![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্দলীয় গণমঞ্চ খুলনা শিববাড়ী চত্তর বাঙালীদের দখলেই আছে, পাকিস্তানি দল জামাত-শিবিরের ৮ নম্বর হামলা ঠেকিয়ে। ওরা আমাদের ওপর দুই দিকথেকে হামলা করছে, এখন নতুন কৌশলে, ছোটো ছোটো এসল্ট টিম গঠন করে। পুলিশ আর জনতাই ঠেকাচ্ছি ওদের।
বায়তুল মোকাররমের নামাজের যায়নামাজে জামাত-শিবির আগুন দিয়েছে শুনে একটা ছোটো দল করে কয়েকজন বর্ষীয়ান মুসল্লী এসেছেন লাঠিসোটা নিয়ে - মুনাফেক ঠেকাতে। আমাদের পাশে দাঁড়িয়ে লড়ছেন ওঁরা।
বাইরের খবর জানি না, শুনেছি মহল্লায় মহল্লায় জনতাই ছত্রখান করে দিচ্ছে শিবিরের মিছিল। একজন জানালেন কয়েকজন মা ছাদে উঠে গরম পানি ছুঁড়ে প্রতিহত করেছেন কয়েকটা শিবিরের মিছিল।
আমাদের বোনেরা প্রথম হামলা শুরু হতেই কোমরে ওড়না বেঁধেছেন হাতে লাঠি নিয়ে।
ইন্ডিপেনডেন্ট চ্যানেল ভুয়া খবর দিয়েছে, সাংবাদিককে ফোন করেছিলাম - নম্বর বন্ধ।
আমরা প্রস্তুত হচ্ছি শুয়োরদের পরের হামলা ঠেকাতে।
ভাসা ভাসা খবর পেয়েছি আমাদের মানসিকতার একজন নাকি ওদের হাতে মারাত্মক ভাবে আহত - এখনো কনফার্ম না নিউজটা।
তবে আমরা মাটি ছাড়বো না।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
মামুন হতভাগা বলেছেন: চালায় যান,আমরা খুলনাবাসী প্রমান করে দিব কোন কিছুতেই আমরা আন্দোলন থেকে পিছু হটবনা।
জয় বাংলা
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
মামুন হতভাগা বলেছেন: চালায় যান,আমরা খুলনাবাসী প্রমান করে দিব কোন কিছুতেই আমরা আন্দোলন থেকে পিছু হটবনা।
জয় বাংলা
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
ইমতিয়াজ উদ্দীন বলেছেন: জয় বাংলা।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
প্রগতিশীল ইকবাল বলেছেন: tomra tv te live bal falaite parba....nothing else...nastik der din ses....
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
পীরসাহেব বলেছেন: মসজিদে আগুন দিয়া তোমরা ইসলামের খেদমত করো, না?
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
যেড ফ্রম এ বলেছেন: জয় বাংলা
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
প্রভাষ প্রদৌত বলেছেন: চালিয়ে যান ভাই , আমাদের দোয়া আছে আপনার সাথে.......।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
নাঈম বলেছেন: ইন্ডিপেন্টেন্ট টিভি একটা শুয়োরের বাচ্চা....চট্টগ্রামের পরিস্থিতি নিয়েও ভুয়া খবর ছড়াচ্ছে.....ইন্ডিপেন্ডেন্ট টিভির কিছুক্ষণ আগের ভাষ্য,"হেফাজতে ইসলাম কথা দিয়েছিল তারা চট্টগ্রামে কোন ধরণের সহিংসতা করবেনা, তারা কথা রেখেছে। চট্টগ্রামে বড় ধরণের কোন সহিংসতা হয়নি। " তারা আরো বলছে,"হেফাজতে ইসলামের সাথে জামায়াতে ইসলামের কোন সম্পর্ক নেই।" অথচঃ সত্য ঘটনা হল জামালখানে তান্ডব চালাবার পাশাপাশি আন্দরকিল্লাতে পরিস্থিতি পুরো রণক্ষেত্রে পরিণত করেছে জামায়াত-শিবিরের আড়ালে এই দলটি।