![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জীবনকে কে সাগর করে দাও,
কেউ জীবিকা নির্বাহ করুক,
কেউ নিজেকে পবিত্র করুক,
কেউ তোমার গভীরতা মাপতে আসুক,
কেউ আবার ঢেউ দেখতে আসুক,
লাভ?
মানব যায় মহামানবের দ্বারে,
মহামানব ঈশ্বরের দ্বারে যায়।
০৬ ই মার্চ, ২০১৭ ভোর ৫:০২
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: অর্থ, সম্পদ, সুশ্রী পত্নী। সব বিপুপ্ত হবে একদিন, এমনকি আমিও।
হ্যাঁ, আপনিও।
তাহলে এই আশা যাওয়ার মানে কি?
ভ্রমণ।
এবং দর্শন।
জ্ঞান লাভ । স্রষ্টার অপার সৃষ্টির প্রশংসা।
আমার জন্য একটু দোয়া করবেন? এই দোয়া নিতে এসেছি পৃথিবীতে।
স্বর্গে দোয়ায় ভাঁটা পরেছিল।
হাতজোর করে চাইছি। একটু দোয়া করবেন আমার জন্য।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২১
কানিজ রিনা বলেছেন: মানব যায় মহামানবের দ্বারে, খুব সুন্দর কথা।ধন্য়বাদ
০৬ ই মার্চ, ২০১৭ ভোর ৫:০৩
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: স্রষ্টা আপনার মঙ্গল করুক। দোয়া ভিক্ষা চাইছি।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪
ধ্রুবক আলো বলেছেন: দারুন দর্শন.., কবিতায় ++
০৬ ই মার্চ, ২০১৭ ভোর ৫:০৮
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: আমি যে মানুষ,
প্রমান পাই গঠনে, হাদিসে , কুরআনে।
কই শ্রেষ্ঠত্ব আমার?
কি প্রমাণ করেছি আমি?
কোন অনাহারীর মুখে অন্য তুলেছি?
কোন অত্যাবশ্যকীয় কাজ সম্পাদন করেছি।
কবে প্রানভরে সৃষ্টিকর্তার প্রশংসা করেছি?
আমি তো কৃতঘ্ন।
আমি এক যাযাবর প্রাণী।
আমি মানুষ নই।
আমার জন্য দোয়া করবেন।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫
ভাবুক কবি বলেছেন: মুগ্ধকর
০৬ ই মার্চ, ২০১৭ ভোর ৫:০৮
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: দোয়া রইলো ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
কবিতায় +++
০৬ ই মার্চ, ২০১৭ ভোর ৫:০৮
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: দোয়া রইলো ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: মানব যায় মহামানবের দ্বারে,
মহামানব ঈশ্বরের দ্বারে যায়। - সকাল সকাল এ দর্শন জেনে মুগ্ধ হ'লাম।
কবিতায় + +