![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
পিছনে ফেলে এসে সবকিছু
এইখানে একটু থামি
জানিনা কেন এখানে আসি
বার বার কেন আসি।
এ আমার সন্ধ্যা আরতি,
এ আমার নিরব অভিমান
যেখানেই কষ্টো অভিযোগ
সেখানেই ভালবাসা অবসান।
কেন এই কান্নার লুকোচুরি
কেন এই উদাষ অভিমান
না ফিরে তকাও, মন খুলে দাও
শুনো কি এখন শিশির সঙ্গিত
কোনো সন্ধি আহবান?
নিয়োতির পায়ে মাথা কুটে কুটে
ফিরায়ে নিবো আবার
সেই গন্ধরাজ, নন্দীদের বাগান
চল যাই ফিরে একসাথে আজ
যত অভিমান করে অবসান।
©somewhere in net ltd.