নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

বড় দিনের কথকতা

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

মেসিয়াহ যিশু কি ভারতে এসেছিলেন ?.
১)হিন্দু (ভবিষ্য) পুরান এ উল্লেখ আছে রাজা সাতবাহন একজন মেসিয়াহ র দেখা পান যিনি কুমারীর গর্ভে জন্ম নেন । রাজা এটা জেনে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
২) বৌদ্ধ মহাযান শাস্ত্র এ বর্ণিত একটি কাহিনী র সাথে খ্রিষ্টিয় কাহিনী(Barlaam and Josaphat) র মিল ।
৩) শ্রীনগরে অবস্থিত সমাধি রজা বাল বা রওজা বাল , যার এফিটাফে লেখা রয়েছে চির নিদ্রায় শায়িত "Yuz Asaf" যার পারসিক এবং হিব্রু উচ্চারন Josaphat । সিরিয় শব্দ Jesus থেকে Yuz এর উদ্ভব ।
৪) বলা হয়ে থাকে ১২ টি গোত্র নিয়ে ইসরায়েল গঠিত । তার মাঝে একটি গোত্রের অবস্থান উত্তর ভারতে। কোন গোত্র আফগানিস্থান এবং পাকিস্থান এ অবস্থান করছিল । মেসিয়াহ র কাজ ছিল ইসরাইলি দের কে নতুন ধর্মে দীক্ষা দেয়া । সে কাজে তিনি এসব এলাকায় আসতে পারেন ।
অতএব যিশু খ্রিষ্ট এমন একটি রহস্য তাঁর কোনটা সত্য তা কোন দিন উন্মচিত হবে না। অনেক ভাষায় তাঁর কাহিনী লিখিত হয়েছে। সেখানে পরস্পর বিরুধী অনেক তথ্য সুত্র রয়েছে । হিব্রু বাইবেল তাঁর জন্ম, হিতোপদেশ, অলৌকিক ঘটনা , ক্রুসিফিকেশন এবং পুনরুত্তান এর বর্ণনা দিলেও যিশু র পুরো জীবন বৃত্তান্ত দেয়নি । ইতিহাস বা কিংবদন্তি বরাত দিয়ে বিবিসি র ডুক্যুমেন্টরি বলছে তাঁর জন্ম থেকে তিরিশ বছর অবধি সত্যিকারের কোন তথ্য সুত্র নেই। শুধু একটি গসপেল এ বলা হয়েছে ১২ বছর বয়সে তাঁকে জেরুজালেমের একটি মন্দিরে সাধু পরিবেষ্টিত দেখা গেছে । নিউ টেস্টামেন্ট ও এ ব্যাপারে নীরব। যিশুর প্রচলিত কাহিনী শুরু যখন তাঁর বয়স তিরিশ বছর। মাঝের সময়টা র কোন হিসাব নেই । বাইবেল বা অন্য সকল ইতিহাসে তাঁর এই দীর্ঘ অনুপস্তিতি নিয়ে রহস্য অনন্ত । তাই অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, ক্রস বিদ্ধ হয়ে তিনি মারা যাননি । অন্তর্ধানের বছর গুলোতে তিনি ভারত, পাকিস্থান , তিব্বত এবং কাশ্মীর ভ্রমন করেছেন। ১৮৯৯ সালে আহমদিয়া সম্প্রদায়ের প্রতিষ্টাতা মির্জা গোলাম আহমেদ তাঁর 'জিসাস ইন ইন্ডিয়া' বইতে দাবী করেছেন কাশ্মীর , শ্রী নগরে রউজা বাল নামে স্মৃতি সৌধ টা ঈসা নবীর সমাধি । তিনি সেখানকার অধিবাসী দের সাথে অবস্থান এবং অধ্যয়ন করে এসকল তথ্য সংগ্রহ করেন । এ ব্যাপারে একই নিশ্চয়তা দেন উক্ত বইতে , যা আহমদিয়ারা বিশ্বাস করে । উনবিংশ শতাব্দীর বিশিষ্ট কাস্মীর স্বাধীনতা কামী, বহু তত্ত্ববিদ , আইনজ্ঞ পন্ডিত মৌলভী আবদুল্লা , তাঁর লেখা একটি চিঠিতে এ ব্যাপারে সহমত প্রকাশ করেছেন বলে উক্ত বইতে উল্লেখ রয়েছে। গোলাম আহমেদ এটাও দাবী করেছেন যে যিশু বুদ্ধের চিন্তা ধারা ধারন করেছিলেন এবং সেই মতে মানুষকে উপদেশ দিয়েছিলেন।
বিশিষ্ট রুশ প্রাচ্যবিদ নিকলাই নটভিচ ই প্রথম কেউ যিনি পর পর কয়েক বার কাশ্মীর আসেন এবং জজি লা পাস নামক জায়গায় একটি বৌদ্ধ মন্দিরে অবস্থান করেন , যেখানকার এক বৌদ্ধ ভিক্ষু তাঁকে 'ঈসা' নামে একজন বোধিসত্বের কাহিনী শুনায়েছেন । নটভিচ সেই কাহিনীর সাথে যিশুর কাহিনীর মিল দেখে অবাক হয়েছিলেন। তিনি বলেছেন ১৬ বছর ধরে যিশু তুরস্ক, পার্সিয়া, পশ্চিম ইউরোপ ভ্রমন করে মেরি কে নিয়ে কাশ্মীর এ আসেন, অতঃপর মেরি সেখানে মারা যান। যিশুও আমৃত্যু কাশ্মীর এ কাটান এবং ধর্ম শিক্ষা দান করেন । এর কোনটার সত্যাসত্য যাচাই হয় নি, হবে না। হলেও বিশ্বাসীরা তা মেনে নেবে না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.