নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

নির্দলীয় গণমঞ্চ খুলনা ২১-০২-২০১৩

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

দুপুরের অনিয়মিত বুলেটিনে একটা খবর যোগ করতে ভুলে গিয়েছিলাম, একেবারে পিচ্চিবাবু গুলোর ছবি আকার অনুষ্ঠানটার কথা, নীচে ওদের আঁকা ছবিগুলোও দিলাম।



বিকেলের অধিবেশনে শেখপাড়া গোল্ডেন বয়েজ ক্রিকেট ক্লাব এলো দলে শামিল হতে। তিনটে রাষ্ট্রদ্রোহী জামাত নিয়ন্ত্রিত পত্রিকার প্রোপাগন্ডা আর শিবিরের বানোয়াট লিফলেট ছড়ানোর অপচেষ্টা রুখে দিয়ে দলে দলে শামিল হলেন দর্শকেরা - রোজকার মতই আগের দিনের চাইতে বাড়তি হয় যাদের ভীড়।



মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রোজাকর মতই, আজকেও এসেছিলেন খুবির একটু দল "ভৈরবী", আসর মাতিয়েছিলেন গানে, একজন মা এসেছিলেন নিজের লেখা কবিতা নিয়ে - যাতে সযত্নে ফুটে উঠেছিলো ১৯৭১ আর এই ২০১৩ এর যোদ্ধাদের প্রতি মমতা। সাথে বোনাস - একটা ফুটফুটে পিচকি মেয়ের নাচ।



হ্যাঁ, আমাদের সাংস্কৃতি-ই আমাদের অস্ত্র। আমরা শুধু দলে দলে দেশের ভিন্ন ভিন্ন স্থানে শুরু করেছি প্রতিবাদ আর প্রতিরোধের ডাক - আমাদের সাংস্কৃতি দিয়ে। আর ওদিকে নিজেরাই জ্বলে পুড়ে মরছে শত্রুর দল, নিজেরা হামলা করছে, উসকে দিচ্ছে সমমনাদের, ঘোষনা আসছে জবাই করার। শত্রু পাগল হয়ে গেছে বাংলার শ্লোগান শুনে, গান, কবিতা শুনে।



এইটেই, আমাদের সাংস্কৃতিই ওরা ভয় পায়, জানে এতেই ওদের নিশ্চিহ্ন হয়ে যাবার বীজ লুকিয়ে আছে, আর তাই তো ওরা বারবার আমাদের সংস্কৃতিটা মুছে ফেলবার চেষ্টা করেছে ৫২,৬৯ আর ৭১ এ।



দর্শকসারি





পিচকিটা নাকি চমৎকার নাচে, দেখতে পারিনি, একটু বাইরে গেছিলাম বলে





মোমের আলোয় সমাবেশ





সকালের সেশনে পিচ্চিপাচ্চাদের ছবি আঁকাআঁকি ছিলো, তারই কয়েকটা





রাতে প্রজেক্টরে দেখানো হলো একাত্তরের ভয়াবহ ধর্ষণ সম্পর্কে একমাত্র জবানবন্দিদানকারী সাহসিক ফেরদৌসী প্রিয়ভাষিণীর একটি ক্লিপ । এরপর মুভি - রানওয়ে।



সময় পেলে এই সিরিজটা পড়বেন "যন্ত্রনার গল্প বলি " - খুলনা নির্দলীয় গণমঞ্চে আমরা সবাইকে আহ্বান করেছি যুক্তিযুদ্ধ নিয়ে নিজেদের চাওয়া-পাওয়া আর অভিজ্ঞতার কথা তুলে ধরতে, তারই প্রথম লেখাটা "যন্ত্রনার গল্প বলি - ১ "

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.