নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

নির্দলীয় গনমঞ্চ খুলনা ১৭-০২-২০১৩ - জনতার অবরোধ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

নাহ, আজকে ছবি পাবেন না, আজকে পাবেন কিছু খবর।



সকাল থেকে দৌড়োদৌড়িতে ছিলাম আমরা কয়েকজন, আমাদের দাবীগুলি পোষ্টার আকারে ছাপা, সাথে ছড়াবার জন্যে হরতাল প্রতিহত করার আহ্বান সম্বলিত হ্যান্ডবিল - কয়েকঘন্টার নোটিশে এসব করতে সাহায্য করেছেন একজন গ্রাফিক ডিজাইনার, যিনি কাজের চাপে আমাদের সাথে নিরবতার সেই তিন মিনিটে থাকতে না পারলেও তার সহকর্মীদের নিয়ে দাঁড়িয়েছিলেন নিজের কার্য্যালয়ের সামনে। যখন প্রত্যক্ষ আর পরোক্ষ অযুহাতে ছাপতে অসহযোগীতা করছে খুলনার প্রেস পাড়ার প্রেসগুলো (কেউ সরাসরি জামাত-শিবিরের সমর্থক, কেউবা ভীত) তখন একজন প্রেস মালিক নিজের অর্ধেক ছাপা কাজ ফেলে আমাদের পোষ্টার আর হ্যান্ডবিল ছেপে দিয়েছেন।



বৃষ্টি মাথায় নিয়েও আমরা যখন শুরু করলাম রাজীবের খুনীদের অবিলম্বে গ্রেফতার আর দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে অবরোধ কর্মসুচী, খুলনা শহরের সমস্ত এন্ট্রি আর এক্সিট আটকাতে আমাদের সাহায্য করেছেন স্থানীয় জনতাই - আমরা শুধু আমাদের দাবীগুলি ব্যাখ্যা করে বাকিটুকু তাদের বিবেচনার ওপর ছেড়েছিলাম। পায়ে হাঁটা পথচারী, এম্বুলেন্স, পুলিশ, ফায়ারব্রিগেড আর মিডিয়াকে পাস করতে দেওয়া হবে -এটা ছিলো আমাদের সিদ্ধান্ত। বাকিটা জনগন নিজেরাই করেছে।



সেদিন কয়েকজন বৃদ্ধ এসেছিলেন, লুংগী আর পাঞ্জাবী পরা, মাথায় টুপি - পাঁচ ওয়াক্ত নামাজী নিম্নমধ্যবিত্ত, কাছে এসে জানিয়েছিলেন, তাদের একটা আবদার আছে, কিছু শুকনো খাবার এনেছেন আমাদের জন্যে, আমরা যেনো গ্রহন করি - এঁরা মুক্তিযোদ্ধা, আমাদের ছেলেগুলো কি ছাঁইপাশ গিলে এখনো মাটি কামড়ে পড়ে আছে ২৪ ঘন্টা পালা করে - তা দেখে ওঁরা এসব উপহার এনেছিলেন।



একটা দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম, পাশেই কয়েকজন জমা হয়ে গল্প করছিলেন। একটা ক্ষিপ্ত গলা কানে এসেছিলো, কথাগুলো এরকম - যেদিন বিহারীরা ওনাকে টেনেহিঁচড়ে বাসে তুলেছিলো পেটে ধারালো ছুরি ঠেকিয়ে, সেদিন বেচে গিয়েছিলেন বলে নাকি মাঝে মাঝে আফসোস করতেন তিনি। "কিসের পলিটিক্স? দেশ এখন চালায় পাবলিকে, শাহাবাগ আর আলোর চত্তরের পোলাপাইন, বিচার হবেই, ফাঁসি হবেই।" - এই ছিলো তার বলার শেষটা।



কাল আমরা প্রতিহত করবো হরতাল - জনতার সংগ্রাম চলবেই।





"রাজাকার জামাত আর খুনি শিবিরের হরতাল প্রতিহত করুন"



মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫

মো:মেফতাহুর রহমান মেফতু বলেছেন: আমরাও আছি আপনাদের পাশেই। প্রায়ই যাই । চোখ রাখছি শাহাবাগে । শুধু যুদ্ধঅপরাধীদের ফাসি নয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন চাই ।

কালকে হরতালেও থাকবো ইনশাল্লাহ ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

চৌধুরী সাজু বলেছেন: ভাল লাগল

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

দূর্যোধন বলেছেন: থাম্বস ম্যান !

রাজাকারের ফাঁসি চাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.