যান০০৭ বলেছেন: একমত

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

পীরসাহেব বলেছেন: অনলাইনে দাবড়ান, যেইডারেই পাইবেন, যাষ্ট ডুবায়ে দিবেন।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

ফাহীম দেওয়ান বলেছেন: খেয়াল করলে দেখবেন বেশীর ভাগ ই নতুন আইডি, বোঝা যায় দু -তিন মাসের মধ্যে খোলা হয়েছে। কারও কারও আগে তেমন কোন পোষ্ট ই নাই। তাইলে হটাৎ করে এইগুলা কেম্নে গজাইলো।
কয়েকটা চিন্তা মাথায় আসলো -

১) হয় মডারেশনের কেউ এই গুলাকে অতি দ্রুত সেফ করে দিচ্ছে / দিছে (আমি এটা কখনোই বিশ্বাস করতে চাইনা)

২) নয়তো এই আইডি গুলি সব প্লান মাফিক আগের থেকেই করা হয়েছে সময় মতো প্রপাগান্ডা চালানোর জন্য।

বেছে বেছে এইগুলারে ব্যান করা উচিৎ এক্ষনি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

পীরসাহেব বলেছেন: দাবী বারবার জানান, কপি মারেন, কনটেন্ট বদলান, নিজের আইডিয়া যোগ করেন, মোট কথা ছাগুর উৎপাত সহ্য করা হবে না।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

সব কৈয়া দিমু ! বলেছেন: ছাগু দেখলে আমারে জানায়েন ,বাপের নাম ভুলায়া দিমু।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১

পীরসাহেব বলেছেন: চৌখ খুইল্যা ফ্রন্ট পেইজে নজর বুলান।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

নাঈম বলেছেন: সবই হিট কুড়াইবার ধান্ধা পীরসাহেব.........

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

পীরসাহেব বলেছেন: চিটাগং হরতালমুক্ত রাখার জন্যে ধন্যবাদ কমরেড।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.