নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

নারী দিবসে আমাদের আন্দোলনে সম্পৃক্ত নারীদের কথা

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৪

যেদিন আমাদের ওপর লাগাতার আক্রমন হলো, ২২ শে ফেব্রুয়ারি, সেদিন কয়েকজন নারী ছাতে উঠে গরমপানি ঢেলে ঠেকিয়ে দিয়েছিলেন জামায়াত-শিবিরের কয়েকটা মিছিল।



সেদিনকারই (২২ শে ফেব্রুয়ারি) কথা, এক মহিলা দেখি শান্ত অথচ দৃপ্ত ভাবে হাতে লাঠি নিয়ে উঠে দাঁড়ালেন, হামলা শুরু হতেই। প্রথম ওয়েভটা শেষে পাশের এক সহযোদ্ধাকে প্রশ্ন করে জানলাম, উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, কোনো রাজনীতি করেন না, তবে সেদিন তার হাতে লাঠি দেখে বুঝেছি, লড়তে জানেন।



পিচ্চি মেয়েগুলো এক পাশে ফ্যাঁকাশে মুখে বসে ছিলো, খুব বেশী হলে কলেজে পড়ে, হামলা আসছে শুনেই এক লাফে উঠে কোমর বাঁধলো, হাতে উঠলো লাঠি। (২২ শে ফেব্রুয়ারি)



২২ শে ফেব্রুয়ারি, হামলার কয়েকদফা শেষ, এক মেয়ে দেখি একা একা হাতে লাঠি নিয়ে একদিকে টহল দিতে যাচ্ছে - একলাই, পুলিশও নেই সেদিকে!



আগের সেই বিক্ষোভের দিনে, খুলনাতে দফায় দফায় ককটেল ফাটছে, আমরা সংখায় খুবই কম, চারপাশে ছড়িয়ে আছি নজর রাখতে। এক মেয়ে চুপচাপ মঞ্চে বসে, অবস্থান ছাড়বে না। তার সাফ কথা, সে নিজের নৈতিক অবস্থান ছাড়বে না, সে জামায়াতের বিরোধীতা করবে, মঞ্চে একা বসে হলেও, নিরস্ত্র হলেও।



আজকে মঞ্চের এক পাশে দেখি এক আন্টি তুফান বেগে ঝাড়ি দিচ্ছেন কয়েকটা ছেলেকে, কারন আজকে মঞ্চে ওদের ক্যাম্পাসের উপস্থিতি কম। স্পেশাল ঝাড়ি ছিলো, ছেলেগুলা দায়িত্বহীন হইলে হৈল, মেয়ে গুলান কেনো আসে নাই?



একটা মেয়ে, আগে নিয়মিত ছিলো, আসতে পারছেনা কয়েকদিন বাসার চাপে, তবে নিয়মিত ওয়াচ করছে শিবিরের একটিভিটি, খুঁজে বের করছে ক্লু।



গতকাল একটা মজার জিনিষ জেনেছি, একটা মেয়ে আসে রোজই তার মা আর বোনকে নিয়ে। তার মা নাকি জামায়াত-শিবিরের হরতাল ঘোষনা হলে হাতে লাঠি নিয়ে নামেন জামায়াত-শিবিরের পিকেটার পেলে ঠ্যাঙাবেন বলে!



আমার মা, সেদিন বলছিলেন, স্যান্ডেল না পরে কেডস পরে বেরোতে, যিনি খুলনার বাইরে থাকলে সকালে ফোন করে ওঠান, "অফিস যা, আর বিকেলে কিন্তু মঞ্চে যাবি"।



দুঃখিত, এলোমেলো লেখার জন্যে। আমি লোকটা নারীবিদ্বেষী কিনা, তাই হয়তো নারীদিবসের লেখা খুব একটা সুবিধের হলো না।

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৪

ধমাধম বলেছেন: লাঠি না, সবার হাতে থাকবে এক একটা রাইফেল। দূর থেকে লক্ষ্যভেদ... মনে আছে? :)

২| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৪

রোকসানা লেইস বলেছেন: দারুণ

৩| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

হীরারক্‌স বলেছেন: দারুণ

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

মহামহোপাধ্যায় বলেছেন: অভিভূত, আপ্লুত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.