![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনিরামপুরে মসজিদে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা হয়েছে। পুলিশ ওই মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যাবহার করে পুলিশের ওপর হামলা করানো সেই নোংরা লোকটাকে কোনো শাস্তিমূলক ব্যাবস্থা নিলে আপনারাই চিল্লাতেন - ইসলাম গেলো, মসজিদ অবমাননা হৈছে - অথচ এখন সবাই চুপ, কারন কি?
তথ্যসূত্র : লিংক
কয়েকদিন আগেও মসজিদের ব্যাবহার করে সাইদীকে চাঁদে দেখা গিয়েছে বলে মানুষকে উসকানো হয়েছে, হামলা চালাতে উৎসাহিত করা হয়েছে পুলিশের উপর। এর জবাবে কাউকে দেখি না প্রতিবাদ করতে। মসজিদকে নোংরা কাজে ব্যাবহার করার বিষয়ে সবাই উদাসিন, অথচ এই নোংরাদের প্রতিহত করতে নামা সবাইকে বিভিন্ন ট্যাগ মেরে কোতল জায়েজ ঘোষনা করা হচ্ছে।
২| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
কালবৈশাখীর ঝড় বলেছেন: মসজিদের মাইক ব্যাবহার করে পুলিশের ওপর হামলা করানো
শাস্তিমূলক ব্যাবস্থা dorkar
৩| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
রশিক রশীদ বলেছেন: We muslims need to save our mosque from this JAMAT SIBIR
৪| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: মসজিদ এখন জামাত শিবিরের দখলে। হেফাজতে ইসলাম কই? নাকি তারাও জামাত শিবির। সেরকমই তো শুনলাম।
৫| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২
নিয়েল ( হিমু ) বলেছেন: মসজিদ তো মনেহয় ওরা ওদের বাবার সম্পদে পরিনত করে ফেলতেছে
৬| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭
ইলুসন বলেছেন: ভাই সাধারণ মুসলমানরাও এদের ঘৃণা করে।
৭| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭
স্পাইসিস্পাই001 বলেছেন: স হ ম ত...
৮| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
গান পাগলা বলেছেন: গ্রামে কেউ মারা গেলে মসজিদেই ঘোষনা দেওয়া হয়,ডাকাত ঢুকলে আথবা কেউ এই ধরনের বিপদে পড়লে মসজিদেই ঘোষনা দেওয়া হয়,আমাদের ফুলোমনি পুলিশ বাবুরা চোরের মত আচরন করে ক্যা,সাধারন মানুষ ধইরা গ্রেপতার বানিজ্য চালায়,ওগোরে বাটাম দিবো না দিবো কারে?????????
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
পীরসাহেব বলেছেন: চোর ডাকাইত তাইলে এখন "সাধারন মানুষ"! আপনারে দিয়াই হৈব।
৯| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: মসজিদ হল একটি পবিত্র কম্যুনিটি প্রতিষ্ঠান. কম্যুনিটির প্রয়োজনে এই প্রতিষ্ঠান অর্থাদ মসদজিদের সুবিধা ব্যবহার করায় আমি কোন অন্যায় দেখি না. কিন্তু পুলিশের উপর হামলা যেহেতু একটি অন্যায় কর্ম তাই মসজিদের মাইক ব্যবহার করে এই অন্যায় করলেও এটি অন্যায়ই থাকে, বরং আরও বৃদ্ধি পায়.
তবে আমি আমার এক কলিগের কাছে শুনেছি তার এলাকায় সম্প্রতি আন্দোলনের কারনে পুলিশ কর্তৃক অজ্ঞাতনামাদের নামে দেয়া মামলায় ব্যপক গ্রেফতার বাণিজ্য চলছে. পুলিশের বাড়ি বাড়ি হানায় গ্রামের লোকজন এমন প্রতিরোধ করে থাকলে কি আর করা!
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
পীরসাহেব বলেছেন: সবাই শোনে - কেউ কলিগের কাছে, কেউ মামাতো বইনের ননদের চাচাতো ভাইয়ের তালতো খালার কাছে - সরাসরি না।
১০| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০
পিপাসার্ত বলেছেন: একটি দলকে নিষিদ্ধ না করে দমন করতে গেলে এরকমই হবে। প্রয়োজন জামাত কে নিষিদ্ধ করা।
আর পুলিশ রাতের আধারে শুধু কেন গ্রেফতার করতে যায় তাও বুঝিনা। এই সব গ্রেফতার বাণিজ্যের কারনে পুলিশ এর প্রতি সাধারন মানুষের ক্ষোভ ও বাড়ছে।
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০
পীরসাহেব বলেছেন: আইচ্চা! মাইকিং কৈরা যাওন দরকার, বাবা খুনি/চোর/ডাকাইত/চান্দাবাজ, আমরা আইতাছি, ওমুক টাইমে রেডি থাইকো, তোমারে কোলে কৈরা গাড়িতে বওয়ামু - নাকি?
