![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
তিনি যাবেন, তিনারা যান
রহস্য কাচ ঘেরা গাড়িতে
ঝকঝকে চকচকে পথে,
যে পথ ঝকঝকে আজ
আমার রক্তে আমার ঘামে।
তাদের যাবার পথে আমি
অবুঝ শিশুর মত শুধু
ছড়িয়েছি হাঁসি আর ফুল,
অহিংস পিতার মত যত
পাপ ক্ষমা করার মত ভূল।
তবে আর নই শুধু নিরব পাহাড়
আর নই শুধু আঘাত খাওয়ার,
এবার বুঝে নিতে চাই আমি
আমার ঘামের দাম
আমার রক্তের দাম।
©somewhere in net ltd.