নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের পদত্যাগ... (ডিসেম্বর ৫, ২০১২)

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫১

ক'দিন থেকেই শয়তানকে মনমরা ঘুরতে দেখে ঈশ্বর মনে মনে বেশ খুশি। তবে আজ সকালেই বেটা ইবলিশ যেভাবে হাউ মাউ করে ছুটে এসে ঈশ্বরের পায়ে কেঁদে পড়েছে তাতে ঈশ্বর মনে মনে বেশ খুশিই হলেন।



বেশ আয়েসী উদার ভংগীতে ঈশ্বর শুধোলেনঃ বলো হে ইবলিশ, আর্জি কি। ঐশ্বরিক সংবিধানের ভেতরে পড়লে আর্জি মঞ্জুর হতেও পারে।



ইবলিশ কোনো মতে তোতলাতে তোতলাতে বললো, "মহানুভব, হে পরিত্রাতা, হে সর্বশক্তিমান, হে সৃষ্টিকর্তা..."



"থামো থামো" কৃত্রিম গম্ভীর ভাবে থামালেন ঈশ্বর, যদিও মনে মনে বেশ উপভোগ করছেন ইবলিশের এই দুরবস্থা, "আওয়ামীলিগে জয়েন করেছো নাকি? এতও ফালতু কথা বলো কেনো? সরাসরি লাইনে এসো চাঁদু, ঝেড়ে কাশো, বলে ফেলো কি চাও।"



"আমি পদত্যাগ করতে চাই মহানুভব" বুকভাঙা আর্তনাদ করে ডুকরে উঠলো ইবলিশ, "আমার প্রাণ সংশয় আশংকা করছি, আমাকে ক্ষমা করুন, পদত্যাগ পত্র গ্রহন করুন" শেষ হলো ফোঁপানিতে।



"বলে কি!" মনে মনে প্রমাদ গনলেন ঈশ্বর, "এ বেটা রিজাইন করলে নরক সামলাবেটা কে!"



তারপর গলা খাঁকারি দিয়া বেশ বিরক্ত কন্ঠে বললেন, "প্রান সংশয় মানে! স্বর্গীয় ডিজিএফআই আর স্বর্গীয় এনএসআই তো কিছু জানায়নি আমাকে এবিষয়ে। শালারে দেখি সব নিস্কর্মা! যাক, ওহে ইবলিশ, খুলে বলো, খুলে বলো।"



"মহানুভব, বাংলাদেশে সেই সবকটাকে জড়ো করা হয়েছে, বোধহয় এবারে ফাঁসী হবেই, আর ফাঁসী না হলেও যা বয়েস এক একটা দামড়ার, সময়ের গুঁতোয়ও টেঁসে যেতে পারে। তারপর? আসবে তো সোজা নরকেই। আমি আমার প্রান সংশয় আশংকা করছি জনাব। একটাকেও বিশ্বাস নেই আমার, নিজের ভাইকে যারা খুন করে, বোনকে রেপ করে তাদের ভরসা করা আমার পক্ষে অসম্ভব" - ঘাড় কাত করে ফোঁপাতে ফোঁপাতে জানালো ইবলিশ।



থম ধরে থালেন কিছুক্ষন ঈশ্বর, তারপর বিড় বিড় করে বললেন, "অসম্ভব, আমার পক্ষেও অসম্ভব"। তারপর গলা তুলে চেঁচালেন, "ওহে জিব্রাইল ওরফে গ্যাব্রিয়েল ওরফে ইত্যাদি ইত্যাদি, নতুন ঈশ্বর খুঁজে নাও, আমি রিজাইন করলাম, এই মুহূর্তেই, আমারও প্রান সংশয়"। তারপর বিদ্যুৎ গতিতে অদৃশ্য হলেন দরবার থেকে।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

মহামহোপাধ্যায় বলেছেন: এদের দেখে শয়তানও শিউরে ওঠে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.