নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,
মুখোশ, আবরন, পোশাক অনেক সময় সমার্থক হয়ে উঠে । নারী পুরুষের পোশাক পড়লেও নারী থেকে যায়। কারন তার পুরুষ হবার প্রয়োজন নেই।কারন তার স্বাতন্ত্র্য তকে বলে দিচ্ছে, তুমি কেন পুরুষ হতে যাবে? তুমি কম কিসে ? তেমনি একজন পুরুষও কখনো নারীর পোশাকে নিজেকে বদলাতে পারে না। এটাই রিয়ালিটি অব নেচার । কিন্তু একজন অপরাধী সন্ত হতে পারে , তার পোশাকে, আবরনে মুখোশে। তাই সন্তের পোশাকে কাউকে দেখলেই জ্ঞানী ভেবে নত হয় মানুষ। একজন অপরাধী দীর্ঘ জীবন,এমন কি পুরো জীবন সন্তের ভেক ধরে কাটিয়ে দিতে পারে ।মানুষ অনেক সময় মুখোশ কে ভালবাসে, তাকে নতশিরে বন্দনা করে ।মুখোশের আড়ালে র মানুষকে জেনে বুঝে অনেক সময় বেরুতে দিতে চাই না আমরা। সেই মুখোশের জন্যে রয়েছে সমাজে মহা সমারোহ । অদৃশ্য ভয় যতটা না মুখোশ ধারীর, তার চে বেশি ভয় আমাদের । সত্য কে সহ্য করতে না পারার ভয় । এভাবেই চলে গোটা সমাজ জুড়ে মুখোশ বন্দনা । মানুষের রুপান্তর তার ভিতরের রন্ধন শালায় ঘটে। সত্যিকারর রূপান্তর বাইরের কোন আবরনেই দৃশ্যমান হয় না। মুখোশ বা আবরন বন্ধনার ঢাক ঢোল ডঙ্কা নিনাদ যতই প্রবল হচ্ছে, মানুষের ভেতরের রূপান্তর ততই নিস্প্রভ হচ্ছে। কে এতো কষ্ট করে নিজেকে সত্যিকার ভাবে বদলাবে ?
©somewhere in net ltd.