![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
স্কুলে যাওয়ার আগে
মায়ের কাছে ভাত চাইতাম
মা হেঁশেলে মরিচ পুড়ে
নুন তেলে ডলে রাতের বাসি ভাত খেত দিত
সে কি স্বাদ!
শীতের সকালে
পিঠে রোদ লাগিয়ে
দাওয়ায় বসে বসে
কি আরামেই না খেতাম!
মা মারা যাওয়ার পর
খুব ইচ্ছা হলো একটু ভালো খাবো
তৃপ্তিসহকারে কিছু খাবো।
কত হোটেল রেস্তোরায় গেলাম
পাঁচ তারা, সাত তারা হোটেলে গেলাম
নামী দামী বিয়ে বাড়ির দাওয়াতে গেলাম
কিন্তু মায়ের হাতের সেই মরিচ ডলা ভাতের স্বাদ আর পেলাম না।
মায়ের হাতের মরিচ পোড়া লবন ভাত যেন অমৃত!
(বিঃদ্রঃ উপরে নাম যার কবিতাও তার। আমি প্রচার করেছি মাত্র।)
(ছবি ঃ গোগুল।)
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৩
শামচুল হক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, মায়ের হাতের খাবারের তুলনা হয় না।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০
ধ্রুবক আলো বলেছেন: মায়ের তুলনা হয় না।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪
শামচুল হক বলেছেন: ধন্যবাদ ভাই, মা সবসময় অতুলনীয়।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
বদিউজ্জামা০০৭ বলেছেন: মায়ের হাতের রান্না আহ তুলনা হয় না
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪
শামচুল হক বলেছেন: ঠিকই বলেছেন, মায়ের হাতের রান্না সত্যিই অতুলনীয়।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: এজন্যই কবি বলেছেন, মায়ের মত আপন কেহ নাই।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৫
শামচুল হক বলেছেন: আসলে কবি ভেবে চিন্তেই বলেছেন। ধন্যবাদ
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয়তে......
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৫
শামচুল হক বলেছেন: আপনি কেমন আছেন ভাই?
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: একেবারে বাস্তব কথা লিখেছেন, এটা কি প্রামানিক ভাইয়ের লেখা?
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬
শামচুল হক বলেছেন: আপনি যা বলবেন তাই মানতে রাজী, ভার্চুয়াল জগতে আপনাকে যে কিভাবে বুঝাবো বুঝতে পারছি না।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: ছড়ার মতো তোলাগছে না, তবে শহীদুল ইসলাম প্রামানিক লেখা কেন সেটাই তো মাথায় ঢুকছে না হক ভাই।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬
শামচুল হক বলেছেন: জী ভাই ঠিকই ধরেছেন, কবিতাটি তারই লেখা যে কারণে নামটাও তার।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭
চাঁদগাজী বলেছেন:
মাকে নিয়ে ইমোশানেল হয় সব ছেলেই, সারাংশ ঠিক আছে, লেখা বেশ দুর্বল
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
শামচুল হক বলেছেন: গাজী ভাই, লেখা সবল করলে সাধারণ পাঠক গদ্য কবিতার অর্থ বুঝতে পারে না। তখন কবিতা বোঝার জন্য কবি লাগে।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মায়ের হাতের মরিচ পোড়া লবন ভাত যেন অমৃত! আহারে ! আহারে !!
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫
শামচুল হক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি মন্তব্য করায় খুব খুশি হলাম।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫
কুঁড়ের_বাদশা বলেছেন: মায়ের মত আপন কেহ নাই.....
প্রামানিক ভাইয়ের জন্য শুভ কামনা রইল।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫
শামচুল হক বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। ধন্যবাদ
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯
অন্তরন্তর বলেছেন: মা পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি তাই তার হাতের ছোঁয়া অমৃত। মাকে নিয়ে যেকোন লিখা অনবদ্য। শুভ কামনা।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭
শামচুল হক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪
মনিরা সুলতানা বলেছেন: আহা রে !!!!
