![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেডিও লাইনে সব চাইতে উচ্চারিত একটা নাম RJ নীরব।পোলাডারে ভালই লাগতো।যদিও একটু আধটু হাফ লেডিস আছে।কিন্তু ইদানিং পোলাডারে কেমন যেনো উল্টা পাল্টা লাগতাছে।
এই হাফলেডিস যে কত লেডিসের সরলতার সুযোগ নিয়া কাহিনি গরল করেছে সে হিসেব বাদই দিলাম।
New year এর রাতে তো ভাই পুরাই আউলা আছিলো......যাউকগা হেইডা পুরান খবর.........নতুন খবর দেখলাম কাইল রাইতে.
বাংলাভিশন চ্যানেল এর সরাসরি অনুষ্ঠান বাংলাভিশন মিউজিক নাইট। RJ নিরব আছিল যেখানে উপস্থাপক। অনুষ্ঠানে একটি মেয়ে ফোন করে নিরবকে বলে, আর কতো মেয়ের জীবন তুই নষ্ট করবি? কুত্তার বাচ্চা ভালো হইয়া যা। নিরব আসমান থেইক্কা পড়ল এই কথা শুইনা..এই কথা শুনার পরও না শুনার ভান করে নিরব বলে, কি উনি বুঝাতে চেয়েছেন আমরা বুঝি নাই, আশা করি পরে আবার ফোন দিবে।
হ আমরাও আশায় থাকি এর পরের অনুষ্ঠানে যেনো আবার কোন মাইয়া তোর ধুতির গিটটা টান দিয়া খুইলা ফালায়.......
২| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:০৩
রবিন মিলফোর্ড বলেছেন:
কন কি ?? কাহিনী তো জানতাম না !!
৩| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:০৫
বোরহান উদদীন বলেছেন:
হা আমি লাইভ দেখছিলাম।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:১৩
আবদুর রহমান (রোমাস) বলেছেন: বলেন কি এখনও ধুতির গিট্টু খুলে নাই??? =P~
৫| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:২০
মেলবোর্ন বলেছেন: নিরবে কামডা নিরবে কইরা নিরব থাকবার চাইছিল মাগার মাইয়াডা ফাডায়ালাইসে
৬| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩০
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন:
৭| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩৬
শয়ন কুমার বলেছেন: বাংলাভিশন চ্যানেল এর সরাসরি অনুষ্ঠান বাংলাভিশন মিউজিক নাইট। RJ নিরব আছিল যেখানে উপস্থাপক। অনুষ্ঠানে একটি মেয়ে ফোন করে নিরবকে বলে, আর কতো মেয়ের জীবন তুই নষ্ট করবি? কুত্তার বাচ্চা ভালো হইয়া যা।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:০১
ওবায়েদুল আকবর বলেছেন: মাইয়াডায় হাইদ্দা গেছিল ক্যা? কত্ত ভালো ভালো পোলা মাইয়া পায়না আর উনি গেছে ঐ বেশ্যাডার লগে টাঙ্কি মারতে! উচিৎ বিচার হইছে। ভিড্যু বাজারে আহেনাই শুকর কর।
মাইয়াডার প্রতি আমার পরামর্শ হইল একডা ভালা পোলা খুইজা ওর ঘাড়ে লটকাইয়া পড়, প্লীজ মানিব্যাগ আর কোমড়ের জোড় খুজিসনা তাইলে নীরবের মত আর এক পিস তোর সর্বনাশ কইরা দিব। বেশী চাইলে চাওয়া পূরণ হয়নারে ছাগী। একটু ত্যাগেরও প্রয়োজন আছে। ত্যাগ কর দেন ভোগে সুখ পাবি। আমি তোর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
৯| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:০৩
হতভাগার পথ বলেছেন: মেয়েটা শয়তানি করতে মজা করেও বলতে পারে!!!
১০| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:২১
দেশী পোলা বলেছেন: একটা মেয়ের জীবন কেমনে নষ্ট হয়? তাও আবার এই ডিজ্যুসরে দিয়া??
১১| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:০৪
েজরী মামুন বলেছেন:
আমি ঘটনার ফুল তদন্তের দাবি জানাচ্ছি।
এটার মূল রহস্য কি!!!???
দোষী কে?
মেয়েটা না নিরব?
১২| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:০৫
চয়ন বলেছেন: Amio
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:০৬
লিন্কিন পার্ক বলেছেন: সওয়াবের কাজ করছে!!!!
