নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অর্ডিনারী জীবন ই সুন্দর জীবন

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫০

অর্ডিনারী হিসাবে বেঁচে থাকতে জানাটাই সব চেয়ে এক্সট্রা অর্ডিনারী কাজ। অর্ডি্নারী টাই সহজাত, প্রাকৃতিক । এক্সট্রা অর্ডিনারী বিকৃত। প্রকৃতি স্পেশাল কোন মানুষ তৈরি করে না। সে ইউনিক মানুষ তৈরি করে, কিন্তু স্পেশাল বা 'আলেক্সেন্ডার দ্য গ্রেট' তৈরি করে না । এক্সট্রা অর্ডিনারী হতে চাওয়া টা একটা মানসিক অসুস্থতা। এর পেছনে তার ইগো । এই ইগো মানুষের উপর একটা বিশাল বোঝা। যার নিরন্তর চাপে সে অসুস্থ হয়ে পরে। জীবনটাকে উপভোগ করতে পারে না। মানুষ ছাড়া অন্য কোন প্রানীর উপর এই চাপ নেই। সমাজবদ্ধতার মাঝে প্রতিনিয়ত ইগো র ট্রিগারে আঙ্গুল রাখতে হয় । যে স্বতন্ত্র, প্রচলিত সমাজ সমষ্টির সাথে নিজেকে মিশিয়ে দেয় না তার ইগো জন্ম নেয় না। এক্সট্রা অর্ডিনারী হতে চাওয়া থেকে ইগো র জন্ম। চারদিকের পাহারা, নিরাপত্তা বোধ, ভক্ত স্তাবকের ভিড়, বৈষয়িক স্বচ্ছলতা এবং সমষ্টির মাঝে একজন হয়ে উঠার বাসনার মাঝে ইগো বেড়ে উঠে। যে অনিরাপদ, প্রতিকুলতার সাথে বসবাস, একা সে সতর্ক , সন্দেহ প্রবন । তার অহং তৈরি হবার সুযোগ নেই । উদ্যত হবার সম্ভাব্য পরিস্থিতি আসে না । প্রতিকুলতা মানুষের মানবিক মূল্যবোধ তৈরির প্রধান সহায়ক। যে যত প্রতিকুলতার মাঝে বসবাস করে সে তত সহজ, নমনীয়, নন-এক্সট্রিম, নন-র‍্যাডিক্যাল - তত বাছাবাছির উরধে। প্রতিকুলতা মানুষকে পরিমিত, সহনীয় এবং বাহুল্য বর্জিত করে। কোন সমাজই ব্যক্তি কে চায় না। সমাজ চায় ব্যক্তি র স্বাতন্ত্র্য'র বিনাশ। সে চায় তুমি আমাদের দলে মিশে যাও। আমাদের ইশ্বরের বাস গৃহে আস। এই ঘরে তুমি নিরাপদ, এখানে তুমি সংঘবদ্ধ - তোমার অহং নিরাপদ। আলাদা থাকলে একটা সত্য জন্ম নেবে। স্বতন্ত্র থাকা মানেই প্রশ্ন করা, সন্দেহ করা, 'না' বলতে শেখা। সন্দেহ জিজ্ঞাসার আঁতুড় ঘর। এমন কি যে বিশ্বাস করে তারও সন্দেহ আছে । সন্দেহের কারনেই সে বিশ্বাস করে। অসুখ ভিতরে না থাকলে গুচ্ছের ওষুধ কেন খাবে। একটি মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে, যখন সে মনে করে , অদৃশ্য একজন তাকে পাহারা দিচ্ছে, তার ইচ্ছাকে নিয়ন্ত্রন করছে । ডারউইন চার্চের প্রতি অনুগত একজন ধর্ম ভীরু খ্রিষ্টান ছিলেন । অদৃশ্য নিয়ন্তার প্রতি তাঁর বিশ্বাসের কমতি ছিলো না। পাপবোধের শংকা তাঁর ছিল। কিন্তু জীব বিজ্ঞানী হিসেবে 'ফ্যাক্টস অফ নেচার' অনুসন্ধান করতে গিয়ে দেখেন ঘটনা পুরা উল্টা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.