নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছত্রাক

পিয়াস মাহমুদ জিসান

fb/pmjisan

পিয়াস মাহমুদ জিসান › বিস্তারিত পোস্টঃ

রাতকানা থেকে জনমকানা

০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩০

মুহাম্মদ আল ইমরান



এভাবে প্রেম প্রেম খেলা শেষে
তোমার নুয়ে পড়া যৌবন,

মরে যাওয়া খেজুর গাছ, কেবল জ্বালানী,
সামাজিকতায় অন্যের ঘর, কেবল বংশবিস্তার।

আফসোস, তুমিও চাঁদ দেখেছিলে সেদিন পূর্ণিমায়,
অথচ দিনের মতো আলোতেও এক টুকরা জোছনা পাইনি।

আমি দেখেছি কিভাবে অর্থ লুটেপুটে খাচ্ছে তোমায়,
সমাজে ট্রেণ্ড বলে একটা কথা আছে; ইমরান!!
তুমি ট্রেণ্ড ট্রেণ্ড বলে,
সব কিছু নিলামে তুলে দিলে।

প্রেয়সী;
তুমি কি ব্যবসায় ব্যবহৃত বিজ্ঞাপন?
তোমার একমাত্র ভরসা লাবন্য, রুপ যৌবন?
মনে পড়ে প্রিন্সেস ডায়নার কথা?

আমি দেখেছি পশ্চিমা সমাজ কিভাবে
রাতকানা রোগীকে জনমকানা করে দেয়।
তুমি কি জনম- কানা হয়ে গেলে?

আফসোস করি,
এ পৃথিবীতে শ্রেষ্ঠ সুন্দরী হয়ে তোমার কি লাভ?
তোমার সৌন্দর্য বিজ্ঞাপন হয়ে মুনাফা বাড়াচ্ছে ব্যবসায়।

এভাবে লাভ - ক্ষতি খেলা শেষে,
তোমার নুয়ে পোড়া যৌবন
যৌবনের অর্থই একমাত্র অবলম্বন।

সুনাম? পত্রিকার শিরোনাম? ফ্যাশনের আইকন?
ইস!!!!
ওসব তোমার রূপের ছিলো,
তুমি তোঁ এখন মৃতপ্রায় যৌবন।

আমি বলছিনা তুমি বিলবোর্ডে স্থান পাবেনা,
তুমি সেখানেই যাও, যেখানে তোমায় মানায়
দ্যাখো, মাদার তেরেসা সারা বিশ্বে
বিলবোর্ড, ফ্যাশন, ব্যনার, আইকনে শোভা পায়।


সুবহে সাদিক
৫ নভেম্বর ২০১৭
উত্তরা, ঢাকা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৬

অর্কমানিক বলেছেন: এই সব বাস্তবতার কথা রঙ্গিন স্বপ্ন যখন দেখে তখন মাথার মধ্যে থাকেনা যখন একটা সময় আসে কথন আর ফিরে যাবার কোন পথ থাকেনা তবুও ফ্যামাস মডেল আইকন হবার ইচ্ছা এদের একেবারে শেষ করে দেয় এটাই বাস্তব অনেক কিংবদন্তি দেখেছি যারা একটা সময় অবহেলায় অনাদরে শেষ হয়ে গেছে। ধন্যবাদ

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: সত্য দাদা। তবে আফসোস হয় প্রেয়সীর জন্য।
কিভাবে মেয়ে থেকে আকাশের তাঁরা হয়ে গেলো।


ইস , ২ রাত না গড়াতেই খসে পড়ে গেল!!!!

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেনসুয়াল পিক :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৮

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: গুগল থেকে সংগ্রহীত। ভালোবাসা আপনাকে।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভাইটি ছবিটি'র কপিরাইট আছে।

©2013 The Hangline • All creative examples are the copyright of their respective owners.

ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: ছবিটি গুগল থেকে নেয়া প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.