| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
তোমায় ছুঁয়ে আজ সবটুকু বসন্ত প্রহর
আমায় দেবে মেয়ে ভালবাসতে অবসর?
ফাগুনের ভালবাসা দিয়েই না হয় মুহূর্ত সাজাবো
ফুলের ছোঁয়া দিয়েই আমি তোমায় রাঙ্গাবো।
২।
তোমাকে দেবার আছে স্নিগ্ধ ভোর
দিতে পারি সঙ্গ যখন নিঃস্ব এই শহর।
আমার যতটুকু আছে সবটুকু তোমাকেই দেবার
বলো বন্ধু আজ কতটুকু ভালবাসা চায় তোমার?
©somewhere in net ltd.