নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছত্রাক

পিয়াস মাহমুদ জিসান

fb/pmjisan

পিয়াস মাহমুদ জিসান › বিস্তারিত পোস্টঃ

কি আর হবে?

০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪১

কি আর হবে মিছিল করে?
কি আর হবে মশাল জ্বেলে?
কি আর হবে শ্লোগান তুলে?

কি আর হবে মুয়াজ্জিন ডেকে?
কি আর হবে কুরবানি দিয়ে?
কি আর হবে নামাজ পড়ে?

কি আর হবে পাণ্ডুলিপি দিয়ে?
কি আর হবে নোবেল পেয়ে?
কি আর হবে ফুলেল শুভেচ্ছা দিয়ে?

কি আর হবে রাম রাম বলে?
কি আর হবে হরিবোল দিয়ে?
কি আর হবে সরস্বতী কে দিয়ে?

কি আর হবে সার্টিফিকেট দিয়ে?
কি আর হবে প্রমোশন দিয়ে?
কি আর হবে ডিগ্রী দিয়ে?

কি আর হবে প্রেমপত্র লিখে?
কি আর হবে নির্ঘুম রাত জেগে?
কি আর হবে মায়াকান্না করে?

যদি তুমি মানুষ নাহি হও? (অসমাপ্ত)

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৫০

ডঃ এম এ আলী বলেছেন:
এত কি নিয়ে লিখি কি এখন ।
যাদের তরে এত কি দেখা যাক
তাদের থেকে কি আসে প্রতিফলন ।
তবে অআশা করি
কি আর হবে প্রেমপত্র লিখে
এর একটি উত্তর অচিরেই পাবেন :)
শুভেচ্ছা রইল ।

২| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:০২

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: আশায় রইলাম, নাহয় চাতক থেকে ২ প্রহর চেয়ে নিলাম। সিক্ত।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৪

মেহেদী রবিন বলেছেন: সব৬কিছুই আমাদের ঠিক ঠাক। শুধু ঐ মানুষ হতে গিয়েই যত সমস্যা

০৯ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:১৪

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: আবার বাঙ্গালিগত সমস্যা তো আছেই।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কবিতার সাথে বিদ্যুতের সার্কিট বোর্ডটির সম্পর্কটি অামাকে বেশ ভাবাচ্ছে.....

০৯ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২০

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: সাদৃশ্য কি দেখতেই হবে? অনুভবে কি হবে?

৫| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

হাসান মাহবুব বলেছেন: এই বোধ ছড়িয়ে পড়ুক সবখানে।

০৯ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২১

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: সব মানুষ রুপী অমানুষের চিত্তে।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০১

নীলপরি বলেছেন: তবু যদি কিছু হয় ! সেই আশাই হয়তো শুধু রয়ে গেছে ।

০৯ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৩

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: হুহ, তালগাছ রোপণ কইয়া আঙ্গুর ফলের অপেক্ষা?
কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আগে মানুষ হইতে হবে।
নতুবা
চৈত্রের মাঠের ঘাস হয়ে বাতাসে ঊরে যেতে হবে।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

কানিজ রিনা বলেছেন: যেখানে বিবেক বিকৃত ভাবে বিক্রয় হয়।
সেখানে বোধদ্বয় হাস্যকর নয় কি?

০৯ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৫

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: জী, সত্যি বলেছেন। লাগামহীন অট্টহাসি। হা হা হা
মানুষ ভজিব গুরু মানুষ কোথায় পাই?

৮| ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: প্রতিবাদী কবিতার জন্য শুভেচ্ছা।

০৯ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৬

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: পৃথিবীর বৃদ্ধ নিয়মে আমি নতুন যাত্রী। সু দৃষ্টি দিবেন।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: সবাই যদি মানুষ হয়,তাহলে সব হবে !

০৯ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৭

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: বলি মানুষ হইতে হবে না অন্তত পশুর মত আচরন করিও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.