নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলা পথে

আমি ক্লান্ত প্রাণ এক

প্লাবিত হিমেল

প্লাবনে ভেসে যায় নতুন তীরে ভিড়ব বলে।

প্লাবিত হিমেল › বিস্তারিত পোস্টঃ

ধোঁয়াটে মানুষের কাব্য

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

ধোঁয়ায় নিমজ্জিত মানুষ কান্না পুষে রাখেনা বেশীক্ষন

দ্রুত সমাধান শেষে না পাওয়া স্মৃতির জন্জাল সরিয়ে

মিশে যায় সে চলমানতায়।

বাস্তব প্রাপ্তিগুলোকে তুলনা করে ছলনার বিপরীতে

সুখ খুঁজে নেয় বেঁচে থাকায়।

ধোঁয়াটে মানুষ বেঁচে থাকে বাঁচার আনন্দ নিয়ে

ভালবাসার মতো ঠুনকো আবেগে আর

কলুষিত করেনা তার একান্ত বিদ্যাপিঠ।

ধোঁয়ার আগ্রাসী আবাহন শেষে পরাবাস্তব মিলনের আকাঙ্খা ভুলে

চোখ মুছে হয়ে ওঠে উদ্ভাসিত আলোয় এক নতুন মানুষ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.