![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে রাষ্ট্রপতির শেষকৃত্যে উপস্থিত হয়ে শোক প্রকাশ এবং তার পরিবারের সাথে শান্তনা বিনিময়ের জন্যে ধন্যবাদ জানাই আপনাকে। আরো ধন্যবাদ জানাই, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারনের দলীয় নির্দেশ পাঠানোর জন্যে।
হ্যাঁ, এটাই আমরা চাই, আমরা চাই আপনারা রাজনীতি করুন, আমরা চাইনা আপনারা রাজনীতির নামে এমন কিছু করুন যা আমাদের - জনতার ভোগান্তির সৃষ্টি করে।
আজ শেখ হাসিনা পারতেন আপনার সাথে এগিয়ে এসে কথা বলতে, অথবা উল্টোটাও হতে পারতো - এগোতে পারতেন আপনিও - সে কথা এখন আনবো না। কারন, আপনি যে প্রজ্ঞা দেখিয়েছেন - সেটা বর্তমান রাজনৈতিক পরিবেশে কাম্য হলেও ঘটবে সে আশা করিনি কখনো।
তবে একটা আশা থাকছেই, আপনি হয়তো ফিরবেন জনতার দিকে - একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে আপনি ছেড়ে আসবেন ঘৃন্য জামায়াত-শিবিরকে, আপনি এখনো একাত্ম হতে পারেন আমাদের সাথে - চাইলেই।
বেগম জিয়া, আমরা সাধারন মানুষ কিন্তু রাজনীতির ঘোর-প্যাঁচ বুঝি না, আমরা শুধু বুঝি, আমাদের দাবি মানতে হবে - সকল রাজনৈতিক দলকেই মানতে হবে। এই দাবী আমার অধিকার, আমার প্রানের দাবী।
ভোট দেয় জনতা, বেগম জিয়া, আর জনতা সবসময়ই সহানুভুতিশীল থাকে বিরোধীদলের প্রতি, সেই কারনেই প্রতি পাঁচ বছর পরে ক্ষমতায় আসে ঐ ভোটের আগের বিরোধীদলটি। শুধু প্রয়োজন জনতার সাথে থাকা, তাদের জন্যে কর্মসূচী ঘোষনা ও দলের কাজে সেই ঘোষনার প্রতিফলন ঘটানো।
জনতার পাশে থাকুন, প্লিজ। এখনো সময় যায় নি।
@ মডারেশন বোর্ড, এই পোষ্ট আপনাদের কোন ধারা ভংগ করে যে ড্রাফ্টে সরিয়ে দিলেন?
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:১৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: সহমত। আশা করব তিনি যত তাড়াতাড়ি সম্ভব তার ভুলগুলো শুধরে নিয়ে আমাদের মত সাধারন মানুষের কথা ভাববেন।
৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:২১
অনিক আহসান বলেছেন: @বিশ্বজিত চক্রবত্তী
আপনার মন্তব্য সরাসরি রিপোর্টেড।
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৩
কাঠুরে বলেছেন: বিশ্বজিৎ চক্রবর্তীর মন্তব্য রিপোর্টেড।
৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৮
কবি ও কাব্য বলেছেন: এই ধরনের নোংরামির জন্যই বিশবজিৎরা চিরকাল আওয়ামিলীগের চাপাতির কোপে প্রান হারায়
৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৮
কাজী মামুনহোসেন বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: সহমত। আশা করব তিনি যত তাড়াতাড়ি সম্ভব তার ভুলগুলো শুধরে নিয়ে আমাদের মত সাধারন মানুষের কথা ভাববেন।
৭| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৪
শিপন মোল্লা বলেছেন: বিশ্বজিৎ চক্রবর্তী তোর মন্তব্য রিপোর্টেড।
৮| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
চোখ গেলো বলেছেন: গঠনমূলক রাজনীতির যে ন্যুনতম ছিঁটেফোঁটা বাংলাদেশে অবশিষ্ট আছে, সেটার চর্চা একমাত্র বিএনপি'ই করে যাচ্ছে। বিএনপি দিন দিন আরও উদার গণতন্ত্রের প্রয়োগ ঘটাবে, এটাই আমাদের প্রত্যাশা।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০
অনিক আহসান বলেছেন: একজন রাস্ট্রনেতা হিসাবে দৃস্টান্ত স্থাপন করেছেন তিনি।একজন রাজনীতিবিদ ও একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রীর যেভাবে এপ্রোচ করা উচিত ঠিক সেভাবেই খালেদা জিয়া এগিয়ে গেছেন।