নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছত্রাক

পিয়াস মাহমুদ জিসান

fb/pmjisan

পিয়াস মাহমুদ জিসান › বিস্তারিত পোস্টঃ

লাশ ও মায়াকান্না

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৩



ও জলে এ আঁখি ভিজবে না,
মায়াকান্না করে লাভ নেই।

মানুষটা মরে গেছে,
লাশটা বেঁচে আছে।

লাশের সামনে মিথ্যে বলতে নেই,
তোমার শ্বাস-প্রশ্বাসে প্রতারনা ছিল
মরে গিয়ে বেঁচে গেলাম।

আহাজারি করে কেঁদো না,
লোকে জিজ্ঞেস করলে সম্পর্কহীনতায় লজ্জা পাবে
তুমি আমার কেউ না।

যে থাকে সে থাকে
ঘৃণায় অথবা ভালোবাসায়
আমি তোমার হাতের টিস্যু ছিলাম।

এতো প্রেম দিয়ে কি করবো এখন?
আমিতো প্রেমহিনতায়ই মরেছিলাম।

যে চলে যায়
তার জন্য কেঁদে সময় নষ্ট করো না,
বরং নতুন প্রোজেক্ট ধরো
তোমাদের পৃথিবীর সব ভালোবাসা বিজনেস পারপাস!!!!!


১৮-০৯-২০১৭
উত্তরা, ঢাকা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: এতা কষ্ট বুকে নিয়ে কি বাঁচা যায়......



কষ্ট নিপাত যাক !!!



ভালো লিখেছেন +

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৮

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: ভালোবাসা দাদা, আত্মহত্যা করার মত সাহস নেই।
নয়তো কবেই তেতুল গাছে বাসা বাঁধতাম!!!!!!

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৯

উম্মে সায়মা বলেছেন: কী ক্ষোভ! বিজনেস পারপাস ভালোবাসা নির্মূল হোক....

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩২

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: হয়নারে ভাই, হয়না। পাত্র ফুঁটা থাকলে জল কি থাকে?
পাত্র ভালো না, গঠনে ইট, বালি ঠিক ই ছিল, সিমেন্ট ছিল কম, বয়স বাড়াতেই ফাটল।
আহ!! মানব কলসি!!!
জল থাকেনা, প্রেম থাকবে কিভাবে?

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

মলাসইলমুইনা বলেছেন: দুর্ধর্ষ কবিতা ! অনেক ধন্যবাদ |

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: আমি তো ভেবেছিলাম এই বুঝি ঝুলে গেলাম, খুনিদের সাথে সচারচর দুর্ধর্ষ শব্দ দেখিতো!!!!
আর হুম যতই দেহের আবরনে মন আজীবন গোপন, অনুভুতি চেতনার মত, জেগে উঠবেই।
সেক্ষেত্রে আত্বগোপন দোষের কিছু নয়।

ভালোবাসা জানবেন প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.