নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছত্রাক

পিয়াস মাহমুদ জিসান

fb/pmjisan

পিয়াস মাহমুদ জিসান › বিস্তারিত পোস্টঃ

সুকন্যা

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২১

সুকন্যা।

আমার অনেক পছন্দের একটা নাম।

হোক সে পতিতা, কৃষ্ণকলি, অথবা বস্তির মেয়ে,
আমার রাজ্যের রানী হবে সে।
তার ডাক নাম হবে সুকন্যা।
ডাকবো এই নামে, মাঠে যাবার আগে, মাঠ থেকে ফিরে।
চৈত্রের দুপুরে
যখন মাঠ থেকে ফিরবো......
১ মুঠো চাল ভাজা, আর ২ টুকরো নারিকেল এর ফালি হাতে ধরিয়ে দিয়ে বলবে "ইসস পূরে একদম কয়লা হয়ে গেছে, রউদ্দুরের তাপ বাড়লে হাল বন্ধ করতে পারেন নাহ?

আমার বাম পায়ের রক্ত ঝরা দেখে বলবে
আল্লাহ!!!!!!
রক্ত!!!!!!!

কি হইছে? জোঁকে ধরছিল??? ইসসস !!!!
পায়ে লেগে থাকা কাঁদার আস্তরন মুছে দেবে পরনের শাড়ির আচল দিয়েই, দৌড়ে গিয়ে ফিটকিরির টুকরা নিয়ে আসবে, হালকা একটা প্রলেপ মেখে দিবে ক্ষতস্থানে,
দূর্বা ঘাস চিবিয়ে লাগিয়ে দেবে, রক্ত পড়া বন্ধ হবে।

যেন হাজার বছর তৃষ্ণায় থাকা চাতকের ঠোঁটে এক ফোঁটা জল, আমি ওর ভালবাসায় তৃপ্তি নেবো মহাকালের।
কেমন একটা পাগলের মত করবে?

আমি শুধু বিচক্ষন দৃষ্টিতে চেয়ে থাকবো
ওর চোখ;
চোখের ভিতর একটা উদ্বিগ্ন মোহ;
কিঞ্চিৎ আবেগ, অঢেল ভালবাসা

অজান্তেই ছল ছল চোখ টা বার বার আমার দিকে তাকাবে
কান্না এসেও আসছে না
মুহূর্তেই গরিয়ে পড়বে অশ্রুফোঁটা
ক্যাবে ফুটিয়ে তোলা যায়না এমন একটা মুহূর্ত।

আমি চেয়ে দেখবো
শুধু চেয়ে দেখবো.........

এই ভর দুপুরে; খুব তৃষ্ণার্ত আমি
সুকন্যা?
আর এক গ্লাস পানি দিবা?

রউদ্দুর মাঠে,
ম্যালা রোদ্দুর............


মন্তব্যঃ আবাগে পৃথিবী বেহেশত, বাস্তবে নরক, বলো সুকন্যা!!! কি চাও এই নরকে?

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪২

আরিয়ান রাইটিং বলেছেন: সুন্দর।।।

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৪

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: জানি বাস্তবতা হাজার শৃঙ্খলে বন্দী, ঘড়, সংসার, সমাজ, ধর্ম, বর্ণ, গোত্র, রংআর রঙের খেলায়।
এই খেলায় তুমি আর আমি হাজার বছরের দূরত্ব।

আমাতে হবে না তোমার জয়, তোমাতে হবে না আবার।
তো?????

কল্পনায় থাকিস বেশ, এর বেশি কি কিছুই পারবে না????

হ্যাঁ, পবিত্রতায় থাকিস, পরপারে চেয়ে নিবো।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪২

কানিজ রিনা বলেছেন: ঠিক ঠিক ঠিক,কৃষ্ণকলি পতিতার বহু
পতি দেবতা থাকে সে পবিত্র হয় কি করে।
তাহলে পতিতার দেবতা কি নিজে তৈয়ারী
সগ্গ।
পতিতার দেবতা পতি বহু কোন সগ্গে যাবে
দেবতারা মারামারি করবে নাতো?
না না দেবতারও বহু পতিতা মিলে মিশে
সগ্গে রবে। ও ও তারাতো দেব দেবী।

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:১৯

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: দেব- দেবী কে?
ওরা খদ্দের আর পতিতার রুপক। যেমন হিজড়া পারে না কামের তৃপ্তি নিতে, কেবল চাপা ক্রোধ।
আর পবিত্রতা? লেগে আছে পতিতার ছেড়া কাপড়ে।
ঐ কাপড়ে একবার ক্লান্ত দেহের ঘাম মুছতে চাই, না বহুবার।
ঐ সাড়ে তিন বিঘে জমি দলিল করে চাই, তারপর?
সমস্ত পবিত্রতা আমার আত্মায়।

ধূলিকণার সাথে যেমন জলকণার তুলনা চলে না, তেমনি চলে না পতিতা আর দেবীর মাঝে।
দেবী কাল্পনিক, পতিতা?
ঐ যে উত্তেজনার ক্ষোভে কাপছে মাটি, ভাঙ্গা খাটের গ্রিল, বার বার ঘুম ভাঙ্গছে দুধের শিশুর।
পদ্মার জল দাড়িয়ে গেছে, দেখছে।
আহ! পুরুষ? সে তো দেবতাসম লম্পট ।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৫

রায়হানুল এফ রাজ বলেছেন: অনবদ্য।

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:২০

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: চরনধুলি কাম্য। আমি পাপী। মাফি মাঙ্গিবেন মোর তরে।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০০

মেহেদী রবিন বলেছেন: সুন্দর কবিতা

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:২১

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: সামান্য প্রয়াস, আশীর্বাদ ভিক্ষা চাই।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩০

রক্তিম দিগন্ত বলেছেন:
চমৎকার প্রকাশ ভঙ্গির মিষ্টি কবিতা।

ভাল লাগলো। +

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:২২

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: নিতান্তই ধুলিকনা, পদপিষ্টের অপেক্ষায়। মাফি মাঙ্গিবেন মোর তরে।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৪

অনুকথা বলেছেন: সুন্দর লিখেছেন।

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:২৫

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: এত ভোরে? নিশ্চিত চায়ের সাথে ২ -১ টি কবিতা না গিললে পাকস্থলী মিছিল তোলে। মনেই হয় না, অতৃপ্ত আত্মা, সাগরজলেও তৃষ্ণা মিটবে না। চরণধূলি কাম্য, মাফি মাঙ্গিবেন মোর তরে।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩৮

মারিয়া ফেরদৌসী বলেছেন: সুন্দর। ভালো লাগলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৬

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: সত্যি বলছেন তো!!!! ভালো লেগেছে ??? আমার মনে হচ্ছে আলু দিচ্ছেন। আচ্ছা এখন তো শীতকাল, এখনও কি মানুষ আলু বিতরন করে? ইস!!! যদি আলু না দিয়ে কম্বল দিতেন???

কষ্ট পেলেন নাতো?
সৃষ্টিকর্তা পবিত্র দেহ মনের মঙ্গল করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.