নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,
বিশ্বাস অন্ধ, যুক্তি চক্ষুস্মান। বিশ্বাস ধর্ম, আর যুক্তি বিজ্ঞান । বিশ্বাস আর যুক্তি কখনই, শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে না। হয় আপনাকে বিশ্বাস করতে হবে , যুক্তির দরজা বন্ধ করে, নয়ত তাকে যুক্তির কষ্টি পাথরে পরখ করে দেখতে হবে, তার খাটিত্ব । এ দুয়ের মাঝখানে আশ্রয়ের আর কোন জায়গা নেই । তবে মানুষ কিন্তু প্রতি দিনই বিশ্বাস কে মাড়িয়ে যুক্তির র কাছে আত্ম সমর্পণ করছে । তাই শরীর যন্ত্র বা নিত্য প্রয়োজনীয় ডিভাইস বিগড়ে গেলে তা নিয়ে বসে না থেকে - তারা সারাতে নিয়ে যায় ।
তথ্য প্রমানে দেখা গেছে যে, যুক্তিবাদী যারা ইশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, এমন ব্যক্তি বা সমাজ, আস্তিক ব্যক্তি বা সমাজের চেয়ে এগিয়ে । অর্থনৈতিক ভাবে এগিয়ে থাকা চীন বা জাপান এর কথা ধরা যাক । ১.২ বিলিয়ন চাইনীজদের প্রধান কোন ধর্ম নেই বা এরা সৃষ্টি কর্তার অস্তিত্বে বিশ্বাস করে না । জাপানের ১২৭ মিলিয়ন নাগরিক আক্ষরিক অর্থেই ইশ্বরে আস্থাহীন । যে কোন আস্তিক ব্যক্তি বা সমাজ ব্যবস্থার সাথে তুলনা করলে এদের অবস্থান কে খাটো করে দেখা যাবে না ।
এমন একটা মিথ প্রত্যেক সমাজে চালু আছে যে, নাস্তিকরা অনৈতিক । কিন্তু দেখা গেছে, এঁরা মানব সমাজকে এগিয়ে নিতে বেশী অবদান রেখেছেন,নিজের চেয়ে অপরের কল্যনে বেশি নিয়োজিত ছিলেন। এঁরা সহজ, অহিংস, বিনিত, নিরহঙ্কারী, নিরহংবাদি। এঁরা শান্তির প্রতি অবিচল, জাগতিক সব কিছুর প্রতি বেশি মর্যাদাশীল। দেখা গেছে তাঁরা সংখ্যা লঘু, পিছিয়ে পড়া মানুষের বিপর্যয়ে সবার আগে পা বাড়িয়েছেন।এঁরা পরিবেশের প্রতি, প্রানী জগতের প্রতি সদয় । নাম বলতে গেলে তাঁদের তালিকা হবে অন্তহীন । মহাবীর গৌতম চার্বাক থেকে আজকের জুকেরবারগ - কাকে ফেলে কাকে ধরি । উদাহরন সরূপ, ধর্মকে বিবেচ্য মনে করে না এমন উত্তর ইউরোপীয় দেশ গুলোর দিকে তাকালে দেখা যাবে , তাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নততর, মানুষের গড় আয়ু্র আনুপাতিক হার উচুতে , শিক্ষার হার সমধিক, পার ক্যাপিটা ইনকাম(মাথা পিছু আয়) সব চেয়ে বেশি, ধর্ষণ, খুনাখুনি, আত্মহত্যার হার সর্ব নিম্ন মাত্রায়, নারী পুরুষ সমতা সবচেয়ে উল্লেখযোগ্য, দৃশ্যমান কোন দুর্নীতি অনুপস্থিত, রাজনৈতিক ডামাডোল নেই বললেই চলে, সর্বোপরি মানবিক মর্যাদা শর্তহীন। সে সব দেশ যে কোন আস্তিক বা ধর্ম প্রবন সমাজ বা দেশ থেকে অনেক অনেক বাসোপযোগী ।
©somewhere in net ltd.