নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

নির্দলীয় গণমঞ্চ খুলনা ১৯-০২-২০১৩

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

রাজাকারের গলায় দড়ি,

মারো জোরে হ্যাঁচকা টান

হেইঁয়ো রে হেইঁয়ো



আমার ধর্ম আমার থাক

জামাত-শিবির নিপাত যাক



ইসলাম ধর্মটা

রাজাকার, তোর বাপের না



রাজাকারের তালিকা চাই

দিতে হবে দিতে হবে

তালিকা কেনো গোপনে?

ফাঁসি হবে ময়দানে



অচেনা এক ছেলে চমৎকার একটা ছোট্টো বক্তৃতা দিয়ে ফেললো, ঠিক কি কারনে জামাত-শিবির মুনাফেক সেই সম্মন্ধে - আর কেনো তাদের বিশ্বাস করা ঠিক না। জোর গলায় দাবী জানালো, আস্তিক-নাস্তিক ধোঁয়া তুলে আমাদের হঠানো যাবে না, ঠিক যেমন যায়নি ১৯৭১ এ হিন্দু-মুসলিম ইস্যু তুলে।



বিকেলে কিছু কাজে বেরিয়েছিলাম, ফিরে শুনি, এক সহযোদ্ধা ইসমতকে ডাকা হয়েছে গাজী টিভিতে - টক শো এর জন্যে।



দুপুর আর বিকেলে তোলা ছবি কেউ কাট করে নিয়েছে আন্দোলন পেইজে দেবার সময় - তাই শুধু সন্ধেয় তোলা ছবিগুলি দিচ্ছি আজ





সম্মিলিত সংস্কৃতিক যোটের একটি দল খেলাঘর এসেছিলো আজ আসর মাতাতে। এক ঝাঁক পিচ্চিকে নিয়ে। অবাক লাগে, কি দক্ষতায় এই পিচ্চিগুো আস্ত আস্ত গান মনে রাখে সুর সহ!



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

আমি ব্লগার হইছি! বলেছেন: পীর সাহেব ভাই, আমি আগামী শনিবার খুলনায় যাবো। আশাকরি শিববাড়ীর মোড়ে আপনাদের আন্দোলনে যোগ দিতে পারবো। এর আগে শুক্রবার যশোরে যেয়ে চিত্রা মোড়ের আন্দোলনে যোগ দিব।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১

পীরসাহেব বলেছেন: ফেসবুক আইডির লিংক দেন।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

আব্দুল মোমেন বলেছেন: আর কোন কথা নাই, রাজাকারের ফাঁসি চাই।
সোনার বাংলা স্লোগান ধর, রাজাকার মুক্ত বাংলা গড়।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

আমি ব্লগার হইছি! বলেছেন: আমার ফেসবুক আইডি tanvir.choudhury

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.