নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

শিববাড়ী নির্দলীয় গণমঞ্চ , বিদ্যুৎ বিভ্রাটের গল্প শোনাই আজ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

আজ গিয়েছিলাম দেরী করেই, গিয়ে দেখি রোজকারমতই আজকেও সমাবেশ কলেবরে আগের দিনের চাইতে বড়।



বসে শ্লোগান আর গানে গলা মেলাচ্ছি এমন সময় এলেন মুক=তিযোদ্ধাদের একটা মিছিল, একাত্ম হতে আমাদের সাথে।



একটুপর খুলনার এক ব্লগার ফোন দিলেন, তারপর একটু দুরে সরে বসে গল্প, আলোচনা আর সিগ্রেট।



হঠাৎ বিদ্যুৎ চলে গেলো, চারদিক আঁধার। নিমেষেই সবাই বৃত্তটা ছোটো করে ফেললো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে। প্রতিটি মানব-দেওয়াল যেনো দৃঢ় প্রতিজ্ঞ আঁধারে তাদের দেওয়াল রুখবে যেকোনো কিছুই।



তিনটে বৃত্ত শ্লোগানে মুখর হয়ে উঠলো, আলাদা ভাবে অথচ একাত্ম। মাইক নেই অথচ প্রকম্পিত প্রাঙ্গন! আরো মুখর, আরো সতেজ!



খুব ভালো লেগেছে এই দৃশ্যটা, কাউকে কিছু বলতে হয় নি, নিজের থেকেই সব ঘটে গেলো মন্ত্রের মতন! রক্তের টান একেই বলে। আর একসাথে আজ একজোট আমরাতো রক্তেরই ভাই-বোন!



এক আপু দুই পিঠা-পিঠি পিচ্চিকে নিয়ে এসেছিলেন। দুইটাই মায়ের কোলে উঠবে একসাথে, মা বিপদে! একটাকে কোলে নিয়ে বসলাম আমি। দুলছি আর শ্লোগান দিচ্ছি, রিনরিনে গলায় পিচ্চি চ্যাঁচায় "রাজাকার রাজাকার!"



এবারে কিছু ছবি (একে ছবি তোলার হাত ভালো না, তারপর ক্যামেরা বুঝি না, অন্ধকার কিছু ছবি দেখিয়ে বিরক্ত করার জন্যে দুঃখিত)



বিদ্যুৎ বিভ্রাটের আগে





বিদ্যুৎ বিভ্রাট শুরু





চলচ্চিত্র প্রদর্শনী

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

আমি ব্লগার হইছি! বলেছেন: খুব সুন্দর।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

পথ-হারা এক পথিক বলেছেন: :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.