![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটা কি আজীবন খাস জমি হয়ে রবো?
বছর শেষে হাত বদলাবে? পরে পরে নির্যাতিত হবো?
সরকার বদলালে ভাঙ্গা হবে মসজিদ,
গড়া হবে ফ্রি সেক্স ক্লাব, সেটা কেন আমার বুকের উপরেই?
এরপর দখলে নিবে প্রতিবেশী রাষ্ট্র,
ছলে বলে কৌশলে ৮৫ বছর
এখানে একটা মন্দির হবে, সেটা কেন আমার বুকের উপরেই?
এরপর যুদ্ধ হবে বন্ধু বন্ধু
ভাগাভাগি কতকাল আর? ঐ খাস জমি একান্ত আমার।
বন্ধু বন্ধু যুদ্ধ হয়, চামচিকায় সুযোগ নেয়;
চামচিকার স্ত্রী বানাবে বিউটি পার্লার, সেটা কেন আমার বুকের উপরেই?
এরপর দেশ চলে যাবে পশ্চিমাদের হাতে;
অলিগলি ছেয়ে যাবে সেক্স টয়ে,
মানুষ হবে মানুষ বিমুখ,
লক্ষ্মীদের সংসার ভাঙবে দৈনিক প্রসাবের হাঁরে
সক্ষম পুরুষেরা বিষাদে দলবেঁধে আত্মহত্যা করবে
তাঁদের গণকবর দেয়া হবে, সেটা কেন আমার বুকের উপরেই?
এরপর মহামারি আসবে পৃথিবীতে
এক চতুর্থাংশ মানুষ মরে যাবে রোগে
বেঁচে থাকবে কেবল ধর্ম যাজকদের পরিবার
রুশ প্রধানের ক্ষমতায় সব লাশ পাঠানো হবে এশিয়ায়
সমস্ত ভারতবর্ষ হবে পাপীদের কবরস্থান, শ্মশান
সমস্ত পাপী মরে শুদ্ধ হবে পৃথিবী,
পবিত্র বাংলাদেশে শকুন আসবে ঝাঁকে ঝাঁকে
শকুনদের অভয়ারণ্য স্বীকৃতি পাবে বাংলাদেশ
ইউনেস্কো ঘোষণা দিবে ইথারে
শকুনের সঙ্গম হবে এখানে, সেটা কেন আমার বুকের উপরেই?
হে আমার সাবেক প্রেমিকা
তোমাকে পৃথিবীর ভুপত্নি ঘোষণা দিলাম।
আমায় তুমি দলিল করে দাও কোন ধর্ষিতা কিংবা নিশিকন্যাকে
যাদের পবিত্র পদধূলিতে আমি শুদ্ধ হবো।
সুঠাম দেহে, ৩ বেলা খেয়ে-পরে নয়,
অন্তত কঙ্কাল হয়ে বেঁচে রবো স্বাধীন হয়ে।
তুমিই বলো,
আমি মানুষটা কি আজীবন খাস জমি হয়ে রবো?
খাস জমি
মুহাম্মদ আল ইমরান
২৬-০২-২০১৭
উত্তরা, ঢাকা।
০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৫:২১
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: শুভেচ্ছা প্রিয়, ছবিটা সংগ্রহীত।
লেখাটা?
২| ০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
লেখাও ভালো লেগেছে; কম লাইনের ভেতরে নিজকে প্রকাশ করার চেষ্টা করবেন
০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:২৪
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: চেষ্টা করবো অগ্রজ।।
ভালবাসা থাকবে।।
৩| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫
সৈয়দ ইসলাম বলেছেন:
ভাল লেখেছেন। ভালো লাগলো।
খুবই সুন্দর ভাবে প্রকাশ করেছেন আমাদের কথা, মনের কথা।
প্লাস+++
০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:২৬
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: প্রিয়, ভালবাসা জানবেন,
আমি আমার পাগলামি সাহিত্যকর্মের সাথে অন্তর্ভুক্ত না করার দলে।
আমি চাই দেশে কিছু পাগল থাকুক, কিছু সাহিত্যিক থাকুক।।
৪| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: একেই বলে প্রানবন্ত কবিতা।
০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:২৭
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: আমার এইসব কবিতার কাতারে না পড়ুক সেটাই আমি চাই, পাছে কবিতার অপমান হবে।
আমি চাই মনের কথা বলতে, সেটা যে কোন মাধ্যম হতে পারে, যে কোন কিছুর সাথে মিলে যেতে পারে।
চেষ্টা করেছি মাত্র।।
ভালবাসা রইলো প্রিয়।।
৫| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১:২১
আকিব হাসান জাভেদ বলেছেন: খাস জমি বিক্রি করে দিন। এ দেশে খাস জমির রমরমা ব্যবসা চলে । তবে খাস জমিতে সোনার ফসল দেখে মন জুড়িয়ে গেলো।
ঠাই নাই ঠাই খাস জমিতে
এ জমি আমার নয়
এ জমি খাবে দলে মিলে।
কবির কবিতা ভালো লাগলো। সুন্দর ++++++
০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৩০
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: ভালবাসা আপনায় জনাব,
আমি কবি নই, স্রেফ পাগল। কখনো কবি দাবী করতেও চাই না।
আমি চাই মনের কথা বলতে।
হ্যাঁ দেশ নিয়ে আমার মত পাগলরাই আজকাল ভাবে, জ্ঞানী গুণীদের মুখে তালা ঝুলিয়ে দিয়েছে অর্থ নয়তো ক্ষমতা।
আহহ!! খাস জমি।। এই দেশ খাস জমি????
অনেক ভালবাসা রইলো জনাব।।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
ছবিটা ভালো লেগেছে