মেয়েটাকে পাইলে মুক্তাগাছার মন্ডা খাওাইতাম।
আবার শুনলাম নীরব বলদটা নাকি বাংলা ছিঃনেমা করব
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:৪৮
ভয়েস অব বিডি বলেছেন: এখানে বিরোধী দলের ষড়যন্ত্র আছে, তারা দেশে একটি অস্থিতি শিল পরিস্থিতি সৃষ্টি করতেই আর যে নিরব কে এই নিরব ভাবে অপমান করেছে। লোল.।.।.।.।.।।
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:৫৮
নাফীস কাজী বলেছেন: এটাকেই বলে মিডিয়া.......................
.
.
.
তবে মেয়েদর সাবধান হতে হবে। বীষধর সাপের সাথে সম্পকর্র করলে ছোবল খাবার সম্ভবনাতো থাবেই।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:১৬
একজন অপদার্থ বলেছেন: হালার পো এর খ্যাতি দেখলেই গা জ্বলত উচিৎ হইসে
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:১৬
একজন অপদার্থ বলেছেন: হালার পো এর খ্যাতি দেখলেই গা জ্বলত উচিৎ হইসে
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:৩৯
মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন: আমি এক পত্রিকার প্রদায়ক ছিলাম । এক শিল্পীর বিরোদ্ধে পত্রিকায় মেয়েরা ক্রমাগত অভিযোগ করছিলো । আমাকে বলা হয় আসল ঘটনা বের করে আনতে । আমি প্রথম দিনই যা তথ্য পেলাম আমার কাছে অবিশ্বাস্য মনে হলো । পরে যখন রিপোর্ট লিখবো, তখন বলা হলো এই শিল্পীর বিরোদ্ধে যায় এমন কোন রিপোর্ট ছাপানো হবে না । কারণ এধরণের শিল্পীদের সাক্ষাৎকার আর ক্যাসেটের বিজ্ঞাপনের কারণে পত্রিকার সার্কুলেশন উপরের দিকে উঠছে ।
আর আমাদের দেশের মেয়েরাও মিডিয়া আর শিল্প -সংস্কৃতির লোকদের স্বর্ণের টুকরা আর হিরা টুকরা মনে করে । এটাকে এক ধরনের মানষিক রোগ মনে করি । তাসলিমা নাসরিনেরও এরোগ ছিল । এবং তিনিই তার জীবনীতে সর্বপ্রথম বাঙ্গালী মেয়েদের এদিকটি তুলে ধরেছেন । আমি এই মনোরোগকে তাসলিমা নাসরিন সিনড্রম বলে অভিহিত করে থাকি । এরোগের উপসর্গগুলো হলো -
১. কোন শিল্পীর গান ভাল লাগলে তা বার বার শোনা ।
২.তার সব কিছু জানার চেষ্টা করা ।
৩.তার সাথে যোগাযোগ করা ।
৪.তার সাথে মানষিক সম্পর্ক তৈরী করা ।
৫.তার সাথে মনোদৈহিক সম্পর্ক গঠন করা ।
৬.তার কাছে প্রতারিত হলে আবেগের পরিবর্তন হওয়া ।
৭.পরবর্তীতে ফ্রাসট্রেশন আর ডিপ্রেশনে আক্রান্ত হওয়া ।
৮.পরিশেষে ডা. মোহিত কামাল আর ডা. এ এইচ মোহাম্মদ ফিরোজের চেম্বারে মাকে নিয়ে লুকিয়ে যাওয়া ।
৯.নিজেকে জগতের রূপ গন্ধ থেকে গুটিয়ে নেওয়া ।
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:০৮
নাহিয়ান বিন হোসেন বলেছেন: কন কি! আমি তো জানতাম নিরব হিজড়া!
