![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বাংলা মা;
তোমার সন্তানেরা আর মানুষ হলো না।
প্রিয় বাংলা মা;
২ টুকরা হাড্ডি নিয়ে কুকুর সন্তুষ্ট থাকলেও;
তোমার সন্তানেরা চায় প্রতিদিন তরতাজা নিস্পাপ কলিজা।
প্রিয় বাংলা মা;
পদ্মা, মেঘনা যমুনা থাকতেও
তৃষ্ণা মেটায় গঙ্গার জল,
তোমার সন্তানেরা ভিক্ষার চালকে প্রসাদ মনে করে।
প্রিয় বাংলা মা;
তোমার সন্তানদের অন্ধ করে দেয়া হয়েছে,
যারা একটু আধটু দেখতে পারেন,
তাঁদের চোখে রঙ্গিন চশমা।
প্রিয় বাংলা মা,
তোমার সন্তানদের মূর্খ করে দেয়া হয়েছে,
যারা শোনাবে শান্তির কথা তারা অক্ষর চিনেন না।
প্রিয় বাংলা মা,
তোমার সন্তানদের পঙ্গু করে দেয়া হয়েছে,
যারা দেখাবে আলোর পথ, তারা হাটতেই পারে না।
প্রিয় বাংলা মা;
অধর্ম ঢুঁকে গ্যাছে ধর্মের কলিজায়,
ইমাম সাহেব বলেছেন, "কলিজায় বান মেরেছে"
মৃত্যুর আগে শান্তি পাবে না।
প্রিয় বাংলা মা;
মসির চেয়ে অসি বড়,
দেশের সেরা মেধাবী সন্তানটা চাকরী পায়না
সন্ত্রাসী ছেলেটার অনুমতি ছাড়া।
এখন? নে ধর, মাদক ব্যবসা...
১পিচ ইয়াবা ৫০ পয়সা, বিক্রি করবি ২০ টাকা
চাকরী করে এতো টাকা পাবি?
প্রিয় বাংলা মা;
টাকার কাছে পড়ে পড়ে ধর্ষিত মানবতা,
পুলিশের নির্মম অত্যাচারে কাঁদে বস্তির মেয়েটা
ওর পক্ষে উকিল নেই।
প্রিয় বাংলা মা;
মূর্খতা দিয়ে জয় করেছে সংসদ,
ওখানে মজার মজার গান আর ফান ছাড়া কিছুই হয়না
যা হয়, সেটা বাজেট পাশ করার আগেই পেটে হজম হয়ে যায়।
প্রিয় বাংলা মা;
দেশ ডিজিটাল;
প্রসবের আগেই পবিবার জেনে যায় পুত্র নাকি কন্যা সন্তান,
পরিক্ষার আগে প্রশ্নপত্র হাতে, হয়তো ডিজিটালেরই অবদান।
প্রিয় বাংলা মা;
তোমার সন্তানেরা রাক্ষস হয়ে গেছে,
আকাশ, মাটি, পাহাড়, নদী এবং সুন্দরবন
ব্যাংক ও সেতু স্বাভাবিক, ওরা প্রতি লোকমায় গিলতে চায়
তোমার কবরের এক মুষ্টি মাটি ও একটি করে সাধারন জনগণ।
প্রিয় বাংলা মা;
সমস্ত বাংলাদেশ গিলে
এবার চোখ পড়েছে তোমার কবরে
সেখানে একটা রাস্তা হবে,
দাদাবাবুরা সে রাস্তা দিয়ে স্বর্গে যাবে
প্রিয় বাংলা মা
মুহাম্মদ আল ইমরান
২১ শে ফেব্রুয়ারি ২০১৮
১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৬
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: ভালবাসা আপনায় প্রিয়।।
৫৭ ধারার বিপরীতে এমন কিছু কথা বলে আশংকা নিয়েও ভালো লাগে।।
আপনার ভালো লাগার প্রতি সন্মান থাকবে।।
২| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৩
আকিব হাসান জাভেদ বলেছেন: প্রিয় বাংলা মা
তোমার পাগলি মেয়েটাও আজ
নিরাপদ না , সে ও আজ হয়েছে বাবা ছাড়া মা।
প্রিয় বাংলা মা
মুখ থাকতে ও আমি বলতে পারছি না
আমার প্রিয় বাংলা ভাষা।
১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৮
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: সুন্দর বলেছেন,
আমাদেরকে বাক প্রতিবন্ধী হিসেবে গোয়াল ঘড়ে বেঁধে রাখা হয়েছে।।
৩| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৪
কামরুননাহার কলি বলেছেন: ওয়াও দারুন হয়েছে কবিতাটি।
তাই প্রিয়য়ে রাখলাম।
১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২০
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: আমার পাগলামি ভালো লাগার জন্য ভালবাসা আপনায়।
আমার পাগলামিকে সাহিত্যকর্মে স্বীকার করতে চাই না।
আমি চাই মনের কথা বলতে, ছন্দহীন, মাঝে মাঝে সুরে সুরে, তাল মিলিতে, বেতালে।
ভালবাসার প্রতিদান কেবল ভালবাসা।।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।