মা এর হাতের ভাত ;এর তুলনা নেই কন কিছুতেই ।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮
শামচুল হক বলেছেন: চমৎকার কথা বলেছেন, খুব ভালো লাগল মন্তব্য। ধন্যবাদ
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯
আটলান্টিক বলেছেন: কিছু মনে করবেন না শামচুল ভাই আপনি কি বাংলা ডিকশনারি নিয়ে বসেন কবিতা লেখার সময়??? একটা বানানও ভূল নাই।চমৎকার কাব্য।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০
শামচুল হক বলেছেন: এই অবদান আমার না, কবিতা লেখকের। উৎসাহমূলক মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন হক ভাই। সুন্দর কবিতায় ভালোলাগা।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২
শামচুল হক বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
মলাসইলমুইনা বলেছেন: আহা রে !!!! মা এর হাতের ভাত ;এর তুলনা নেই কন কিছুতেই । প্রিয় মুনিরা সুলতানা : আপনার কথাটা ছাড়া আর কোনো কথা আমার নেই এই লেখা পড়ার পর | প্লেজারিজম হলে হোক |
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬
শামচুল হক বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহমূলক মন্তব্যর জন্য অনেক শুভেচ্ছা রইল।
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
সুমন কর বলেছেন: প্রচার করার জন্য ধন্যবাদ। ভালো শেয়ার।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১
শামচুল হক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
ওমেরা বলেছেন: মায়ের হাতের ভাতের স্বাদই আলাদা এটা যেমন সত্য তেমনি বয়স বাড়ার সাথে সাথে মুখের স্বাদও নষ্ট হয়ে যায় এটাও সত্য ।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯
শামচুল হক বলেছেন: এই জন্যই তো এখন কারো রান্না আর মুখে ধরে না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: আমার আম্মু ছিলেন পাক্কা রাধুনী , আম্মু র রান্না খাওয়ার জন্য সবাই বারবার দাওয়াত চাইতো । সেই সুবাদে আপুও দারুন রান্না করে । তবুও সবার আম্মুর হাতের রান্না সবসময় সবার কাছে আকর্ষণীয় ।
লেখা টা ভালো লাগলো ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬
শামচুল হক বলেছেন: তবুও সবার আম্মুর হাতের রান্না সবসময় সবার কাছে আকর্ষণীয় । চিরন্তন সত্য কথা বলেছেন। যার যার মায়ের রান্না তার তার কাছে মজা লাগে।
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ছোট থেকেই (বলা যায় এখনো!) শাক সবজি কম খাই। খেলেও কোনরকমে দ্রুত শেষ করে মাছ, মুরগী, ডিমে চলে যাই। ছোটবেলায় যেদিন সবজি হত, সেদিন আমার খুব বিরক্ত লাগত। কিন্তু মা নেয়ালা ধরে খাইয়ে দিলে স্বাদ লাগতো আর পেট ভরে খেতে পারতাম!
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫২
শামচুল হক বলেছেন: আপনার স্মৃতিচারণ খুব ভালো লাগল। মায়ের নেয়ালা ধরে খাইয়ে দেয়াটা আপনার মত কম বেশি সবার ভাগ্যেই জোটে, মায়ের তুলনা নাই। ধন্যবাদ
২০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪১
শামচুল হক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।
২১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: নতুন পোষ্ট পড়ার জন্য এসেছিলাম !!
তারাতারি কিছু একটা লিখে ফেলুন।
২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
শামচুল হক বলেছেন: আপনার আগ্রহ দেখে খুশি হলাম, আমি চেষ্টায় আছি তাড়াতাড়ি কোন একটা লেখা পোষ্ট করার।
২২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: একজন সহব্লগারের লেখা ভাল লাগা কবিতাটি পোস্ট দিয়ে তাকে সম্মানিত করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এখানে তার মন্তব্য কই?
লেখা সবল করলে সাধারণ পাঠক গদ্য কবিতার অর্থ বুঝতে পারে না। তখন কবিতা বোঝার জন্য কবি লাগে - (৮ নং প্রতিমন্তব্য) - চমৎকার বলেছেন কথাটা।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
শামচুল হক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, আপনার যুক্তিপূর্ন মন্তব্য পড়ে খুব ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি মায়ের হাতের মরিচ পোড়া দিয়ে পান্তাভাত ও অমৃত, যার সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা হয়, মায়ের হাতের ছোয়া লেগে পান্তাভাত অমৃত হয়ে যায়।