১১| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮
এই আমি সেই আমি বলেছেন: মসজিদের মাইক থেকেই তো বগুড়ায় চাঁদে সাইদির ছবি দেখা যায় ঘোষণা দিয়ে ম্যাসাকার করা হল ।
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২
পীরসাহেব বলেছেন: উপ্রে গিয়ান পাইলাম মাইকে ঘুষনা দিয়া আসামি ধরতে যাওনের
১২| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৭
বোকা_ছেলে বলেছেন: পুলিশকে পিডাইছে ভালা করসে।
পুলিশ এর মত খ্রাপ আর কেও হইতে পারেনা।
শয়তানগুলা টেকা আর নেতা দেইখা কতা কয়।
শয়তানেরও নীতি আছে কিন্তু পুলিশের নাই।
বিধাতা সবাইকে বাংলাদেশের পুলিশ নামক আজাব এবং বিপদ থেকে দুরে রাখুন।
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
পীরসাহেব বলেছেন: আপ্নের লাহান আর কয়ডা পিস থাকলেই চলবে - আইয়ামে জাহলিয়াৎ কায়েমে সমস্যা হবে না আপ্নাগো।
১৩| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
ভাম_বেড়াল বলেছেন: জামাতী ইমামদের যখন গদাম দেওয়া হচ্ছিল তখন কিছু তথাকথিত জাতীয়তাবাদী বেশ জ্বালাময়ী বক্তব্য দিচ্ছিলেন। আজ জাতীয়তাবাদী হ্যাডমের রসাস্বাদন করেই এইসব ছাগুরা গ্ল্যামারাস হয়েছে। ধর্মের প্রতি ডেডিকেটেড একটা জায়গায় বসে এরা নোংরা রাজনৈতিক ক্যাডারগিরি কীভাবে করতে পারে সেটাই আশ্চর্য!
আর পুলিশ তো না থাকলেই ভালো। মসজিদের মাইক ব্যবহার করে হেইট স্পীচ ছড়াতে আর কোনও সমস্যা হবেনা।
১৪| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
বোকা_ছেলে বলেছেন: পুলিশ বাহিনী ৭১ এ রাজাকার ছিলো নাকি মুক্তিযোদ্ধা? জয় বাংলা।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
পীরসাহেব বলেছেন: প্রথম সশস্ত্র যুদ্ধ শুরু করেছিলো বাঁশের বেড়ার সেই রাজারবাগ পুলিশ লাইনই। পাকিস্তানি হানাদার আর্মির মেশিন গান ঠেকাতে প্রতিরোধ শুরু করেছিলো তারা আদ্যিকালের থ্রি-বট-থ্রি রাইফেল নিয়েই। তাই, আবারো জয় বাংলা - পুলিশের নামেই।
১৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
নষ্ট ছেলে বলেছেন:
যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে আজ শুক্রবার ভোররাতে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে।
বিনা কারণে পুরা গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ হওয়ার কথা না। নিশ্চই কোন কিন্তু আছে।
চারজন আসামিকে আটক করে ফেরার পথে ভোররাত সাড়ে চারটার দিকে গ্রামের লোকজন ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিত্কার শুরু করে। এ সময় স্থানীয় মসজিদের মাইক থেকেও গ্রামে ‘ডাকাত এসেছে’ বলে ঘোষণা দেওয়া হয়।
ডাকাত আসলে মসজিদের মাইক ব্যবহার করা দোষে কিছু না। কিন্তু কেউ যদি পুলিশকে ডাকাত বলে চালিয়ে দেয় এবং অন্যজন সত্যি ডাকাত মনে করে মসজিদের মাইকে ঘোষনা দেয় তাহলে দোষটা কার?
এই অপপ্রচার যদি আসামীরাই চালিয়ে থাকে তাহলে সেখানে নিরীহ গ্রামবাসীর কোন দোষ থাকতে পারে না।
পুলিশের পক্ষেও ডাকাতি করা অসম্ভব কিছু না।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪
পীরসাহেব বলেছেন: আগের হামলা গুলাতে জামাত শিবির মসজিদের মাইক ইউজ করছে সেই খবর রাখেন না দেখি!
১৬| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
আমরা তোমাদের ভুলব না বলেছেন: এজহারভুক্ত আসামি ধরতে শতাধিক পুলিশ যায় আর রাবার বুলেট নিয়ে যায় কখনো শুনিনি।
আসামি ধরতে শতাধিক পুলিশ....!!! হোয়াট এ জোক...!!! এখানে অন্য কোন কাহিনী আছে।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
পীরসাহেব বলেছেন: আস্তে কন ভাইডি, হুনলে মুরগা ভি হাইস্যা খুন হইয়া যাইবো! জামায়াত-শিবিরের ঘাঁটি মনিরামপুরের প্রত্যন্ত এলাকার ভেতরে খান দুই পুলিশ হাতে গোলাপের ফুল নিয়া হাওয়া খাইতে যাইবো - এই ধরনের ব্যাক্কলমার্কা বয়ান চিন্তা করোনের আগে গিয়া দাঁত ব্রাস কৈরা আসেন।
১৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: বেয়াক্কেল মার্কা বয়ান
হেরা খবর রাহে
ব্লগের চিপাচাপায়
মাঝে মধ্য থাহে
১৮| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ন্যাক্কারজনক
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
উর্ণনাভ বলেছেন: