নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অন্তরাত্মা উপেক্ষিত

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

আমরা জন্ম নিই অরিজিনাল হিসাবে,কিন্তু যতই বেড়ে উঠি ততই কপি হয়ে উঠি। অরিজিনালিটি টা খসে পড়তে থাকে । কাউকে দিয়ে অনুপ্রাণিত হই, তারপর কাউকে রোল মডেল বানিয়ে ফেলি, অনুকরন করি,তার মতো করে নিজেকে সাজাতে চেষ্টা করি,তার মগজ দিয়ে ভাবতে থাকি,তার মত করে চিন্তা গুলো গজিয়ে তুলি ,তার স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবে আঁকড়ে ধরি । এভাবে ক্রমে ক্রমে অরিজিনাল থেকে আমরা কপি হয়ে উঠি । কিন্তু টের পাইনা যে, কাউকে আদর্শ মনে করা খুবই ঝুঁকি পূর্ণ । এই ঝুঁকি টা শুধু স্বপ্নভঙ্গের নয় । সেটা তারচে ভয়াবহ। তা নিজের ভিতরের 'ইনার ভয়েস' টা কে হত্যা করে, তাকে বেড়ে উঠতে দেয় না, তাকে চুপ করিয়ে দেয় । তাই আমরা বুদ্ধি হবার পরও অপরের ইঙ্গিতে চলি, অপরের ভাবনা দিয়ে নিজেকে চালাই, অপরের পছন্দ অপছন্দ দিয়ে নিজেকে সাজাই । কোনটা উচিত, কোনটা অনুচিত তার সিদ্ধান্তের জন্যে অপরের মুখের দিকে চেয়ে থাকি । ফলে আমাদের আত্ম জিজ্ঞাসার পথ চিরতরে রুদ্ধ হয়ে পড়ে। মনে করি দশে যা চায় তাই ই সঠিক, তাই ই অম্বিষ্ট । আমাদের একার চাওয়া, একার স্বপ্নকে নিজেরাই অনাদর করি। অথচ আমাদের সবচেয়ে বড় ম্যান্টর বা পরামর্শ দাতা, বিচার কর্তা,কি করা উচিত বা অনুচিত তার সিদ্ধান্ত নেবার আসল মানুষটি আমাদের নিজেদের ভিতরে মৌন থাকে ।, যাকে আমরা চুপ করিয়ে দিয়ে নির্ভার থাকি , তাকে মুখর হতে দিই না । যে আমাদের ভুল করতে শেখাতো, প্রশ্ন করতে শেখাতো , ভুল শুধরে নেবার রসদ যোগাতো , সিদ্ধান্ত নেবার সাহস দিতো, নিজের একান্ত প্রিয় জীবনটাকে নিজের মনের মতো করে তৈরি করতো। সেই আপন অন্তর্গত মানুষটি, তার 'ইনার ভয়েস' এভাবে উপেক্ষিত থেকে আমাদের কে শূন্যগর্ভ মানুষে রুপান্তর করে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.