২০| ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:৩৪
রাস্তার ফকির বলেছেন: এটা বিরোধী দলের ষড়যন্ত্র। যুদ্ধাপরাধীদের বিচার বাঞ্চাল এবং গোলাম আযম কে বাচানোই ছিল এর উদ্দেশ্যের মূল।
২১| ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৩
ইট্টুস কথা বলেছেন: আবদুর রহমান (রোমাস) বলেছেন: বলেন কি এখনও ধুতির গিট্টু খুলে নাই??? =P~
২২| ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৬
আইজউদদীন বলেছেন: উনি গেছে ঐ বেশ্যাডার লগে টাঙ্কি মারতে! উচিৎ বিচার হইছে। ভিড্যু বাজারে আহেনাই শুকর কর।
২৩| ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৫
ফালাক বলেছেন: "সরলতার সুযোগ" - এই সেনটেনসটা নিয়া কথা থেকেই যায়।
২৪| ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৯
হেডস্যার বলেছেন:
আইজউদদীন বলেছেন: উনি গেছে ঐ বেশ্যাডার লগে টাঙ্কি মারতে! উচিৎ বিচার হইছে। ভিড্যু বাজারে আহেনাই শুকর কর।
২৫| ১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৪
বাঘ মামা বলেছেন: ঠিকি আছে ,আজকাল মেয়েরা হুজুগে নাছে,
মেয়েরা আজকাল কিছু ছোট্ট ছোট্ট বিষয়ের উপর মন তনু দেয়া নেয়া শুরু করে দিয়েছে, যেমন ছেলেটার ছিড়া প্যান্ট মেয়েটার খুব ভালো লেগেছে,
ছেলেটার আউলা ঝাউলা চুল
ছেলেটার কানের দুল
ছেলেটার হাতে চুরি (ব্রেসলেট)
ছেলেটা বড় ভুড়ি
ছেলেটা ভালো কাশে
ছেলেটা হিজরা নাচে
আধুনিকতার নামে এমন সব ফাল্তু বিষয়ের উপর নির্ভর করে আজকাল মন দেয়া নেয়া চলে তাতে মেয়েদের জীবন তো যাবেই।
উপরের ছবিটার ছেলেটার কন্ঠ ভালো, গুছিয়ে কথা বলতে জানে,এইতো।!
তাতেই কত মেয়ে জীবন যৌবন সব ঢেলে বসে আছে,এই সব কান্ড জ্ঞানহীন মেয়েদের পক্ষ নিয়ে এই সব ছেলেদের বিরুধিতা করার কোন কারণ নেই।
২৬| ১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১২
চিত্র নায়ক বলেছেন: মেয়েটা নওশিন না ??? সি সি !!!!!!!! এদের স্বামিরা কি ??? মিডিয়ার মেয়েদের মনে হয় লজজা নাই ??? ছি: ছি: ছি: ছি: ছি: ছি: ছি:...।
২৭| ১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৮
আমার মন বলেছেন: বাংলাদেশের একজন বিখ্যাত RJ কে তার এক শুভাকাঙ্খী ফোনে-- ''কুত্তার বাচ্চা সম্ভোধন করে বলেছেন ভালো হয়ে যেতে!
সত্যিই ভক্তরা তাদের প্রিয় মানুষটির মন্দ হয়ে যাওয়া থেকে ভাল হওয়ার জন্য কত চেষ্টায় না করছেন। একেই বলে ভালবাসা।
ভক্তের কাছ থেকে এমন শুভকামনা পেয়ে উনি আরো শুভকামনা পাওয়ার আশায় বলেছেন-
-''আশা করি পরে আবার ফোন দিবে।''
-- আমরাও চাই এই সব বিখ্যাত লোকদের নৈতিকতা শেখাতে ও ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে তার ভক্তরা আবারো তাকে এমন ভাবে ফোন দিয়ে আরো ভাল হওয়ার বাণী শোনাবে।
বদনা দে, নয়তো উস্টা দিমু তে প্রকাশিত কথাটি
২৮| ১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫২
উদাস যুবক বলেছেন: নিরব তো একটা খ্যাত । তার উপর হিজড়া। এর পিছেও মেয়ে ঘুরে !!!!!
২৯| ১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩০
দুরন্ত জেসি বলেছেন: ঘটনা কি সইত্য?
১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫১
প্লবঙ্গ বলেছেন: বোরহান উদদীন বলেছেন:হা আমি লাইভ দেখছিলাম।
৩০| ১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
বাংলা ভিশনের ওই অনুষ্ঠানের ভিডিওটা দেখতে পারলে আরো মজা লাগত...
৩১| ১৪ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৬
নযােকট বলেছেন: আচ্ছা... আপনারে যদি সারারাত একটা মাইয়্যার লগে অনুষ্ঠান করতে দেয়.... যেখানে শুধূ কথা শুনতে পারবে... ছবি দেখবেনা.... তাহলে আপনিও ঠিক থাকবেননা..... যাই হোক এটা তার অভ্যাস.......
৩২| ১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২০
চন্দ্রসাগর বলেছেন: কুত্তার বাচ্চা ভালো হইয়া যা
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:০১
দুঃখ বিলাসি বলেছেন: